নামখানা, 16 জুন: পঞ্চায়েত নির্বাচনে এত শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে পশ্চিমবঙ্গ দেখেনি । শুক্রবার কাকদ্বীপে নবজোয়ার কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই দাবি তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । একইসঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে এত মনোনয়ন অতীতে কোনও রাজ্যেই হয়নি । মনোনয়ন পর্ব থেকেই বিরোধীরা গেল গেল রব তুলেছে বলে অভিযোগ করে এ ক্ষেত্রে ফের কুৎসার তত্ত্ব টেনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিরোধী চার দলকে পঞ্চায়েত ভোটে আটকে দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানান তৃণমূল নেত্রী । শুধু মুখের কথা নয়, তথ্য পরিসংখ্যান দিয়ে তাঁর এই বক্তব্যকে ব্যাখ্যা করার চেষ্টা চালিয়েছেন তিনি ।
শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বার পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে মনোনয়ন পড়েছে 2 লক্ষ 31 হাজারের মতো । এর মধ্যে 82 হাজার মনোনয়ন জমা দিয়েছে রাজ্যের শাসক দল । অন্যদিকে, দেড় লক্ষ মনোনয়ন জমা দিয়েছে বিরোধীপক্ষ । এরপরেও কীভাবে এমন অভিযোগ উঠতে পারে যে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারছে না । মূলত এই বিষয়কে সামনে রেখেই মমতার দাবি, পঞ্চায়েত নির্বাচনে এত মনোনয়ন কোনও রাজ্যে আগে হয়নি ।
আরও পড়ুন: আগামীতে মশাল ধরবেন অভিষেকই, পারিবারিক স্মৃতিচারণে 'রাজদণ্ড' হস্তান্তর মমতার
এ দিন কাকদ্বীপের এই রাজনৈতিক কর্মসূচিতে শুরু থেকেই পঞ্চায়েত ভোট নিয়ে আক্রমণাত্মক মূর্তিতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । টানা কয়েকদিন মনোনয়ন প্রক্রিয়াকে সামনে রেখে অশান্তি এবং তাই নিয়ে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলকে যেভাবে দফায় দফায় বিরোধীরা কাঠগড়ায় তুলেছেন, তা নিয়ে এ দিন মুখ খুলেছেন মমতা । তিনি বলেন, "রাম বাম শ্যাম আর কিছু গুন্ডা দাম এক হয়ে রোজ গিয়ে বলছে তৃণমূল এই করছে । তৃণমূল ওই করছে । আজকে একটা চ্যালেঞ্জ করতে চাই, আমাকে আপনারা দেখান যেখানে পঞ্চায়েত আছে, এত মনোনয়ন এত শান্তিপূর্ণভাবে কখনও হয়েছে ?"
এ দিন বক্তব্য রাখতে গিয়ে ভাঙড়ের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "ভাঙড়ে এই ঘটনা কিছু গুন্ডারা করেছে । আমার দুজন সহকর্মী সেখানে মারা গিয়েছেন । ভাঙড়ের ঘটনা তৃণমূল কংগ্রেস করেনি । দুটো ঘটনা ঘটেছে, তার জন্য কেন্দ্রীয় সরকার তৈরি হয়ে রয়েছে । ডান্ডা দিয়ে লোক পেটাও । গুলি দিয়ে মারো । সারা বাংলায় তোমরা সেন্ট্রাল ফোর্স নিয়ে এসো ।"
অতীতের কথা টেনে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল 2013 সালে ৷ মারা গিয়েছিলেন 39 জন । বামেদের জামানায় 2003 সালে নির্বাচন হয়েছিল, সেখানে 70 জন খুন হয়েছিলেন । 2008 সালে সিপিএম জামানায় খুন হয়েছিলেন 36 জন । মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলায় মানুষ শান্তিতে আছে তাই অশান্তি তৈরি করতেই নানাভাবে চেষ্টা করা হচ্ছে ।
আরও পড়ুন: বিজেপির দালাল নওশাদ, শান্তিপূর্ণ মনোনয়ন বলেও ভাঙড় নিয়ে তীব্র আক্রমণ মমতার
এ দিন শান্তিপূর্ণ ভোট নিয়ে বিরোধীদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী । মমতা বলেন, "আজ যারা শান্তির কথা বলছেন, সিপিএমের আমলে কী শান্তি ছিল, শ্মশানের শান্তি !" এ দিন সরাসরি পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, "দেশের যে রাজ্যে পঞ্চায়েত আছে সেখানে কোথায় 2 লক্ষ 31 হাজার মনোনয়ন হয়েছে আমাকে দেখান । মনোনয়ন দিতে দেওয়া হচ্ছে না বলা হচ্ছে । 61 হাজার বুথের মাত্র দুটি বুথে গন্ডগোল নিয়ে তোমরা চিৎকার করে বেড়াচ্ছো । পরিবারের থালাবাসন থাকলে ঠোকাঠুকি হয়, সেটা আবার মিটিয়েও নেওয়া হয় । এটা কোনও ব্যাপার নয় ।"
মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, "কাল পর্যন্ত কত নমিনেশন জমা হয়েছে ? 2 লক্ষ 31 হাজার । তৃণমূল কংগ্রেস একক পার্টি । একা লড়ছে ৷ তাই তাকে সব আসনে প্রার্থী দিতে হয় । তারা মনোনয়ন দিয়েছে 82 হাজার । আর বিরোধী দলগুলি মিলে দেড় লক্ষ মনোনয়ন দিয়েছে । বুঝুন, আমরা 82 তোমরা দেড় লক্ষ । তারপরেও এত কথা ।"