ETV Bharat / state

Mamata on Manipur: মণিপুরের হিংসাকে 'ম্যানমেড' আখ্যা উদ্বিগ্ন মমতার - বাংলার মুখ্যমন্ত্রী

নবান্নে ঘূর্ণিঝড় মোকা নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানেই মণিপুরের হিংসা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বাংলার প্রশাসনিক প্রধান।

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 8, 2023, 6:06 PM IST

কলকাতা, 8 মে: মণিপুর কাণ্ডে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মণিপুরের হিংসার ঘটনাকে 'ম্যানমেড' বললেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে ঘূর্ণিঝড় নিয়ে পর্যালোচনা বৈঠকের মাঝেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি এই ইস্যুতে বিজেপিকেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত এদিন নবান্নে ঘূর্ণিঝড় 'মোকা' নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানেই মণিপুরের হিংসা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বাংলার প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, এদিন তিনি অভিযোগ করেন, মণিপুরের হিংসার পেছনে রাজ্যের শাসকদল বিজেপির মদত রয়েছে। এর আগে মণিপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করে সে রাজ্যের মানুষকে শান্তি বজায় রাখার আবেদন করেছিলেন মমতা ৷ এদিন মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, তিনি এই অবস্থায় কোনও রাজনীতি চাইছেন না ৷ এই মুহূর্তে শান্তি প্রতিষ্ঠা করাই প্রধান লক্ষ্য হওয়া উচিৎ। তবে একদিকে যখন মণিপুর হিংসার আগুনে জ্বলছে, এই অবস্থায় বিজেপি নেতারা ব্যস্ত কর্ণাটকের ভোটের প্রচারে এই প্রসঙ্গে মমতার জবাব, "ভোট গুরুত্বপূর্ণ নয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষের জীবন।" একই সঙ্গে, বাংলার মুখ্যমন্ত্রী বলেন, "এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শান্তি প্রতিষ্ঠা ‌এবং রক্তপাত বন্ধ হওয়া। যেভাবে মানুষজনকে মারা হচ্ছে, হিংসা চলছে দেখামাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে তাতে আমরা উদ্বিগ্ন।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, যেভাবে রক্তপাত চলছে, তাতে একটা প্রশ্ন বড় হয়ে উঠে আসছে এই মুহূর্তে কোনটা গুরুত্বপূর্ণ !নির্বাচনের প্রচার, নাকি মণিপুরে রক্তপাত বন্ধ হওয়া ! মুখ্যমন্ত্রী বলেন, "নির্বাচন আসবে, যাবে। কিন্তু যাদের প্রাণ যাচ্ছে তাদের প্রাণ ফেরানো যাবে কি ?" মণিপুরের এই হিংসাকে 'ম্যানমেড' আখ্যা দিয়ে মমতা বলেন, "উত্তর-পূর্ব ভারত নিয়ে সমস্যা আজকের নয়। এটা দীর্ঘদিনের সমস্যা। কিন্তু এই মুহূর্তে যা নিয়ে মণিপুর জ্বলছে। সমস্যাটা সম্পূর্ণ ম্যানমেড।"

প্রসঙ্গত এদিন মণিপুরে আটকে থাকা বাংলার মানুষদের উদ্ধারের প্রক্রিয়া নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, মণিপুরের মতো একই জিনিস বিজেপি বাংলাতেও করতে চাইছে। তাঁর কথায়, "যদি কোনও রাজনৈতিক দল আগুন নিয়ে খেলতে চায়, অথবা জাতপাতের রাজনীতি এবং বিভাজনের রাজনীতি করতে চায়, তার জন্যই এমন ঘটনা ঘটে। কেন কাশ্মীর ফাইলসের মাধ্যমে সমাজের একটা অংশকে অপমানিত করা হল? কেন কেরালা স্টোরির মাধ্যমেও একই ঘটনা ঘটানো হল ?" এদিন তিনি আরও বলেন, "আমি সিপিএমকে সমর্থন করি না। কেরালা স্টোরি নিয়ে সরব হওয়ার দায়িত্ব তাদেরই। কিন্তু তার বদলে তারা বিজেপির হাত শক্ত করছে। তাদের পার্টি বিজেপিকে সাহায্য করছে। সেই বিজেপি তথ্য বিকৃত করে কেরালা স্টোরি বানাচ্ছে।"

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল নিশানায় ছিল কেন্দ্রের শাসকদল বিজেপি। তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী ঝাঁঝালো সুরে জানান, মানুষের উপর অত্যাচার করার অধিকার বিজেপিকে কেউ দেয়নি ৷ পাশাপাশি চেয়ার নয়, গণতন্ত্রই যে চিরন্তন সত্য তা বিজেপি ভুলে গিয়েছে বলেও মন্তব্য করেন মমতা। তিনি বলেন, "একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্ষমতা সারা জীবনের জন্য হতে পারে না। চেয়ার আসবে, চেয়ার যাবে। কিন্তু গণতন্ত্র এবং মানুষ থাকবে। তাই আমি তাদের বলছি মণিপুরে শান্তি প্রতিষ্ঠা করুন। সেখানকার মানুষের আস্থা অর্জনের চেষ্টা করুন। এবং আপনার রাজনৈতিক কর্মীদের বলে দিন যাতে সেখানে জাতপাতের রাজনীতি করার চেষ্টা না করে।"

আরও পড়ুন: বেঙ্গল ফাইলস তৈরি করে বাংলাকেও বদনাম করতে চায় বিজেপি, অভিযোগ মমতার

কলকাতা, 8 মে: মণিপুর কাণ্ডে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মণিপুরের হিংসার ঘটনাকে 'ম্যানমেড' বললেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে ঘূর্ণিঝড় নিয়ে পর্যালোচনা বৈঠকের মাঝেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি এই ইস্যুতে বিজেপিকেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত এদিন নবান্নে ঘূর্ণিঝড় 'মোকা' নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানেই মণিপুরের হিংসা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বাংলার প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, এদিন তিনি অভিযোগ করেন, মণিপুরের হিংসার পেছনে রাজ্যের শাসকদল বিজেপির মদত রয়েছে। এর আগে মণিপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করে সে রাজ্যের মানুষকে শান্তি বজায় রাখার আবেদন করেছিলেন মমতা ৷ এদিন মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, তিনি এই অবস্থায় কোনও রাজনীতি চাইছেন না ৷ এই মুহূর্তে শান্তি প্রতিষ্ঠা করাই প্রধান লক্ষ্য হওয়া উচিৎ। তবে একদিকে যখন মণিপুর হিংসার আগুনে জ্বলছে, এই অবস্থায় বিজেপি নেতারা ব্যস্ত কর্ণাটকের ভোটের প্রচারে এই প্রসঙ্গে মমতার জবাব, "ভোট গুরুত্বপূর্ণ নয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষের জীবন।" একই সঙ্গে, বাংলার মুখ্যমন্ত্রী বলেন, "এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শান্তি প্রতিষ্ঠা ‌এবং রক্তপাত বন্ধ হওয়া। যেভাবে মানুষজনকে মারা হচ্ছে, হিংসা চলছে দেখামাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে তাতে আমরা উদ্বিগ্ন।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, যেভাবে রক্তপাত চলছে, তাতে একটা প্রশ্ন বড় হয়ে উঠে আসছে এই মুহূর্তে কোনটা গুরুত্বপূর্ণ !নির্বাচনের প্রচার, নাকি মণিপুরে রক্তপাত বন্ধ হওয়া ! মুখ্যমন্ত্রী বলেন, "নির্বাচন আসবে, যাবে। কিন্তু যাদের প্রাণ যাচ্ছে তাদের প্রাণ ফেরানো যাবে কি ?" মণিপুরের এই হিংসাকে 'ম্যানমেড' আখ্যা দিয়ে মমতা বলেন, "উত্তর-পূর্ব ভারত নিয়ে সমস্যা আজকের নয়। এটা দীর্ঘদিনের সমস্যা। কিন্তু এই মুহূর্তে যা নিয়ে মণিপুর জ্বলছে। সমস্যাটা সম্পূর্ণ ম্যানমেড।"

প্রসঙ্গত এদিন মণিপুরে আটকে থাকা বাংলার মানুষদের উদ্ধারের প্রক্রিয়া নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, মণিপুরের মতো একই জিনিস বিজেপি বাংলাতেও করতে চাইছে। তাঁর কথায়, "যদি কোনও রাজনৈতিক দল আগুন নিয়ে খেলতে চায়, অথবা জাতপাতের রাজনীতি এবং বিভাজনের রাজনীতি করতে চায়, তার জন্যই এমন ঘটনা ঘটে। কেন কাশ্মীর ফাইলসের মাধ্যমে সমাজের একটা অংশকে অপমানিত করা হল? কেন কেরালা স্টোরির মাধ্যমেও একই ঘটনা ঘটানো হল ?" এদিন তিনি আরও বলেন, "আমি সিপিএমকে সমর্থন করি না। কেরালা স্টোরি নিয়ে সরব হওয়ার দায়িত্ব তাদেরই। কিন্তু তার বদলে তারা বিজেপির হাত শক্ত করছে। তাদের পার্টি বিজেপিকে সাহায্য করছে। সেই বিজেপি তথ্য বিকৃত করে কেরালা স্টোরি বানাচ্ছে।"

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল নিশানায় ছিল কেন্দ্রের শাসকদল বিজেপি। তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী ঝাঁঝালো সুরে জানান, মানুষের উপর অত্যাচার করার অধিকার বিজেপিকে কেউ দেয়নি ৷ পাশাপাশি চেয়ার নয়, গণতন্ত্রই যে চিরন্তন সত্য তা বিজেপি ভুলে গিয়েছে বলেও মন্তব্য করেন মমতা। তিনি বলেন, "একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্ষমতা সারা জীবনের জন্য হতে পারে না। চেয়ার আসবে, চেয়ার যাবে। কিন্তু গণতন্ত্র এবং মানুষ থাকবে। তাই আমি তাদের বলছি মণিপুরে শান্তি প্রতিষ্ঠা করুন। সেখানকার মানুষের আস্থা অর্জনের চেষ্টা করুন। এবং আপনার রাজনৈতিক কর্মীদের বলে দিন যাতে সেখানে জাতপাতের রাজনীতি করার চেষ্টা না করে।"

আরও পড়ুন: বেঙ্গল ফাইলস তৈরি করে বাংলাকেও বদনাম করতে চায় বিজেপি, অভিযোগ মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.