ETV Bharat / state

Mamata on Minority Votes: সাগরদিঘিতে হারলেও সংখ্যালঘুদের সমর্থন হারায়নি তৃণমূল, বৈঠকে বার্তা মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

সাগরদিঘি বিধানসভায় উপ নির্বাচনে হেরেছে তৃণমূল কংগ্রেস (TMC Lost in Sagardighi By Poll) ৷ তার পর প্রশ্ন উঠেছে, শাসক দলের থেকে কি মুখ ফেরাচ্ছে সংখ্যালঘুরা ? যদিও শুক্রবার দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সাগরদিঘিতে হারলেও সংখ্যালঘুদের সমর্থন হারায়নি তৃণমূল (Mamata Banerjee on Minority Votes) ৷

Mamata on Minority Votes
Mamata on Minority Votes
author img

By

Published : Mar 17, 2023, 8:29 PM IST

কলকাতা, 17 মার্চ: ‘‘সংখ্যালঘুরা আমাদের সঙ্গে রয়েছে । সংখ্যালঘুদের সমর্থন কোন ভাবেই কমেনি । কিন্তু সাগরদিঘিতে হার হয়েছে নিজেদের দুর্বলতার কারণে হয়েছে ।’’ এমনটাই ব্যাখ্যা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ।

তাঁর মতে, সংখ্যালঘুরা তৃণমূলের সঙ্গে ছিল ৷ তৃণমূলের সঙ্গেই আছে (Mamata claims Minorities are still with TMC) । তবে সংখ্যালঘু সেলের সভাপতি হাজি নুরুল এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের মুখে পড়েন । নিজে সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, সে কথাটাও তিনি এদিনের বৈঠকে তুলে ধরেন । একই সঙ্গে তাঁকে এই পদ থেকে সরিয়ে সংখ্যালঘু সেলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে । সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অপেক্ষাকৃত তরুণ নেতা মোশারফ হোসেনকে ।

এদিন সাগরদিঘি উপনির্বাচনের পর্যালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী দলের নেতাদের কাছে প্রশ্ন করেছেন, ‘‘অনেকেই আপনারা বলছেন সংখ্যালঘু প্রার্থী করা হয়নি বলে এমন ফল হয়েছে । সুব্রত সাহা তো নিজে হিন্দু ছিলেন । তাহলে তিনি তিনবার জিতলেন কীভাবে ! সুব্রত সাহা পারলে আপনারা পারলেন না কেন !’’

প্রসঙ্গত, শুক্রবার তৃণমূলের এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শিক্ষক সংগঠনের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী । এর পাশাপাশি এদিন 1990 থেকে 2011 পর্যন্ত কারা কারা শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েছেন, তার তালিকা তৈরি করতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুকে নির্দেশ দিয়েছেন ।

দুর্নীতির প্রশ্নে তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স নিয়ে চলবে, তা আরও একবার পরিষ্কার করে দিয়েছেন দলনেত্রী । স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত আদালতে চলছে । আইনি প্রক্রিয়ায় তৃণমূল কখনও হস্তক্ষেপ করে না, আগামিদিনেও দল হস্তক্ষেপ করবে না । দুর্নীতি করলে ব্যক্তিগতভাবে তাঁর দায়িত্ব ব্যক্তিকেই নিতে হবে । এই ইস্যুতে সিপিএম, বিজেপি ও কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে । এই নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই । বরং মাথা উঁচু করে এলাকায় রাজনীতি করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে পর্যবেক্ষক নামটা ব্যবহার না করলেও পুনরায় পর্যবেক্ষক পদ ফিরিয়ে আনলেন । একই সঙ্গে তৃণমূলে গুরুত্ব বাড়ল পুরনোদের । ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, তাপস রায়, মলয় ঘটক, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মানস ভূঁইয়াদের বাড়তি দায়িত্ব দিয়ে তিনি বুঝিয়ে দিলেন দলের রাশ এই মুহূর্তে তিনি নিজের হাতেই রাখছেন ।

আরও পড়ুন: অনৈতিক জোটের জয় ! সাগরদিঘি হারিয়েও আত্মবিশ্বাসী মমতা

কলকাতা, 17 মার্চ: ‘‘সংখ্যালঘুরা আমাদের সঙ্গে রয়েছে । সংখ্যালঘুদের সমর্থন কোন ভাবেই কমেনি । কিন্তু সাগরদিঘিতে হার হয়েছে নিজেদের দুর্বলতার কারণে হয়েছে ।’’ এমনটাই ব্যাখ্যা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ।

তাঁর মতে, সংখ্যালঘুরা তৃণমূলের সঙ্গে ছিল ৷ তৃণমূলের সঙ্গেই আছে (Mamata claims Minorities are still with TMC) । তবে সংখ্যালঘু সেলের সভাপতি হাজি নুরুল এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের মুখে পড়েন । নিজে সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, সে কথাটাও তিনি এদিনের বৈঠকে তুলে ধরেন । একই সঙ্গে তাঁকে এই পদ থেকে সরিয়ে সংখ্যালঘু সেলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে । সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অপেক্ষাকৃত তরুণ নেতা মোশারফ হোসেনকে ।

এদিন সাগরদিঘি উপনির্বাচনের পর্যালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী দলের নেতাদের কাছে প্রশ্ন করেছেন, ‘‘অনেকেই আপনারা বলছেন সংখ্যালঘু প্রার্থী করা হয়নি বলে এমন ফল হয়েছে । সুব্রত সাহা তো নিজে হিন্দু ছিলেন । তাহলে তিনি তিনবার জিতলেন কীভাবে ! সুব্রত সাহা পারলে আপনারা পারলেন না কেন !’’

প্রসঙ্গত, শুক্রবার তৃণমূলের এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শিক্ষক সংগঠনের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী । এর পাশাপাশি এদিন 1990 থেকে 2011 পর্যন্ত কারা কারা শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েছেন, তার তালিকা তৈরি করতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুকে নির্দেশ দিয়েছেন ।

দুর্নীতির প্রশ্নে তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স নিয়ে চলবে, তা আরও একবার পরিষ্কার করে দিয়েছেন দলনেত্রী । স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত আদালতে চলছে । আইনি প্রক্রিয়ায় তৃণমূল কখনও হস্তক্ষেপ করে না, আগামিদিনেও দল হস্তক্ষেপ করবে না । দুর্নীতি করলে ব্যক্তিগতভাবে তাঁর দায়িত্ব ব্যক্তিকেই নিতে হবে । এই ইস্যুতে সিপিএম, বিজেপি ও কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে । এই নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই । বরং মাথা উঁচু করে এলাকায় রাজনীতি করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে পর্যবেক্ষক নামটা ব্যবহার না করলেও পুনরায় পর্যবেক্ষক পদ ফিরিয়ে আনলেন । একই সঙ্গে তৃণমূলে গুরুত্ব বাড়ল পুরনোদের । ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, তাপস রায়, মলয় ঘটক, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মানস ভূঁইয়াদের বাড়তি দায়িত্ব দিয়ে তিনি বুঝিয়ে দিলেন দলের রাশ এই মুহূর্তে তিনি নিজের হাতেই রাখছেন ।

আরও পড়ুন: অনৈতিক জোটের জয় ! সাগরদিঘি হারিয়েও আত্মবিশ্বাসী মমতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.