কলকাতা, 30 অগাস্ট : আগামী সোমবার দলের সাংগঠনিক বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে দলের প্রতিটি জেলার সভাপতিকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
লোকসভা ভোটে দলের ফল ভালো হয়নি ৷ তাই ইতিমধ্যেই নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ ৷ তাদের হয়ে মাঠে নেমেছে পলিটিকাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের টিম ৷ শুরু হয়েছে "দিদিকে বলো"র মতো কর্মসূচি ৷ জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকের পর বিভিন্ন এলাকায় ঘুরছেন তৃণমূল নেত্রীও ৷ জেনে নিচ্ছেন মানুষের সুবিধা-অসুবিধার কথা ৷ এবার গ্রাম থেকে একদম প্রত্যন্ত গ্রামের হাল হকিকত জেলা সভাপতিদের কাছ থেকে নেবেন তৃণমূল নেত্রী। জেলায় সংগঠনের অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেবেন ৷ কারণ লোকসভা ভোটের পরই বেশ কয়েকটি পৌরসভা হাতছাড়া হতে বসেছিল ৷ BJP-তে যোগ দেওয়া দলীয় কাউন্সিলরদের ফের দলে টেনে কোনওরকমে তা আটকানো গেছে ৷ তবুও নিচুতলায় দলছুট আটকানো যাচ্ছে না বলে খবর ৷ তাই এই বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রের খবর ৷
ইতিমধ্যেই নেত্রীর নির্দেশ পেয়ে কর্মীদের বাড়ি গিয়ে রাত কাটাচ্ছেন দলীয় বিধায়করা । জোরকদমে প্রচার চলছে "দিদিকে বলো" কর্মসূচিরও ৷ এই কর্মসূচি জেলাস্তরে কতটা সাড়া ফেলেছে তা সম্পর্কে জেলা সভাপতিদের কাছ থেকে জানতে চাইবেন বলে খবর। এর পাশাপাশি আগামী বছরের পৌরসভা ভোটের আগে কীভাবে জনসংযোগ করতে হবে তা নিয়েও তৃণমূল নেত্রী দিশা দেখাতে পারেন ৷ এই বৈঠক থেকে বেশ কিছু নতুন সিদ্ধান্ত ও পদক্ষেপের কথাও জানাতে পারেন বলে দলীয় সূত্রে খবর।