বোলপুর, 1 ফেব্রুয়ারি: বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরুপাচার মামলায় অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়েছেন ৷ বেশ কয়েক মাস কেটে গিয়েছে ইতিমধ্যেই ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সময় তাঁর অনুপস্থিতিতে কে বা কারা এই জেলায় তৃণমূলের সংগঠন দেখবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল দলের অন্দরেই ৷ বুধবার এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, দলের তরফে এবার থেকে তিনি নিজে এই জেলায় দলের কাজকর্ম দেখবেন ৷ তাঁকে সাহায্য করবেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷
এই প্রসঙ্গে বোলপুরের সরকারি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"আমাদের কিছু নেতাকে জেলে ভরে রেখেছে ৷ যতদিন সে অনুপস্থিত থাকবে, আমাদের দু-একজন নেতা, আমি নিজে এই জেলা দেখব । ফিরহাদ আমাকে সাহায্য করবে ৷ আমাদের কোর গ্রুপ আছে ৷ কোর গ্রুপ গঠন করে দেওয়া হয়েছে ৷ আগের সিস্টেমেই সব চলবে ৷" রাজনৈতিক মহলের মতে এভাবেই এদিন অনুব্রত মণ্ডলের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল নেত্রী ৷ এদিন বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন,"যাঁরা ঘেউ ঘেউ করছে তাদের বলছি একটা প্রবাদ আছে, রাজা যায় বাজার তো কুকুর ভৌকে হাজার ৷ তৃণমূল রাজা নয়, প্রজার দল ৷"
আরও পড়ুন: গরিব-বিরোধী সুবিধাবাদীদের বাজেট, কেন্দ্রকে নিশানা মমতার
এদিনের মঞ্চ থেকে স্বভাবসিদ্ধ ঢঙেই বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee criticises BJP) ৷ তিনি বলেন,"বীরভূমের মানুষ ভয় পাবেন না ৷ অনেককে ভয় দেখানো হচ্ছে ৷ এজেন্সি আসছে, বিজেপি আসছে ৷ একদম ভয় পাবেন না । চ্যালেঞ্জ নিলাম আমি । বীরভূম আমি নিজে দেখব ৷ ফিরহাদ আছে, চাঁদু, বিকাশ, অভিজিৎ, অভেদানন্দ, আশিস দা, অসিত মাল, শতাব্দী সবাই থাকবে ।" বীরভূমে দলের কাজকর্মের উপর যে তাঁর নজর থাকবে তা বোঝাতে মমতা এদিন বলেন,"আমি 6 মাস পর পর বীরভূমে আসব যাতে আপনাদের সঙ্গে যোগাযোগ থাকে ৷"