ETV Bharat / state

Banga Ratna for Bethune School: বেথুন স্কুলকে বঙ্গরত্ন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

author img

By

Published : May 10, 2023, 1:37 PM IST

Updated : May 10, 2023, 2:00 PM IST

কলকাতার বেথুন কলেজিয়েট স্কুলের 175 বছর পূর্তি হল ৷ সেই উপলক্ষ্যে গত কয়েকদিন ধরেই নানা অনুষ্ঠান করা হচ্ছে স্কুলের তরফে ৷ বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Banga Ratna for Bethune School:
Banga Ratna for Bethune School:

কলকাতা, 10 মে: বেথুন কলেজিয়েট স্কুলকে বঙ্গরত্ন সম্মান প্রদান করা হল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ৷ ওই স্কুলের 175 বছর পূর্তি উপলক্ষ্যে বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই সম্মান প্রদান করেন ওই স্কুলকে ৷ স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা শবরী ভট্টাচার্যের হাতে ওই সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি বলেন, ‘‘সারা পৃথিবীতে আপনারা 1 নম্বর হবেন ৷’’

এর আগে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী নারী শিক্ষায় বেথুন স্কুলের ভূমিকার কথা উল্লেখ করেন ৷ তিনি বলেন, ‘‘যে চারাগাছটি জন্মেছিল 175 বছর আগে, সেটা এখন বটবৃক্ষ, মহীরূহ হয়ে গিয়েছে ৷’’ তিনি আরও জানান, যে সময় এই স্কুল তৈরি হয়েছিল, সেই সময় মেয়েদের স্কুলে যাওয়া কুসংস্কারের মতো ছিল ৷ তার পরও সেই সময় স্কুল প্রতিষ্ঠা করা মেয়েদের জন্য প্রশংসনীয় বলেই মনে করেন মুখ্যমন্ত্রী ৷

একই সঙ্গে নারীশিক্ষার সামগ্রিক বিষয়টি নিয়েও কথা বলেন মমতা ৷ তাঁর কথায়, ‘‘মেয়েদের উন্নয়ন না হলে সমাজের কখনও ভালো হতে পারে না ৷ এখন নারীর ক্ষমতায়নের কথা বলে ৷ কিন্তু 175 বছর আগে এটা ভাবা যে অনেক বড় ৷’’ তার সঙ্গে তিনি যোগ করেন যে ভারতের স্বাধীনতার 75 বছর গেল ৷ আর বেথুন স্কুলের বয়স এখন 175 বছর ৷ তাই তাঁর মতে, দেশের স্বাধীনতা আন্দোলন, নবজাগরণেও অংশ নিয়েছিল এই স্কুল ৷

এই প্রসঙ্গে স্বাধীনতার সময় ও স্বাধীনতা পরবর্তী সময়ের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, ‘‘আমরা অনেকে জানি না সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকর প্রথম বাংলা থেকেই সংসদে যান ৷’’ একই সঙ্গে তিনি জানান, দেশ যখন জ্বলছে, তখন ফ্রিডম অ্যাট মিডনাইট করতে যাননি মহাত্মা গান্ধি ৷ তখন কলকাতায় বসে হিংসা ঠেকিয়েছিলেন গান্ধিজি ৷ তাছাড়া মুখ্যমন্ত্রীর দাবি, শিক্ষা, সংস্কৃতিতে এত সমৃদ্ধি বাংলা ছাড়া আর কোথায় দেখতে পাওয়া যাবে না ৷

আরও পড়ুন: 175 বছরে বেথুন স্কুল, গানে গানে পুরোনো দিনকে স্মরণ প্রাক্তনীদের

কলকাতা, 10 মে: বেথুন কলেজিয়েট স্কুলকে বঙ্গরত্ন সম্মান প্রদান করা হল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ৷ ওই স্কুলের 175 বছর পূর্তি উপলক্ষ্যে বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই সম্মান প্রদান করেন ওই স্কুলকে ৷ স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা শবরী ভট্টাচার্যের হাতে ওই সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি বলেন, ‘‘সারা পৃথিবীতে আপনারা 1 নম্বর হবেন ৷’’

এর আগে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী নারী শিক্ষায় বেথুন স্কুলের ভূমিকার কথা উল্লেখ করেন ৷ তিনি বলেন, ‘‘যে চারাগাছটি জন্মেছিল 175 বছর আগে, সেটা এখন বটবৃক্ষ, মহীরূহ হয়ে গিয়েছে ৷’’ তিনি আরও জানান, যে সময় এই স্কুল তৈরি হয়েছিল, সেই সময় মেয়েদের স্কুলে যাওয়া কুসংস্কারের মতো ছিল ৷ তার পরও সেই সময় স্কুল প্রতিষ্ঠা করা মেয়েদের জন্য প্রশংসনীয় বলেই মনে করেন মুখ্যমন্ত্রী ৷

একই সঙ্গে নারীশিক্ষার সামগ্রিক বিষয়টি নিয়েও কথা বলেন মমতা ৷ তাঁর কথায়, ‘‘মেয়েদের উন্নয়ন না হলে সমাজের কখনও ভালো হতে পারে না ৷ এখন নারীর ক্ষমতায়নের কথা বলে ৷ কিন্তু 175 বছর আগে এটা ভাবা যে অনেক বড় ৷’’ তার সঙ্গে তিনি যোগ করেন যে ভারতের স্বাধীনতার 75 বছর গেল ৷ আর বেথুন স্কুলের বয়স এখন 175 বছর ৷ তাই তাঁর মতে, দেশের স্বাধীনতা আন্দোলন, নবজাগরণেও অংশ নিয়েছিল এই স্কুল ৷

এই প্রসঙ্গে স্বাধীনতার সময় ও স্বাধীনতা পরবর্তী সময়ের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, ‘‘আমরা অনেকে জানি না সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকর প্রথম বাংলা থেকেই সংসদে যান ৷’’ একই সঙ্গে তিনি জানান, দেশ যখন জ্বলছে, তখন ফ্রিডম অ্যাট মিডনাইট করতে যাননি মহাত্মা গান্ধি ৷ তখন কলকাতায় বসে হিংসা ঠেকিয়েছিলেন গান্ধিজি ৷ তাছাড়া মুখ্যমন্ত্রীর দাবি, শিক্ষা, সংস্কৃতিতে এত সমৃদ্ধি বাংলা ছাড়া আর কোথায় দেখতে পাওয়া যাবে না ৷

আরও পড়ুন: 175 বছরে বেথুন স্কুল, গানে গানে পুরোনো দিনকে স্মরণ প্রাক্তনীদের

Last Updated : May 10, 2023, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.