ETV Bharat / state

Mamata on Sourav: 'সৌরভ রাজনৈতিক প্রতিহিংসার শিকার', মহারাজ আইসিসি মনোনয়ন না-পাওয়ায় বিস্ফোরক মমতা - সৌরভ গঙ্গোপাধ্যায়

দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার মসনদ থেকে মহারাজকে সরিয়ে দেওয়ার পর দ্বিতীয়বার মুখ খুললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on Sourav Ganguly) । মমতা জানিয়ে দিলেন, এই সিদ্ধান্ত শুধু বাংলার ক্রীড়াপ্রেমীদের লজ্জিত করেনি, সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের কাছেও লজ্জার (Sourav Ganguly exclusion from BCCI)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 20, 2022, 4:27 PM IST

Updated : Oct 20, 2022, 5:54 PM IST

কলকাতা, 20 অক্টোবর: আবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee comments on Sourav Ganguly) । দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার মসনদ থেকে মহারাজকে সরিয়ে দেওয়ার পর দ্বিতীয়বার মুখ খুললেন মুখ্যমন্ত্রী । বৃহস্পতিবার সল্টলেক স্টেডিয়ামে মমতা বলেন, "সৌরভ রাজনৈতিক প্রতিহিংসার শিকার । কেন তাঁর টার্ম থাকা সত্ত্বেও, এনটাইটেলমেন্ট থাকা সত্ত্বেও ডিপ্রাইভ হল । এই সিদ্ধান্ত বাংলার ক্রীড়াপ্রেমীদের লজ্জিত করেনি, সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের কাছে লজ্জার (Sourav Ganguly exclusion from BCCI) ।

উত্তরবঙ্গ সফর শেষে ফিরে, এদিন কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী । বেশ কিছুক্ষণ তিনি স্টেডিয়ামের ভিতরে ছিলেন। সেখানেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, তিন বছরের জন্য বিসিসিআই সভাপতি নিযুক্ত হওয়ার পরেও কেন সৌরভকে সরিয়ে দেওয়া হল, যেখানে জয় শাহ থেকে গেলেন ?

মুখ্যমন্ত্রী আরও জানান, সৌরভের জায়গায় সচিন বা আজহারউদ্দিন থাকলে তিনি তাঁকেও সমর্থন করতেন । সৌরভ আইসিসি চেয়ারম্যান হওয়ায় দৌড়েও কার্যত নেই । সে প্রসঙ্গেই এদিন মুখ খুলেছেন মমতা । তিনি বলেন, "আজকে 20 তারিখ ছিল, নমিনেশন জমা করার শেষ তারিখ । সল্টলেকে এসে মনে হল সৌরভকে কীভাবে বঞ্চনা করা হল । আমি বিজেপি'র অনেককে রিকোয়েস্ট করেছি । আমি ওপেন রিকোয়েস্টও করেছি । ও ভেরি মাচ এন্টাইটেলড ছিল । তিনবার ডিরেক্টর ছিল । ওকে পাঠালে দেশের গৌরব বাড়ত । জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ারও তো হয়েছিলেন । তাহলে কোন অজ্ঞাত কারণে সৌরভের মতো একটা ছেলেকে টোটাল ডিপ্রাইভ করা হয়েছে । পজিশনটা রেখে দেওয়া হয়েছে অন্য কারও জন্য রিজার্ভ করে ।"

আরও পড়ুন: নতুনকে শুভেচ্ছা বিদায়ী বোর্ড সভাপতির, যাওয়ার বেলায় রজারকে যা বললেন সৌরভ

এদিন নাম না-করে জয় শাহ'কেও একহাত নিয়েছেন মমতা । তিনি বলেন, আমি কারও নাম বলব না । কোন অজানা কারণে, নিজস্ব স্বার্থপরতার কারণে, দেশের সত্যিকারের যারা ক্রীড়াপ্রেমী মানুষ তাঁদের ডিপ্রাইভ করে এই কাজ করতে পারে । আজ সচিন তেন্ডুলকার বা আজহারউদ্দিন থাকলে তাঁদেরও সাপোর্ট করতাম । আমরা ক্রিকেটটাকে সব সময় ইন্ডিয়া হিসেবে দেখছি । সৌরভ সেখানে সারা পৃথিবীতে ঘুরে এসেছে । আজ সৌরভ ভদ্র ছেলে বলে কিছু বলেনি, মুখ খোলেনি । নিশ্চয়ই ওর মধ্যেও ব্যথা রয়েছে, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয়নি । কিন্তু আমি বলছি, এটাকে আমরা সহজভাবে নিচ্ছি না । আমরা শকড ।"

কলকাতা, 20 অক্টোবর: আবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee comments on Sourav Ganguly) । দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার মসনদ থেকে মহারাজকে সরিয়ে দেওয়ার পর দ্বিতীয়বার মুখ খুললেন মুখ্যমন্ত্রী । বৃহস্পতিবার সল্টলেক স্টেডিয়ামে মমতা বলেন, "সৌরভ রাজনৈতিক প্রতিহিংসার শিকার । কেন তাঁর টার্ম থাকা সত্ত্বেও, এনটাইটেলমেন্ট থাকা সত্ত্বেও ডিপ্রাইভ হল । এই সিদ্ধান্ত বাংলার ক্রীড়াপ্রেমীদের লজ্জিত করেনি, সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের কাছে লজ্জার (Sourav Ganguly exclusion from BCCI) ।

উত্তরবঙ্গ সফর শেষে ফিরে, এদিন কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী । বেশ কিছুক্ষণ তিনি স্টেডিয়ামের ভিতরে ছিলেন। সেখানেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, তিন বছরের জন্য বিসিসিআই সভাপতি নিযুক্ত হওয়ার পরেও কেন সৌরভকে সরিয়ে দেওয়া হল, যেখানে জয় শাহ থেকে গেলেন ?

মুখ্যমন্ত্রী আরও জানান, সৌরভের জায়গায় সচিন বা আজহারউদ্দিন থাকলে তিনি তাঁকেও সমর্থন করতেন । সৌরভ আইসিসি চেয়ারম্যান হওয়ায় দৌড়েও কার্যত নেই । সে প্রসঙ্গেই এদিন মুখ খুলেছেন মমতা । তিনি বলেন, "আজকে 20 তারিখ ছিল, নমিনেশন জমা করার শেষ তারিখ । সল্টলেকে এসে মনে হল সৌরভকে কীভাবে বঞ্চনা করা হল । আমি বিজেপি'র অনেককে রিকোয়েস্ট করেছি । আমি ওপেন রিকোয়েস্টও করেছি । ও ভেরি মাচ এন্টাইটেলড ছিল । তিনবার ডিরেক্টর ছিল । ওকে পাঠালে দেশের গৌরব বাড়ত । জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ারও তো হয়েছিলেন । তাহলে কোন অজ্ঞাত কারণে সৌরভের মতো একটা ছেলেকে টোটাল ডিপ্রাইভ করা হয়েছে । পজিশনটা রেখে দেওয়া হয়েছে অন্য কারও জন্য রিজার্ভ করে ।"

আরও পড়ুন: নতুনকে শুভেচ্ছা বিদায়ী বোর্ড সভাপতির, যাওয়ার বেলায় রজারকে যা বললেন সৌরভ

এদিন নাম না-করে জয় শাহ'কেও একহাত নিয়েছেন মমতা । তিনি বলেন, আমি কারও নাম বলব না । কোন অজানা কারণে, নিজস্ব স্বার্থপরতার কারণে, দেশের সত্যিকারের যারা ক্রীড়াপ্রেমী মানুষ তাঁদের ডিপ্রাইভ করে এই কাজ করতে পারে । আজ সচিন তেন্ডুলকার বা আজহারউদ্দিন থাকলে তাঁদেরও সাপোর্ট করতাম । আমরা ক্রিকেটটাকে সব সময় ইন্ডিয়া হিসেবে দেখছি । সৌরভ সেখানে সারা পৃথিবীতে ঘুরে এসেছে । আজ সৌরভ ভদ্র ছেলে বলে কিছু বলেনি, মুখ খোলেনি । নিশ্চয়ই ওর মধ্যেও ব্যথা রয়েছে, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয়নি । কিন্তু আমি বলছি, এটাকে আমরা সহজভাবে নিচ্ছি না । আমরা শকড ।"

Last Updated : Oct 20, 2022, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.