কলকাতা, 23 ডিসেম্বর : আজ কলকাতায় BJP-র অভিনন্দন মিছিলে যোগ দিয়েছিলেন BJP-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডা । নাগরিকত্ব (সংশোধনী) আইনের সমর্থনে এই মিছিলে নেতৃত্ব দেন তিনি । মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে আক্রমণ করেন । CAA ও NRC মানুষকে তৃণমূল ভুল বোঝাচ্ছে বলেও দাবি করেন তিনি ।
কলকাতার সুবোধ মল্লিক স্কয়্যার থেকে আজ দুপুর 1টা নাগাদ শুরু হয় মিছিল ৷ শেষ হয় শ্যামবাজারে গিয়ে । মিছিল শেষে মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন নাড্ডা । বলেন, "আজ আমি বাংলায় আসতে পেরেছি, আমার সৌভাগ্য । এটা রামকৃষ্ণ পরমংহদেবের মাটি, এটা শ্রী চৈতন্যদেবের মাটি, এটা বিবেকানন্দর মাটি । তাঁদের সকলকে প্রণাম । আমি বাংলায় অনেকবার এসেছি । এখানে আগেও অনেকরকম চিত্র দেখেছি । কিন্তু আজ যা দেখছি তা আগে দেখেনি । এখানে আজ যা আমি যোশ দেখেছি, তা কোথাও দেখিনি । আমার 3 ঘণ্টা লেগে গেছে এখানে আসতে । যেভাবে মানুষ এই মিছিলকে স্বাগত জানিয়েছে তা দেখে বোঝা যাচ্ছে বাংলায় পরিবর্তন আসবে । এই এত মানুষ বোঝাচ্ছে বাংলা মোদিজির সঙ্গে রয়েছে । বাংলা নাগরিকত্ব আইনকে সমর্থন করে । আর সমর্থন করবে নাই বা কেন, বাংলা দেশভক্ত, বাংলা সংস্কৃতিপ্রিয় মানুষ । ওরা ভারতের সঙ্গে যুক্ত সকলের পুজো করে ।"
নাগরিকত্ব (সংশোধনী) আইন হওয়ার পর নাগরিকত্ব পাচ্ছে মতুয়ারা । এই প্রসঙ্গ তুলে নাড্ডা বলেন, "ভোটের আগে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বড়মা'র আশীর্বাদ নিয়েছেন । বলেছেন মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু আদৌ তা হয়নি । এবার মতুয়ারা নাগরিকত্ব পাচ্ছে । এমন কী রাজবংশী, নমঃশূদ্রদের এখম মনে হচ্ছে ওরা স্বাধীন । ওনারা সম্মান পেয়েছেন । যাঁরা প্রতারিত ছিলেন তাঁদের সামনে আনা, অধিকার দেওয়া মোদিজির কাজ । আর এই ভিড় নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে । যা দেখে বোঝাই যাচ্ছে, বাংলার মানুষ ভোট ব্যাঙ্কের রাজনীতি, তোষণের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন । এখানে সবাই CAA-র পক্ষে । এটাকে কী বলবে ? সারা বাংলার মানুষ এখানে আছেন । যারা রাজবংশী সমাজ থেকে এসেছেন, মতুয়া সমাজ থেকে এসেছেন, তাঁদের যা জায়গা দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে যা মমতা বন্দ্যোপাধ্যায় আটকানোর চেষ্টা করেছেন ৷ ভোটের আগে মিথ্যা বুঝিয়েছেন, তাঁরা তাঁকে আর তাঁর রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন । আমি বাংলার সবাইকে বলব, আসুন মোদিজির সঙ্গে শামিল হোন, বাংলার বিকাশকে বাড়ানোর চেষ্টা করুন ৷ এখানে বিকাশ আগে 25 শতাংশ হত, এখন 3 শতাংশ হয় । মোদিজির নেতৃত্বে এই বিকাশকে এগিয়ে নিয়ে যান ।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও অভিযোগ এনে জে পি নাড্ডা বলেন, "কেন্দ্রের কোনও প্রশ্নের জবাব দেন না মমতা । তাহলে কে সংবিধানের অবমাননা করছেন? একসময় আফগানিস্তানে প্রায় 50 হাজার শিখ ছিলেন, এখন মাত্র দু’হাজার শিখ রয়েছেন । বাংলাদেশ, পাকিস্তানেও উল্লেখযোগ্যভাবে কমেছে সংখ্যলঘুদের সংখ্যা । ওঁদের রক্ষা করতেই প্রধানমন্ত্রী CAA আইন করেছেন । নয়া আইনে ভারতীয় কোনও মুসলমানের ভয়ের কোনও কারণ নেই ।"
এই সংক্রান্ত আরও খবর : নাগরিকত্ব আইনের সমর্থনে আজ শহরে BJP-র মিছিল, নেতৃত্বে নাড্ডা