ETV Bharat / state

"নৃত্যজগতের অপূরণীয় ক্ষতি হল", অমলা শংকরের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর - Amala Shankar death news

ashok
ashok
author img

By

Published : Jul 24, 2020, 10:10 AM IST

Updated : Jul 24, 2020, 11:32 AM IST

10:08 July 24

প্রয়াত বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শংকর । মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 101 বছর । শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, 24জুলাই : অমলা শংকরের মৃত্যুতে নৃত্যজগতের অপূরণীয় ক্ষতি হল। আজ শোকপ্রকাশ করে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 

আজ প্রয়াত হন নৃত্যশিল্পী অমলা শংকর । শ্রীনন্দা শংকর সোশাল মিডিয়ায় ঠাকুমার মৃত্যুর খবর জানিয়ে পোস্ট করেন । লেখেন, "ঠাম্মা 101 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন । গতমাসেই আমরা ওঁর জন্মদিন পালন করেছি । এইটি একটি যুগের অবসান । "

অমলা শংকরের মৃত্যুতে পশ্চিমবঙ্গ তথ্য ও সংষ্কৃতি বিভাগের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । বিবৃতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শংকরের মৃত্যুতে আমি গভীর শোকপ্রকাশ করছি । নৃত্যের মাধ্যমে তিনি রাজ্য বা দেশের সীমা অতিক্রম করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন । উদয়শংকর- অমলাশংকর নিবেদিত 'কল্পনা' আজও জনপ্রিয়তা হারায়নি ।"

অমলা শংকরের পরিবারের প্রতিও সমবেদনা জানান মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "2011 সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে "বঙ্গবিভূষণ" সম্মান প্রদান করে । অমলা শংকরের মৃত্যুতে নৃত্যজগতের অপূরণীয় ক্ষতি হল । আমি অমলা শংকরের পরিবার- পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"

10:08 July 24

প্রয়াত বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শংকর । মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 101 বছর । শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, 24জুলাই : অমলা শংকরের মৃত্যুতে নৃত্যজগতের অপূরণীয় ক্ষতি হল। আজ শোকপ্রকাশ করে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 

আজ প্রয়াত হন নৃত্যশিল্পী অমলা শংকর । শ্রীনন্দা শংকর সোশাল মিডিয়ায় ঠাকুমার মৃত্যুর খবর জানিয়ে পোস্ট করেন । লেখেন, "ঠাম্মা 101 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন । গতমাসেই আমরা ওঁর জন্মদিন পালন করেছি । এইটি একটি যুগের অবসান । "

অমলা শংকরের মৃত্যুতে পশ্চিমবঙ্গ তথ্য ও সংষ্কৃতি বিভাগের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । বিবৃতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শংকরের মৃত্যুতে আমি গভীর শোকপ্রকাশ করছি । নৃত্যের মাধ্যমে তিনি রাজ্য বা দেশের সীমা অতিক্রম করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন । উদয়শংকর- অমলাশংকর নিবেদিত 'কল্পনা' আজও জনপ্রিয়তা হারায়নি ।"

অমলা শংকরের পরিবারের প্রতিও সমবেদনা জানান মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "2011 সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে "বঙ্গবিভূষণ" সম্মান প্রদান করে । অমলা শংকরের মৃত্যুতে নৃত্যজগতের অপূরণীয় ক্ষতি হল । আমি অমলা শংকরের পরিবার- পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"

Last Updated : Jul 24, 2020, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.