কলকাতা, 29 নভেম্বর: কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যের শ্রমিকদের প্রাপ্য বকয়া 100 দিনের কাজের টাকা না দেওয়ার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে দিল্লি গিয়েছিলেন যাঁরা তাদের হাতে এবার প্রতিশ্রুতি মতো টাকা তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস । আরও ভালোভাবে বললে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্টোবর মাসে দিল্লিতে দাঁড়িয়েই আন্দোলনকারীদের কথা দিয়েছিলেন কেন্দ্র যদি দু’মাসের মধ্যে বকেয়া না মেটায়, তবে 100 দিনের শ্রমিকদের টাকা দলের তরফে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি। সেই মতন কথা রেখেছেন তিনি । প্রায় 3 হাজার শ্রমিককে টাকা পাঠানো হয়েছে বলে খবর ৷ তবে এই টাকার উৎস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যার জবাব বুধবার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে প্রায় 3 হাজার 100 দিনের কাজের শ্রমিকদের টাকা পাঠানোর কথা জানানোর পর থেকেই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি ৷ বিজেপি এই টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছে ৷ বুধবার বিধানসভায় এসে এই প্রশ্নের উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানান,তাঁর দলের সাংসদরা একত্রে এই টাকার ব্যবস্থা করেছেন । সকলে সম্মিলিত ভাবেই বকেয়া টাকা মেটানোর চেষ্টা করেছেন ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমার দলের প্রত্যেক সাংসদ এক লক্ষ করে টাকা দিয়েছেন । সেই টাকা দিয়ে যে তিন হাজার মানুষ গিয়েছিলেন অভিষেকের সঙ্গে, তাঁদের বকেয়া টাকা মেটানো হচ্ছে ।" একসঙ্গে বিজেপির প্রতি তাঁর কটাক্ষ, এমন বিরোধী দল, যারা বলে আসছে টাকা দেবে না ! গরিব মানুষ কি তাহলে কিছুই পাবে না ! প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যসভা ও লোকসভা মিলে তৃণমূলের সাংসদ সংখ্যা 35 । প্রত্যেকে 1 লাখ টাকা করে দিলে যা অর্থ হয় সেটাই দেওয়া হয়েছে 3 হাজার জন শ্রমজীবী মেহনতি মানুষকে, অন্তত এমনটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
আরও পড়ুন: