ETV Bharat / state

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর - west bengal results

ফল প্রকাশিত হল মাধ্যামিকের । উত্তীর্ণদের উদ্দেশে টুইটারে শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

ফাইল ফোটো
author img

By

Published : May 21, 2019, 1:29 PM IST

কলকাতা, 21 মে : মাধ্যমিক উত্তীর্ণদের এবং মাধ্যামিক পরীক্ষকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করে পরীক্ষার্থী ও পরীক্ষকের সঙ্গেই তাঁদের অভিভাবক ও শিক্ষকদেরও শুভেচ্ছা জানান তিনি ।

টুইটে তিনি লেখেন, "সকল মাধ্যমিক উত্তীর্ণকে আমার শুভেচ্ছা । শুভেচ্ছা মাধ্যমিক পরীক্ষকদেরও । এর সাথেই তাঁদের অভিভাবক, শিক্ষকদেরও অনেক শুভেচ্ছা । আগামীদিনে সকলে আরও ভালো করুক ।"

পরীক্ষা শেষে 88 দিনের মাথায় আজ ফল প্রকাশিত হল চলতি বছরের মাধ্যামিকের । ফল প্রকাশ করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । পরীক্ষার্থীর সংখ্যা 10 লাখ 50 হাজার 397 জন । যার মধ্যে সাফল্য পেয়েছেন 8 লাখ 76 হাজার 694 জন । পাশের হার 86.07 শতাংশ । যা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ ।

কলকাতা, 21 মে : মাধ্যমিক উত্তীর্ণদের এবং মাধ্যামিক পরীক্ষকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করে পরীক্ষার্থী ও পরীক্ষকের সঙ্গেই তাঁদের অভিভাবক ও শিক্ষকদেরও শুভেচ্ছা জানান তিনি ।

টুইটে তিনি লেখেন, "সকল মাধ্যমিক উত্তীর্ণকে আমার শুভেচ্ছা । শুভেচ্ছা মাধ্যমিক পরীক্ষকদেরও । এর সাথেই তাঁদের অভিভাবক, শিক্ষকদেরও অনেক শুভেচ্ছা । আগামীদিনে সকলে আরও ভালো করুক ।"

পরীক্ষা শেষে 88 দিনের মাথায় আজ ফল প্রকাশিত হল চলতি বছরের মাধ্যামিকের । ফল প্রকাশ করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । পরীক্ষার্থীর সংখ্যা 10 লাখ 50 হাজার 397 জন । যার মধ্যে সাফল্য পেয়েছেন 8 লাখ 76 হাজার 694 জন । পাশের হার 86.07 শতাংশ । যা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ ।


New Delhi, May 21 (ANI): Jet Airways employees staged protest outside Safdarjung Airport today. They demanded to save the Jet Airways. Jet Airways announced temporary suspension of all its operations on April 17. The employees are not given any clarity about their future.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.