কলকাতা, 11 জানুয়ারি: আবারও বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, বাংলার (West Bengal) কোথাও বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া (Attack on Vande Bharat Express) হয়নি ৷ প্রায় প্রত্যেক দিনই বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া নিয়ে যে অভিযোগ উঠছে, তা আসলে বাংলাকে বদনাম করার অপচেষ্টা ! অন্তত এমনটাই মনে করেন রাজ্য়ের প্রশাসনিক প্রধান ৷ একইসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী এও বলেন, বিজেপিশাসিত উত্তরপ্রদেশে বন্দে ভারতের উপর পাথর ছোড়ার ঘটনা ঘটলেও বাংলায় এমন কোনও ঘটনা ঘটেনি !
এবার দেখে নেওয়া যাক, ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী ? বুধবার কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেন, "তিনদিন ধরে প্রচার হচ্ছে, বাংলায় একটি ট্রেনে পাথর ছোড়া হচ্ছে ! কিন্তু বাংলা থেকে পাথর ছোড়া হয়নি ৷ পাথর ছোড়ার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশ এবং বিহারে ৷ যদি মানুষের কোনও ক্ষোভ, বিক্ষোভ থাকে তো সেটা মানুষের ব্যাপার ৷ আমি এতে হস্তক্ষেপ করতে চাই না ৷ কিন্তু মিথ্যা দোষারোপ করে কেন বাংলাকে বদনাম করা হচ্ছে ? যে মানুষ দিনরাত পরিশ্রম করে গঙ্গাসাগরের মতো মেলার আয়োজন করছে, কেন তাদের অপমান করা হচ্ছে ?" প্রসঙ্গত, এদিন আউট্রাম ঘাটের কাছে গঙ্গাসাগরগামী পুণ্যর্থীদের স্বাগত জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই মঞ্চ থেকেই ফের একবার বন্দে ভারতে হামলা নিয়ে সরব হন মমতা ৷
আরও পড়ুন: বন্দে ভারতে চতুর্থবার ছোড়া হল পাথর, এবার বোলপুরে !
তবে, এই প্রথম নয় ৷ এর আগে গঙ্গাসাগরে দাঁড়িয়েও বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ বস্তুত, এই নিয়ে দ্বিতীয়বার এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি ৷ এবং উভয় ক্ষেত্রেই বাংলায় পাথর ছোড়া নিয়ে যে প্রচার হয়েছে, তাকে ভ্রান্ত বলে দাবি করলেন মমতা ৷ তাঁর অভিযোগ, বাংলার বদনাম করতেই এমন অপপ্রচার করা হচ্ছে ৷
গঙ্গাসাগর থেকে কলকাতা ফেরার ঠিক আগে স্থানীয় হেলিপ্যাডে দাঁড়িয়ে একইভাবে এই ইস্যুতে নিজের সুর চড়িয়েছিলেন মমতা ৷ সেদিনও তিনি বলেছিলেন, বিহারের ঘটনা সামনে রেখে বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে ! বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় সেদিনের সেই বক্তব্যেরই সুর ফের একবার শোনা গেল ৷ স্পষ্ট ভাষায় তিনি বুঝিয়ে দিলেন, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া নিয়ে যা কিছু বলা হচ্ছে, তা করা হচ্ছে কেবলমাত্র বাংলাকে বদনাম করতে ৷ মমতার মতে, এটি আসলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচার ছাড়া আর কিছুই নয় ৷