কলকাতা, 23 অগস্ট: পশ্চিমবঙ্গ দিবস নিয়ে দিনক্ষণ ঠিক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিল বিধানসভার অধ্যক্ষ নিয়োজিত কমিটি । যে কমিটির মাথায় ছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ তথা প্রাক্তন সাংসদ সুগত বসু । এবার এই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী ৷ আগামী 29 অগস্ট নবান্ন সভাঘরে এই বৈঠক হবে ৷
বিধানসভার অধ্যক্ষ নিয়োজিত কমিটি পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সুপারিশ করেছিল । মূলত, পশ্চিমবঙ্গের ইতিহাস ও ঐতিহ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই কমিটি জানিয়েছে ৷ সেই নিয়েই আলোচনা হবে সর্বদলীয় বৈঠকে ৷
প্রসঙ্গত, গত 20 জুন রাজভবনে রাজ্য সরকারের আপত্তি সত্ত্বেও যেভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়েছিল, তাতে আপত্তি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি সেই সময় জানিয়েছিলেন, ওই নির্দিষ্ট দিনটি সঙ্গে দেশভাগের স্মৃতি জড়িয়ে রয়েছে । এই দিনটি কোনোভাবেই পশ্চিমবঙ্গের মানুষের জন্য উৎসবের বা আনন্দের দিন হতে পারে না । বরং এই দিনটি বাংলার মানুষের জন্য বেদনার ।
এরপরই ঠিক হয় ইতিহাস পর্যালোচনা করে পশ্চিমবঙ্গের জন্য একটি নির্দিষ্ট দিন বাছাই করা হবে, যে দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হবে ৷ সেই মতো সুগত বসুর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় ৷ কমিটিতে সুগত বসু ছাড়াও ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও শিউলি সাহা ৷ এছাড়াও ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় ৷ আর রাখা হয়েছিল বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে । তিনি তৃণমূলে যোগ দিলেও বিধানসভার অন্দরে খাতায়কলমে বিজেপির সদস্য ৷ আর ছিলেন বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা ৷ তবে এই কমিটির সদস্য করা হলেও কোনও বৈঠকে উপস্থিত ছিলেন না তিনি ।
আরও পড়ুন: 'পশ্চিমবঙ্গ দিবস' শুধু নয় এবার ভাবনায় 'রাজ্য সঙ্গীত', প্রস্তাব বিধানসভায় পেশ করার সম্ভাবনা
এই কমিটি দুই দফায় নিজেদের মধ্যে বৈঠক করে একাধিক দিনের নাম পর্যালোচনা করে পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবসের দিন হিসেবে বেছে নেয় । এরপর এই কমিটির সুপারিশ আগামী 29 তারিখ রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁদের মতামত পর্যালোচনা করে এই নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি ।