কলকাতা, 27 জুন: চিকিৎসকদের পরামর্শ থাকা সত্ত্বেও হাসপাতালে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর বাঁ হাঁটুর লিগামেন্টে চোট রয়েছে । তাই আপাতত তাঁকে হাসপাতালে ভর্তি থাকার জন্য জন্য পরামর্শ দেওয়া হয়েছিল । কিন্তু জানা গিয়েছে, হাসপাতালে ভরতি থাকতে চান না মুখ্যমন্ত্রী। বাড়িতে থেকেই যাবতীয় চিকিৎসা চালাবেন তিনি। ফলে মঙ্গলবার রাতেই বাড়ি ফিরছেন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকেই তার চিকিৎসা চলবে। এদিন এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মনিময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন । মুখ্যমন্ত্রীর পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন রয়েছে বলেও চিকিৎসকরা জানিয়েছেন । কমপক্ষে এক সপ্তাহের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । এদিন রাত সাড়ে 8টা নাগাদ তার নিজের গাড়িতে চেপেই এসএসকেএম ছাড়েন মুখ্যমন্ত্রী ৷
হাসপাতাল সূত্রে খবর, এদিন বিকেল সাড়ে পাঁচটায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা ৷ তিনি হাসপাতালে আসার আগে থেকেই এসএসকেএমে উপস্থিত ছিলেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক । মুখ্যমন্ত্রী এসএসকেএম-এ যাওয়ার পর প্রথমে এক্স-রে করা হয় তাঁর ৷ পরে তাঁর এমআরআইও করা হয় । সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এসএসকেএম-এর ডিরেক্টর মনিময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এদিন দুপুরে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী যখন সওয়ার ছিলেন তখন সেটি খারাপ আবহাওয়ার জন্য সেবক রোডের কাছে সেনা ক্যাম্পে অবতরণ করতে বাধ্য হয় । এর দরুণ মুখ্যমন্ত্রীর সামান্য চোট পান ৷ এসএসকেএমের চিকিৎসকরা তাঁর পরীক্ষা করেছেন ৷
মুখ্যমন্ত্রীর বাঁ হাঁটুতে কিছু লিগামেন্ট ইনজুরি এবং বাঁ কোমরে কিছু চোট রয়েছে ৷ চিকিৎসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভরতি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল ৷ কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যা যা ডাক্তাররা পরামর্শ দেবেন সেই চিকিৎসা তিনি বাড়িতেই করবেন । খুব স্বাভাবিকভাবেই স্পষ্ট মুখ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি হতে চান না ।
আরও পড়ুন: খারাপ আবহাওয়া, সেবকে জরুরি অবতরণ মমতার কপ্টারের
যতদূর জানা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচারের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে মমতা হাসপাতালে ভর্তি হওয়ার পক্ষপাতী একদমই নন । তাই শরীর অসুস্থ থাকলেও তিনি হাসপাতাল থেকে ছুটিই চাইছেন । তবে চিকিৎসকেরা যা বলছেন মুখ্যমন্ত্রীর চোটের যা ধরন তাতে অন্তত দু'সপ্তাহ বিশ্রাম প্রয়োজন তাঁর ।