কলকাতা, 4 জানুয়ারি: বাংলার তিন ঐতিহ্যবাহী শাড়ির জিআই প্রাপ্তি নিয়ে সোশাল মিডিয়ায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে সুন্দরবনের মধু, পূর্ব বর্ধমান ও নদীয়ার টাঙ্গাইল শাড়ি ৷ এছাড়াও মুর্শিদাবাদ এবং বীরভূমের করিয়াল সিল্ক, গরদ এবং উত্তরবঙ্গের কালোনুনিয়া চাল এদিনই জিআই স্বীকৃতি পেয়েছে।
ইতিমধ্যেই রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এই স্বীকৃতির বিষয়ে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। এবার এর মধ্যে তিন জনপ্রিয় শাড়ির জিআই প্রাপ্তি নিয়ে রাজ্যবাসীর সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। এদিন সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের তিনটি শাড়ি আইটেম, যেমন নদিয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদ এবং বীরভূমের করিয়াল আর গরদ, জিআই পণ্য হিসাবে নিবন্ধিত এবং স্বীকৃত হয়েছে। আমি সব কারিগরদের তাদের দক্ষতা এবং কৃতিত্বের জন্য অভিনন্দন জানাই। আমরা তাদের জন্য গর্বিত। তাদের জন্য আমাদের অভিনন্দন !"
প্রসঙ্গত এই সরকারের আমলেই এই তিন ঐতিহ্যমণ্ডিত শাড়ির জন্য জিআই-এর আবেদন করা হয়েছিল। এবার তাতে জিআই স্বীকৃতি মেলায় রাজ্যবাসীর সঙ্গে এই আনন্দ ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী নিজেই। এর আগে বাংলার রসগোল্লা, বর্ধমানের মিহিদানা, সীতাভোগও জিআই স্বীকৃতি পেয়েছে ৷ দিনাজপুরের তুলাইপঞ্জী চালও জিআই স্বীকৃতি পেয়েছে ৷
আরও পড়ুন: