ETV Bharat / state

Mamata Dials Bose: বোসের সঙ্গে ফোনালাপে মমতার আনন্দ বিনিময়

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে বৃহস্পতিবার সিভি আনন্দ বোসকে (Bengal Governor CV Ananda Bose) নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) ৷ তার পর তাঁকে ফোন করে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷

mamata-banerjee-dials-new-bengal-governor-cv-ananda-bose-exchanges-pleasantries
Mamata Dials Bose: বোসের সঙ্গে ফোনালাপে মমতার আনন্দ বিনিময়
author img

By

Published : Nov 19, 2022, 7:23 PM IST

কলকাতা, 19 নভেম্বর: পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Bengal Governor CV Ananda Bose) সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তিনি বোসকে ফোন করেন ৷ তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় ৷ নবান্ন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্রে দাবি, শুক্রবার সন্ধ্যায় এই ফোনালাপ হয় ৷ প্রায় 10 মিনিট ধরে তা চলে ৷ দু’জনের মধ্যে কুশল বিনিময় হয়েছে ৷

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেন প্রাক্তন আমলা সিভি আনন্দ বোসকে ৷ তিনি এখনও দায়িত্বভার গ্রহণ করেননি ৷ এই রাজ্যে স্থায়ী রাজ্যপালের পদ কয়েকমাস ধরে ফাঁকা রয়েছে ৷ জুলাই নাগাদ পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার জন্যই তিনি ইস্তফা দেন ৷ পরে তিনি উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ৷

অন্যদিকে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয় লা গণেশনকে ৷ তিনি মণিপুরের স্থায়ী রাজ্যপাল ৷ তার সঙ্গেই অতিরিক্তি দায়িত্ব দেওয়া হয় তাঁকে ৷ তবে এই কয়েকমাসে লা গণেশনকে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি, যেমন সক্রিয় হিসেবে দেখা যেত রাজ্যপাল ধনকড়কে ৷ এই নিয়ে সম্প্রতি বিজেপির তরফেও ক্ষোভপ্রকাশ করা হয়েছিল ৷ তাই এখন দেখার বোসের ভূমিকা কেমন হয় !

প্রসঙ্গত, 2019 সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জগদীপ ধনকড় ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারের সঙ্গে দূরত্ব বেড়েছে ৷ বিভিন্ন ইস্যুতে গোলমাল বেঁধেছে ৷ তাঁকে সক্রিয় হয়ে বিভিন্ন ইস্যুতে মন্তব্য করতে দেখা গিয়েছে ৷ সরকারের থেকে একাধিক রিপোর্ট তলব, বিভিন্ন বিল ফিরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে ৷

তাই বোসের দিকে তাকিয়ে বাংলার রাজনৈতিক মহল ৷ তাঁর ভূমিকা ঠিক কী হবে ? তাঁর সঙ্গেও কি আবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দ্বন্দ্ব শুরু হবে ? সেই প্রশ্নের উত্তর জানতে উৎসুক বাংলার জনতাও ৷

আরও পড়ুন: খুব যোগ্য দূরদর্শী ব্যক্তিকে রাজ্যপাল করা হয়েছে, সিভি আনন্দর বোসের প্রশংসা দিলীপের

কলকাতা, 19 নভেম্বর: পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Bengal Governor CV Ananda Bose) সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তিনি বোসকে ফোন করেন ৷ তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় ৷ নবান্ন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্রে দাবি, শুক্রবার সন্ধ্যায় এই ফোনালাপ হয় ৷ প্রায় 10 মিনিট ধরে তা চলে ৷ দু’জনের মধ্যে কুশল বিনিময় হয়েছে ৷

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেন প্রাক্তন আমলা সিভি আনন্দ বোসকে ৷ তিনি এখনও দায়িত্বভার গ্রহণ করেননি ৷ এই রাজ্যে স্থায়ী রাজ্যপালের পদ কয়েকমাস ধরে ফাঁকা রয়েছে ৷ জুলাই নাগাদ পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার জন্যই তিনি ইস্তফা দেন ৷ পরে তিনি উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ৷

অন্যদিকে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয় লা গণেশনকে ৷ তিনি মণিপুরের স্থায়ী রাজ্যপাল ৷ তার সঙ্গেই অতিরিক্তি দায়িত্ব দেওয়া হয় তাঁকে ৷ তবে এই কয়েকমাসে লা গণেশনকে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি, যেমন সক্রিয় হিসেবে দেখা যেত রাজ্যপাল ধনকড়কে ৷ এই নিয়ে সম্প্রতি বিজেপির তরফেও ক্ষোভপ্রকাশ করা হয়েছিল ৷ তাই এখন দেখার বোসের ভূমিকা কেমন হয় !

প্রসঙ্গত, 2019 সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জগদীপ ধনকড় ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারের সঙ্গে দূরত্ব বেড়েছে ৷ বিভিন্ন ইস্যুতে গোলমাল বেঁধেছে ৷ তাঁকে সক্রিয় হয়ে বিভিন্ন ইস্যুতে মন্তব্য করতে দেখা গিয়েছে ৷ সরকারের থেকে একাধিক রিপোর্ট তলব, বিভিন্ন বিল ফিরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে ৷

তাই বোসের দিকে তাকিয়ে বাংলার রাজনৈতিক মহল ৷ তাঁর ভূমিকা ঠিক কী হবে ? তাঁর সঙ্গেও কি আবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দ্বন্দ্ব শুরু হবে ? সেই প্রশ্নের উত্তর জানতে উৎসুক বাংলার জনতাও ৷

আরও পড়ুন: খুব যোগ্য দূরদর্শী ব্যক্তিকে রাজ্যপাল করা হয়েছে, সিভি আনন্দর বোসের প্রশংসা দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.