ETV Bharat / state

2 সেপ্টেম্বর সাংগঠনিক বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী

author img

By

Published : Aug 30, 2019, 2:07 AM IST

আগামী সোমবার সাংগঠনিক বৈঠকের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দলের জেলা সভাপতিদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 30 অগাস্ট : আগামী সোমবার দলের সাংগঠনিক বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে দলের প্রতিটি জেলার সভাপতিকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

লোকসভা ভোটে দলের ফল ভালো হয়নি ৷ তাই ইতিমধ্যেই নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ ৷ তাদের হয়ে মাঠে নেমেছে পলিটিকাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের টিম ৷ শুরু হয়েছে "দিদিকে বলো"র মতো কর্মসূচি ৷ জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকের পর বিভিন্ন এলাকায় ঘুরছেন তৃণমূল নেত্রীও ৷ জেনে নিচ্ছেন মানুষের সুবিধা-অসুবিধার কথা ৷ এবার গ্রাম থেকে একদম প্রত‍্যন্ত গ্রামের হাল হকিকত জেলা সভাপতিদের কাছ থেকে নেবেন তৃণমূল নেত্রী। জেলায় সংগঠনের অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেবেন ৷ কারণ লোকসভা ভোটের পরই বেশ কয়েকটি পৌরসভা হাতছাড়া হতে বসেছিল ৷ BJP-তে যোগ দেওয়া দলীয় কাউন্সিলরদের ফের দলে টেনে কোনওরকমে তা আটকানো গেছে ৷ তবুও নিচুতলায় দলছুট আটকানো যাচ্ছে না বলে খবর ৷ তাই এই বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রের খবর ৷

ইতিমধ্যেই নেত্রীর নির্দেশ পেয়ে কর্মীদের বাড়ি গিয়ে রাত কাটাচ্ছেন দলীয় বিধায়করা । জোরকদমে প্রচার চলছে "দিদিকে বলো" কর্মসূচিরও ৷ এই কর্মসূচি জেলাস্তরে কতটা সাড়া ফেলেছে তা সম্পর্কে জেলা সভাপতিদের কাছ থেকে জানতে চাইবেন বলে খবর। এর পাশাপাশি আগামী বছরের পৌরসভা ভোটের আগে কীভাবে জনসংযোগ করতে হবে তা নিয়েও তৃণমূল নেত্রী দিশা দেখাতে পারেন ৷ এই বৈঠক থেকে বেশ কিছু নতুন সিদ্ধান্ত ও পদক্ষেপের কথাও জানাতে পারেন বলে দলীয় সূত্রে খবর।

কলকাতা, 30 অগাস্ট : আগামী সোমবার দলের সাংগঠনিক বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে দলের প্রতিটি জেলার সভাপতিকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

লোকসভা ভোটে দলের ফল ভালো হয়নি ৷ তাই ইতিমধ্যেই নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ ৷ তাদের হয়ে মাঠে নেমেছে পলিটিকাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের টিম ৷ শুরু হয়েছে "দিদিকে বলো"র মতো কর্মসূচি ৷ জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকের পর বিভিন্ন এলাকায় ঘুরছেন তৃণমূল নেত্রীও ৷ জেনে নিচ্ছেন মানুষের সুবিধা-অসুবিধার কথা ৷ এবার গ্রাম থেকে একদম প্রত‍্যন্ত গ্রামের হাল হকিকত জেলা সভাপতিদের কাছ থেকে নেবেন তৃণমূল নেত্রী। জেলায় সংগঠনের অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেবেন ৷ কারণ লোকসভা ভোটের পরই বেশ কয়েকটি পৌরসভা হাতছাড়া হতে বসেছিল ৷ BJP-তে যোগ দেওয়া দলীয় কাউন্সিলরদের ফের দলে টেনে কোনওরকমে তা আটকানো গেছে ৷ তবুও নিচুতলায় দলছুট আটকানো যাচ্ছে না বলে খবর ৷ তাই এই বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রের খবর ৷

ইতিমধ্যেই নেত্রীর নির্দেশ পেয়ে কর্মীদের বাড়ি গিয়ে রাত কাটাচ্ছেন দলীয় বিধায়করা । জোরকদমে প্রচার চলছে "দিদিকে বলো" কর্মসূচিরও ৷ এই কর্মসূচি জেলাস্তরে কতটা সাড়া ফেলেছে তা সম্পর্কে জেলা সভাপতিদের কাছ থেকে জানতে চাইবেন বলে খবর। এর পাশাপাশি আগামী বছরের পৌরসভা ভোটের আগে কীভাবে জনসংযোগ করতে হবে তা নিয়েও তৃণমূল নেত্রী দিশা দেখাতে পারেন ৷ এই বৈঠক থেকে বেশ কিছু নতুন সিদ্ধান্ত ও পদক্ষেপের কথাও জানাতে পারেন বলে দলীয় সূত্রে খবর।

Intro:কলকাতা, ২৯ অগাস্ট: দলের সাংগঠনিক বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার তৃণমূল ভবনে হবে গুরুত্বপূর্ণ এই বৈঠক। দলের সমস্ত জেলা সভাপতিকে হাজির থাকতে নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো।




Body:

প্রশাসনিক কাজ পরিচালনা করার পাশাপাশি এবারে দলীয় সাংগঠনকে ঢেলে সাজাতে সরাসরি মাঠে নেমে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, জেলা তথা গ্রাম থেকে একদম প্রত‍্যন্ত গ্রামের হাল হকিকৎ সম্পর্কে জেলা সভাপতিদের কাছ থেকে অবগত হবেন তৃণমূল নেত্রী। দলের জেলা সংগঠনের খোলনলচে সম্পর্কে জানবেন তিনি। উত্তর ২৪ পরগনা জেলার কাচড়াপাড়া, নৈহাটি, হালিশহর, বনগাঁ সহ সম্প্রতি বেশ কয়েকটি পৌরসভা হাতছাড়া হতে বসেছিল। বিজেপিতে যোগ দেওয়া এই সব কাউন্সিলরদের ফের দলে টেনে সুকৌশলে পৌরসভা গুলো হাতছাড়া হওয়া থেকে আটকেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তা সত্তেও নিচু তলায় দলছুট সম্পূর্ণ আটকানো যাচ্ছে না বলেই মনে করছে তৃণমূল নেতৃত্বের একাংশ। জেলায় জেলায় জোরকদমে চলছে 'দিদিকে বলো' জন সংযোগ কর্মসূচি। এই দলীয় প্রচার কর্মসূচি অল্প দিনের মধ‍্যে জেলাস্তরে কতটা সারা ফেলেছে তাও জেলার নেতাদের কাছ থেকে দলনেত্রী জানবেন বলেই খবর। এর পাশাপাশি ২০২০ সালের পুরসভা ভোটের আগে জেলা সভাপতিদের জন্য জনসংযোগের নতুন পাঠ দিতে পারেন তিনি। জেলায় জেলায় বিজেপিকে রুখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন মমতা। ইতিমধ্যেই প্রতিটি মহাকুমা এলাকা থেকে তফশিলি জাতি উপজাতির কর্মী নিযুক্ত করার জন‍্য বিধায়কদের নির্দেশিকা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। আরও কিছু সিদ্ধান্ত ও পদক্ষেপের কথা জানাবেন তিনি। সবকিছু মিলিয়ে সোমবারের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.