কলকাতা, 13 জুলাই : শুরুটা হয়েছিল তাঁর সঙ্গে সব্যসাচীর সাক্ষাৎ দিয়েই । এরপর তৃণমূল নেতৃত্ব যখন সব্যসাচীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে তখনও তাঁর বাড়ি গিয়ে নৈশভোজ সারেন তিনি । সব্যসাচীর বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলররা অনাস্থা আনার আগে তাঁর বাড়ি গিয়ে দিয়েছেন পরামর্শও । এবার এই ইশুতে তৃণমূলকে আক্রমণ করলেন BJP নেতা মুকুল রায় ।
তিনি বলেন, "তৃণমূলের এতটাই দুর্দশা । সব্যসাচী এতবার দলের বিরুদ্ধে কথা বললেও মমতা ব্যানার্জির হিম্মত নেই, ক্ষমতা নেই সব্যসাচীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার । "
জগদ্দলে পুলিশের গুলিতে দুষ্কৃতীর মৃত্যু প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "এখনও পর্যন্ত যা শুনেছি সাধারণ মানুষ বলেছে পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে । তৃণমূল রাজ্যে পুলিশি রাজ চালাচ্ছে । যখন ভোটাভুটি হবে তখন কাঁচড়াপাড়া ও হালিশহর বোর্ড আমাদেরই দখলে থাকবে । "
BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবের কর্তাদের বৈঠক ইশুতে তিনি বলেন, " ISL ও আই লিগের বিষয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে । সেই বিষয়েই দুটি ক্লাবই কৈলাস বিজয়বর্গীয়র হস্তক্ষেপ দাবি করে । এর মধ্যে কোনও রাজনৈতিক বিষয় নেই । "