ETV Bharat / state

Mamata to Attend Opposition Meet: বারোর জোট বৈঠকে পটনায় থাকছেন মমতা

12 জুন বিরোধীদের জোট বৈঠকে পটনায় উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্নে আজ এ কথা জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷

Mamata to Attend Opposition Meet
Mamata to Attend Opposition Meet
author img

By

Published : May 30, 2023, 7:18 PM IST

কলকাতা, 30 মে: 12 জুন পটনার জোট বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে জোট বৈঠকে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী । 12 জুনের জোট বৈঠক নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে মমতা বলেন, বিরোধীদের জোট বৈঠক হচ্ছে । আগামী 12 জুন পটনাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে । তিনি এই বৈঠকে যোগদান করবেন বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের এও জানাতে ভোলেননি যে, পটনার এই জোট বৈঠকের প্রস্তাবক তিনিই । বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যখন রাজ্যে এসেছিলেন এবং নবান্নে তাঁর সঙ্গে বৈঠক করেন, সেখানেই মমতা তাঁকে এই জোট বৈঠকের জন্য প্রস্তাব দেন । মমতার কথায়, "নীতীশজি যখন কলকাতায় আসেন, আমাদের মধ্যে বৈঠক হয়েছিল । আমি সেখানেই প্রস্তাব দিয়েছিলাম, জোটের প্রথম বৈঠক পটনাতেই হোক । কারণ, সেখান থেকেই জয়প্রকাশ নায়ারণজি আন্দোলন শুরু করেছিলেন । ওটা একটা হিন্দি বেল্ট । আমিই নীতীশজিকে বলেছিলাম, সকলকে আমন্ত্রণ জানান । যার যার আসার আসবে ।"

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়ে দেন যে, তিনিও এই বৈঠকে উপস্থিত থাকবেন । তৃণমূল নেত্রী এ দিন বলেন, বিরোধীরা যে ক্রমেই জোটবদ্ধ হচ্ছে সেই ছবি এখন দেখা যাচ্ছে । নতুন সংসদ ভবনের উদ্বোধনে বিরোধীদের যৌথভাবে অনুপস্থিত থাকা অথবা নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত সেই জোটবদ্ধতাকেই সূচিত করে ।

নীতি আয়োগের বৈঠকে তাঁর অনুপস্থিতি নিয়েও এ দিন নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "নীতি আয়োগে এখন কিছুই হয় না । সেই জন্য আমরা প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনার পক্ষে । সে কারণেই আমরা নীতি আয়োগের বৈঠকে যোগদান করিনি ।" মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান, কেউ কেউ চেয়েছিল যে বারোর এই জোট বৈঠক দিল্লিতে হোক । তবে তিনি বলেছেন, আঞ্চলিক দলগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত । ফলে তাদের ওখানেও কখনও কখনও বৈঠক হওয়া উচিত । আর সে কারণেই জোটের প্রথম বৈঠক পটনাতে হচ্ছে বলে জানান মমতা । আগামী দিনে অন্য রাজ্যেও জোটের বৈঠক হবে ।

এরপর বাংলার মুখ্যমন্ত্রী জানান, এই বৈঠকের বিষয়ে গতকালই বাংলার মুখ্যমন্ত্রীর সম্মতি চাওয়া হয়েছিল । এ ক্ষেত্রে জোট বৈঠকে যোগদানের বিষয়ে পূর্ণ সম্মতি দিয়েছেন তিনি । এ দিকে জয়রাম রামেশের টুইট নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় । বাইরন বিশ্বাসের দলত্যাগ নিয়ে সোশাল মিডিয়ায় তিনি যে ক্ষোভ প্রকাশ করেছেন, তার জবাবে আঞ্চলিক বাধ্যবাধকতাকে তুলে ধরেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: রমেশের কটাক্ষে পালটা ডেরেকের; ধন্যবাদ জানালেন মমতা, এড়ালেন বাইরন প্রসঙ্গ

কলকাতা, 30 মে: 12 জুন পটনার জোট বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে জোট বৈঠকে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী । 12 জুনের জোট বৈঠক নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে মমতা বলেন, বিরোধীদের জোট বৈঠক হচ্ছে । আগামী 12 জুন পটনাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে । তিনি এই বৈঠকে যোগদান করবেন বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের এও জানাতে ভোলেননি যে, পটনার এই জোট বৈঠকের প্রস্তাবক তিনিই । বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যখন রাজ্যে এসেছিলেন এবং নবান্নে তাঁর সঙ্গে বৈঠক করেন, সেখানেই মমতা তাঁকে এই জোট বৈঠকের জন্য প্রস্তাব দেন । মমতার কথায়, "নীতীশজি যখন কলকাতায় আসেন, আমাদের মধ্যে বৈঠক হয়েছিল । আমি সেখানেই প্রস্তাব দিয়েছিলাম, জোটের প্রথম বৈঠক পটনাতেই হোক । কারণ, সেখান থেকেই জয়প্রকাশ নায়ারণজি আন্দোলন শুরু করেছিলেন । ওটা একটা হিন্দি বেল্ট । আমিই নীতীশজিকে বলেছিলাম, সকলকে আমন্ত্রণ জানান । যার যার আসার আসবে ।"

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়ে দেন যে, তিনিও এই বৈঠকে উপস্থিত থাকবেন । তৃণমূল নেত্রী এ দিন বলেন, বিরোধীরা যে ক্রমেই জোটবদ্ধ হচ্ছে সেই ছবি এখন দেখা যাচ্ছে । নতুন সংসদ ভবনের উদ্বোধনে বিরোধীদের যৌথভাবে অনুপস্থিত থাকা অথবা নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত সেই জোটবদ্ধতাকেই সূচিত করে ।

নীতি আয়োগের বৈঠকে তাঁর অনুপস্থিতি নিয়েও এ দিন নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "নীতি আয়োগে এখন কিছুই হয় না । সেই জন্য আমরা প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনার পক্ষে । সে কারণেই আমরা নীতি আয়োগের বৈঠকে যোগদান করিনি ।" মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান, কেউ কেউ চেয়েছিল যে বারোর এই জোট বৈঠক দিল্লিতে হোক । তবে তিনি বলেছেন, আঞ্চলিক দলগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত । ফলে তাদের ওখানেও কখনও কখনও বৈঠক হওয়া উচিত । আর সে কারণেই জোটের প্রথম বৈঠক পটনাতে হচ্ছে বলে জানান মমতা । আগামী দিনে অন্য রাজ্যেও জোটের বৈঠক হবে ।

এরপর বাংলার মুখ্যমন্ত্রী জানান, এই বৈঠকের বিষয়ে গতকালই বাংলার মুখ্যমন্ত্রীর সম্মতি চাওয়া হয়েছিল । এ ক্ষেত্রে জোট বৈঠকে যোগদানের বিষয়ে পূর্ণ সম্মতি দিয়েছেন তিনি । এ দিকে জয়রাম রামেশের টুইট নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় । বাইরন বিশ্বাসের দলত্যাগ নিয়ে সোশাল মিডিয়ায় তিনি যে ক্ষোভ প্রকাশ করেছেন, তার জবাবে আঞ্চলিক বাধ্যবাধকতাকে তুলে ধরেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: রমেশের কটাক্ষে পালটা ডেরেকের; ধন্যবাদ জানালেন মমতা, এড়ালেন বাইরন প্রসঙ্গ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.