ETV Bharat / state

Mamata at SSKM: এসএসকেএম-এ আবেগী মমতা, বিদেশ বিভুঁইয়ে পড়ে থাকা প্রতিভাদের দেশে ফেরার ডাক - এসএসকেএম হাসপাতালে মমতা

এসএসকেএম-এ গিয়ে আবেগে (Mamata Banerjee gets emotional) ভাসলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ বিদেশ বিভুঁইয়ে পড়ে থাকা প্রতিভাদের দেশে ফেরার আহ্বান জানালেন তিনি (Mamata at SSKM)৷

Mamata Banerjee ETV bHarat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 16, 2023, 8:06 PM IST

কলকাতা, 16 জানুয়ারি: প্রতিভাবান ছেলেমেয়েদের পিতা-মাতাকে উপেক্ষা করে বিদেশে চলে যাওয়া নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরও একবার তাঁর গলা থেকে নতুন প্রজন্মকে ঘরে ফেরার ডাক শোনা গেল । সোমবার ছিল এসএসকেএম হাসপাতালের 67তম প্রতিষ্ঠা বার্ষিকী । সেই মঞ্চ থেকেই বিদেশে পড়তে যাওয়া বাংলার যুবসমাজকে ঘরে ফেরার ডাক দিলেন মমতা (Mamata at SSKM)।

এ দিন এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee gets emotional) বলতে শোনা গেল, "অনেকের কাছে প্রচুর আয় করাটা নেশা । প্রচুর আয় করলাম কিন্তু সেখানে অসুখ করলে দেখার কেউ নেই । অন্যদিকে বাবা-মায়ের দিকটা দেখলে জীবনের প্রায় পুরোটাই ছেলে মেয়েকে মানুষ করতে গিয়েই চলে গেল । তাঁদের জন্য শেষ জীবনে পড়ে রইল একাকীত্ব । কাউকে হয়তো বৃদ্ধাশ্রমে চলে যেতে হচ্ছে । অথবা কেউ বাথরুমে পড়ে গেলে তাঁকে তুলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার লোকও নেই । এমনটা কেন হবে ! পরিজনকে নিয়ে থাকার আনন্দই আলাদা । কেন মিস করবেন । তাই ফেরত আসুন ।"

তিনি আরও বলেন, বাইরে আয় অনেক হতে পারে, কিন্তু এখানে সবকিছুর খরচ অনেক কম । ওখানে খাওয়া, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া যা খরচ, তার থেকে এখানে থেকে কম খরচায় ভালো জীবন কাটানো সম্ভব । কলকাতায় এক লাখ টাকায় ভালো জীবন কাটানো যায় । বেশি খেলেও খরচ হয় না । তার উপর মা ক্যান্টিন আছে । ফ্রি রেশন আছে । ফ্রি চিকিৎসা পরিষেবা আছে । অনেক সুবিধে । সব থেকে বড় পরিবারের সবার সঙ্গে মিশে থাকার সুযোগ রয়েছে । মমতার কথায়, "জীবনে বহু কোটির টাকার মালিক হলেন, কিন্তু শারীরিকভাবে সুস্থ নন । এর চেয়ে ভালো পরিবারের সঙ্গে কাটান ।"

মুখ্যমন্ত্রীকে আগেও এই ধরনের কথা বলতে শোনা গিয়েছে ৷ তাঁর পরিবারের এক সদস্য এই মুহূর্তে দেশের বাইরে থাকেন । তাঁর মা বাবার তাঁকে নিয়ে চিন্তা সবটাই মুখ্যমন্ত্রী কাছ থেকে দেখেছেন এবং উপলব্ধি করেন ৷ সেই জায়গা থেকেই এ দিন এই কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: সৌজন্যের আবহে নতুন স্টেডিয়ামের জমি নিয়ে কথা বলতেই কি নবান্নে সৌরভ !

এ দিন একইসঙ্গে জুনিয়র ডাক্তারদের ভুয়সী প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি রাতে হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী । তিঁনি বলেন, হার্ট অ্যাটাক আর দুর্ঘটনা মাঝরাত আর ভোরবেলায় হয় । সেই সময় কেউ থাকেন না । ডাকলেও পাওয়া যায় না । কিন্তু হাসপাতালে জুনিয়র ডাক্তাররাই থাকেন । পরিষেবা দেন ।

এ দিন জুনিয়র ডাক্তারদের জন্য একটা বিশেষ অনুরোধ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান । তিনি চান সপ্তাহের তিন চার দিন অন্তত প্রত্যন্ত এলাকায় চিকিৎসার জন্য যান জুনিয়র ডাক্তাররা । এ জন্যে জুনিয়রদের আলাদা সুবিধা দেওয়ার কথাও বলেছেন তিনি । তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জেলাতে একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে । এমনকী স্বাস্থ্য কেন্দ্রগুলিকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে । কিন্তু চিকিত্‍সকদের নিয়ে একটা অভাব রয়েছে । আর তা নিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে । এই অবস্থায় জুনিয়র ডাক্তারদেরই বাড়তি গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী । এ বার প্রত্যন্ত এলাকায় ক্যাম্প খুলে সেখানে এই জুনিয়র ডাক্তারদের পাঠাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, যদি প্রত্যন্ত এলাকাতে ক্যাম্প খোলা যায় তাহলে সেখানে মানুষও উপকৃত হবে এবং জুনিয়র ডাক্তারদের অভিজ্ঞতা বাড়বে ।

যতদূর জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাস থেকে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এই ব্যবস্থা চালু করতে চলেছেন । প্রাথমিকভাবে এসএসকেএম-এর জুনিয়র ডাক্তারদেরই প্রথমে প্রত্যন্ত গ্রামে ক্যাম্প করে চিকিৎসার জন্য পাঠানো হবে । পরে ধাপে ধাপে অন্যান্য সরকারি হাসপাতালে চিকিৎসকদেরও পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে কতজন করে জুনিয়র ডাক্তারকে পাঠানো হবে এবং কোথায় যাবেন তাঁরা সেগুলি আলোচনার ভিত্তিতে ঠিক হবে বলে মনে করা হচ্ছে । মুখ্যমন্ত্রীর মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ মানুষের সঙ্গে চিকিত্‍সকদের মেলবন্ধন আরও শক্ত হবে।

কলকাতা, 16 জানুয়ারি: প্রতিভাবান ছেলেমেয়েদের পিতা-মাতাকে উপেক্ষা করে বিদেশে চলে যাওয়া নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরও একবার তাঁর গলা থেকে নতুন প্রজন্মকে ঘরে ফেরার ডাক শোনা গেল । সোমবার ছিল এসএসকেএম হাসপাতালের 67তম প্রতিষ্ঠা বার্ষিকী । সেই মঞ্চ থেকেই বিদেশে পড়তে যাওয়া বাংলার যুবসমাজকে ঘরে ফেরার ডাক দিলেন মমতা (Mamata at SSKM)।

এ দিন এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee gets emotional) বলতে শোনা গেল, "অনেকের কাছে প্রচুর আয় করাটা নেশা । প্রচুর আয় করলাম কিন্তু সেখানে অসুখ করলে দেখার কেউ নেই । অন্যদিকে বাবা-মায়ের দিকটা দেখলে জীবনের প্রায় পুরোটাই ছেলে মেয়েকে মানুষ করতে গিয়েই চলে গেল । তাঁদের জন্য শেষ জীবনে পড়ে রইল একাকীত্ব । কাউকে হয়তো বৃদ্ধাশ্রমে চলে যেতে হচ্ছে । অথবা কেউ বাথরুমে পড়ে গেলে তাঁকে তুলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার লোকও নেই । এমনটা কেন হবে ! পরিজনকে নিয়ে থাকার আনন্দই আলাদা । কেন মিস করবেন । তাই ফেরত আসুন ।"

তিনি আরও বলেন, বাইরে আয় অনেক হতে পারে, কিন্তু এখানে সবকিছুর খরচ অনেক কম । ওখানে খাওয়া, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া যা খরচ, তার থেকে এখানে থেকে কম খরচায় ভালো জীবন কাটানো সম্ভব । কলকাতায় এক লাখ টাকায় ভালো জীবন কাটানো যায় । বেশি খেলেও খরচ হয় না । তার উপর মা ক্যান্টিন আছে । ফ্রি রেশন আছে । ফ্রি চিকিৎসা পরিষেবা আছে । অনেক সুবিধে । সব থেকে বড় পরিবারের সবার সঙ্গে মিশে থাকার সুযোগ রয়েছে । মমতার কথায়, "জীবনে বহু কোটির টাকার মালিক হলেন, কিন্তু শারীরিকভাবে সুস্থ নন । এর চেয়ে ভালো পরিবারের সঙ্গে কাটান ।"

মুখ্যমন্ত্রীকে আগেও এই ধরনের কথা বলতে শোনা গিয়েছে ৷ তাঁর পরিবারের এক সদস্য এই মুহূর্তে দেশের বাইরে থাকেন । তাঁর মা বাবার তাঁকে নিয়ে চিন্তা সবটাই মুখ্যমন্ত্রী কাছ থেকে দেখেছেন এবং উপলব্ধি করেন ৷ সেই জায়গা থেকেই এ দিন এই কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: সৌজন্যের আবহে নতুন স্টেডিয়ামের জমি নিয়ে কথা বলতেই কি নবান্নে সৌরভ !

এ দিন একইসঙ্গে জুনিয়র ডাক্তারদের ভুয়সী প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি রাতে হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী । তিঁনি বলেন, হার্ট অ্যাটাক আর দুর্ঘটনা মাঝরাত আর ভোরবেলায় হয় । সেই সময় কেউ থাকেন না । ডাকলেও পাওয়া যায় না । কিন্তু হাসপাতালে জুনিয়র ডাক্তাররাই থাকেন । পরিষেবা দেন ।

এ দিন জুনিয়র ডাক্তারদের জন্য একটা বিশেষ অনুরোধ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান । তিনি চান সপ্তাহের তিন চার দিন অন্তত প্রত্যন্ত এলাকায় চিকিৎসার জন্য যান জুনিয়র ডাক্তাররা । এ জন্যে জুনিয়রদের আলাদা সুবিধা দেওয়ার কথাও বলেছেন তিনি । তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জেলাতে একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে । এমনকী স্বাস্থ্য কেন্দ্রগুলিকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে । কিন্তু চিকিত্‍সকদের নিয়ে একটা অভাব রয়েছে । আর তা নিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে । এই অবস্থায় জুনিয়র ডাক্তারদেরই বাড়তি গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী । এ বার প্রত্যন্ত এলাকায় ক্যাম্প খুলে সেখানে এই জুনিয়র ডাক্তারদের পাঠাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, যদি প্রত্যন্ত এলাকাতে ক্যাম্প খোলা যায় তাহলে সেখানে মানুষও উপকৃত হবে এবং জুনিয়র ডাক্তারদের অভিজ্ঞতা বাড়বে ।

যতদূর জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাস থেকে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এই ব্যবস্থা চালু করতে চলেছেন । প্রাথমিকভাবে এসএসকেএম-এর জুনিয়র ডাক্তারদেরই প্রথমে প্রত্যন্ত গ্রামে ক্যাম্প করে চিকিৎসার জন্য পাঠানো হবে । পরে ধাপে ধাপে অন্যান্য সরকারি হাসপাতালে চিকিৎসকদেরও পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে কতজন করে জুনিয়র ডাক্তারকে পাঠানো হবে এবং কোথায় যাবেন তাঁরা সেগুলি আলোচনার ভিত্তিতে ঠিক হবে বলে মনে করা হচ্ছে । মুখ্যমন্ত্রীর মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ মানুষের সঙ্গে চিকিত্‍সকদের মেলবন্ধন আরও শক্ত হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.