ETV Bharat / state

Mamata Banerjee: রাজদ্রোহ আইন বদলের নামে কঠোর নাগরিক বিরোধী আইন আনতে চায় কেন্দ্র, সরব মমতা - indian penal code

কেন্দ্রের আনা ভারতীয় ন্যায় সংহিতা বিলের মাধ্যমে ঘুর পথে কেন্দ্র সরকার নাগরিক বিরোধী কঠোর আইন তৈরি করতে চাইছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 5:45 PM IST

Updated : Oct 11, 2023, 6:20 PM IST

কলকাতা, 11 অক্টোবর: ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পিনাল কোডের খোলনলচে বদলে দেশে নয়া ফৌজদারি আইনি ব্যবস্থা কার্যকর করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ৷ সেই লক্ষ্যে ভারতীয় ন্যায় সংহিতা বিল গত অগস্ট মাসে লোকসভার পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এবার কেন্দ্রের আনা এই বিলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিশেষত, শতাব্দী প্রাচীন রাজদ্রোহ আইন বিলোপ করে নয়া রাষ্ট্রদ্রোহ আইন আনার যে প্রস্তাব কেন্দ্র দিয়েছে, তার তীব্র বিরোধিতা করলেন মমতা ৷ বুধবার এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে একটি দীর্ঘ পোস্ট করে তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আসলে রাজদ্রোহ আইন (Sedition Law) প্রত্যাহারের নাম করে কেন্দ্র আরও কঠোর, নাগরিক বিরোধী আইন আনতে উদ্যোগী হয়েছে, যা আরও গুরুতর ভাবে দেশের নাগরিকদের ক্ষতি করবে ৷

এদিন সোশাল মিডিয়ায় বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, "ইন্ডিয়ান পিনাল কোড, কোড অফ ক্রিমিনাল প্রসেডিওর ও ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বদলের লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে প্রস্তাব তৈরি করেছে তা খতিয়ে দেখছিলাম ৷ আমি স্তম্ভিত এটা দেখে যে এই খসড়ায় চুপিসারে কঠোর নাগরিক বিরোধী ধারা যোগ করার প্রচেষ্টা করা হয়েছে ৷ আগে ছিল রাজদ্রোহ আইন, এই আইন প্রত্যাহারের নামে এখন ভারতীয় ন্যায় সংহিতা বিলে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা আরও গুরুতর ভাবে দেশের নাগরিকদের ক্ষতি করবে ৷"

  • Have been reading the drafts prepared by the Union Home Ministry to substitute the Indian Penal Code, Code of Criminal Procedure and Indian Evidence Act. Stunned to find that there is a serious attempt to quietly introduce very harsh and draconian anti-citizen provisions in these…

    — Mamata Banerjee (@MamataOfficial) October 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাজস্থানে বিয়ের জন্য ভোটের দিন বদল ! নতুন তারিখ জানাল কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, রাজদ্রোহ আইনের বদল শুধু বাইরে থেকে করলেই হবে না, এর উদ্দেশ্যও বদলের প্রয়োজন ৷ দেশের গণ আন্দোলনকারী ও আইনবিদদের এই খসড়া প্রস্তাবটি পড়ার অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী ৷ তৃণমূল সাংসদরা স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও বিষয়টি তুলবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মতে, অভিজ্ঞতার ভিত্তিতে আইনে পরিবর্তন অবশ্যই প্রয়োজন, কিন্তু পিছনের দরজা দিয়ে দিল্লিতে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী চিন্তাধারার প্রবেশ কাম্য নয় ৷

কলকাতা, 11 অক্টোবর: ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পিনাল কোডের খোলনলচে বদলে দেশে নয়া ফৌজদারি আইনি ব্যবস্থা কার্যকর করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ৷ সেই লক্ষ্যে ভারতীয় ন্যায় সংহিতা বিল গত অগস্ট মাসে লোকসভার পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এবার কেন্দ্রের আনা এই বিলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিশেষত, শতাব্দী প্রাচীন রাজদ্রোহ আইন বিলোপ করে নয়া রাষ্ট্রদ্রোহ আইন আনার যে প্রস্তাব কেন্দ্র দিয়েছে, তার তীব্র বিরোধিতা করলেন মমতা ৷ বুধবার এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে একটি দীর্ঘ পোস্ট করে তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আসলে রাজদ্রোহ আইন (Sedition Law) প্রত্যাহারের নাম করে কেন্দ্র আরও কঠোর, নাগরিক বিরোধী আইন আনতে উদ্যোগী হয়েছে, যা আরও গুরুতর ভাবে দেশের নাগরিকদের ক্ষতি করবে ৷

এদিন সোশাল মিডিয়ায় বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, "ইন্ডিয়ান পিনাল কোড, কোড অফ ক্রিমিনাল প্রসেডিওর ও ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বদলের লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে প্রস্তাব তৈরি করেছে তা খতিয়ে দেখছিলাম ৷ আমি স্তম্ভিত এটা দেখে যে এই খসড়ায় চুপিসারে কঠোর নাগরিক বিরোধী ধারা যোগ করার প্রচেষ্টা করা হয়েছে ৷ আগে ছিল রাজদ্রোহ আইন, এই আইন প্রত্যাহারের নামে এখন ভারতীয় ন্যায় সংহিতা বিলে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা আরও গুরুতর ভাবে দেশের নাগরিকদের ক্ষতি করবে ৷"

  • Have been reading the drafts prepared by the Union Home Ministry to substitute the Indian Penal Code, Code of Criminal Procedure and Indian Evidence Act. Stunned to find that there is a serious attempt to quietly introduce very harsh and draconian anti-citizen provisions in these…

    — Mamata Banerjee (@MamataOfficial) October 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাজস্থানে বিয়ের জন্য ভোটের দিন বদল ! নতুন তারিখ জানাল কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, রাজদ্রোহ আইনের বদল শুধু বাইরে থেকে করলেই হবে না, এর উদ্দেশ্যও বদলের প্রয়োজন ৷ দেশের গণ আন্দোলনকারী ও আইনবিদদের এই খসড়া প্রস্তাবটি পড়ার অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী ৷ তৃণমূল সাংসদরা স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও বিষয়টি তুলবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মতে, অভিজ্ঞতার ভিত্তিতে আইনে পরিবর্তন অবশ্যই প্রয়োজন, কিন্তু পিছনের দরজা দিয়ে দিল্লিতে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী চিন্তাধারার প্রবেশ কাম্য নয় ৷

Last Updated : Oct 11, 2023, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.