কলকাতা 24 জুন : নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল পুনর্বিবেচনার আবেদনের শুনানি কৌশিক চন্দর বেঞ্চ থেকে সরাতে পিটিশন দাখিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর আইনজীবী সঞ্জয় বসু বলেন, "আমরা আগেই এই মামলা কৌশিক চন্দর বেঞ্চ থেকে সরানোর জন্য প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছিলাম । সেই চিঠির কোনও উত্তর পাওয়া যায়নি । সেই কারণেই পিটিশন দাখিল করা হয়েছে । কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন কৌশিক চন্দর বেঞ্চে এই মামলার শুনানি হলে তিনি সঠিক বিচার পাবেন না ।"
এদিকে বৃহস্পতিবার এই মামলার শুনানি বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে হওয়ার কথা রয়েছে । বুধবার কলকাতা হাইকোর্টের তরফে বৃহস্পতিবারের মামলার তালিকা প্রকাশ করা হয় ৷ সেখানে দেখা যায়, বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চেই রাখা হয়েছে মমতা-শুভেন্দুর মামলাটি । মমতা বন্দ্যোপাধ্যায়ের পিটিশন দাখিলের পর মামলাটি তাঁর বেঞ্চ থেকে সরানো হচ্ছে কি-না, সেই বিষয়ে এখনও নিশ্চয়তা নেই ৷
নন্দীগ্রাম কেন্দ্রের বিধানসভা ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি হাইকোর্টে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 18 জুন মামলাটি শুনানির জন্য উঠলে বিচারপতি কৌশিক চন্দ জানান, 24 জুন মামলার শুনানি হবে ৷ ওই দিন মামলাকারীকে শুনানির সময় উপস্থিত থাকতে হবে ।
আরও পড়ুন: বিজেপি 'দরদী' বিচারপতি, নন্দীগ্রাম মামলার নিরপেক্ষ বিচার নিয়ে প্রশ্ন কুণালের
এরপর বেলা গড়াতেই মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু একটি চিঠিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আর্জি জানিয়ে ছিলেন, বিচারপতির বেঞ্চ পরিবর্তন করার জন্য । পাশাপাশি এই বিষয়ে তৃণমূল ঘনিষ্ঠ একজন আইনজীবী বিক্ষোভও দেখিয়েছিলেন । কারণ হিসেবে জানানো হয়েছিল, যে বিচারপতি কৌশিক চন্দ একটা সময় বিজেপির সক্রিয় সদস্য ছিলেন । ফলে এই মামলার রায় প্রভাবিত হতে পারে । এখন দেখার বিচারপতি কৌশিক চন্দ মামলাটি শোনেন নাকি অন্য কোনও বিচারপতির বেঞ্চে মামলাটিকে সরানো হয় ।