ETV Bharat / state

Mamata on Odisha Train Mishap: রেলকে বেচে দেওয়ার ছক কষছে কেন্দ্র, বালাসোর বিপর্যয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত মমতা - আর রেলের কোনও কাজ হয়নি

কেন্দ্র কথা বলে বেশি, কাজ করে কম, এই ভাষাতেই রবিবার কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে, তিনি রেলমন্ত্রী থাকাকালীন যে কাজ করেছেন, তারপর আর রেলের কোনও কাজ হয়নি বলেও দাবি করেছেন মমতা ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 4, 2023, 5:44 PM IST

Updated : Jun 4, 2023, 6:29 PM IST

কলকাতা, 4 জুন: রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে ফের একবার কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে যুগপৎ আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ রেলের সম্পূর্ণ গাফিলতির কারণেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছে বলে শনিবারের পর রবিবারও অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেইসঙ্গে রাজনীতি করার সময় নয় বলেও এদিন রাজনীতির প্রসঙ্গ টানলেন এ রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ এক্ষেত্রে তাঁর সাফাই, "এখন রাজনীতি করার সময় নয়, কিন্তু বিজেপি এবং কেন্দ্র আমাকে বাধ্য করেছে বলতে ৷" এরপরই কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রেলের সম্পূর্ণ গাফিলতির জন্যই এই দুর্ঘটনা বলে সাফ জানান বাংলার মুখ্যমন্ত্রী ৷

শুক্রবার সন্ধেয় বালাসোরে বাহানাগা স্টেশনের অনতিদূরে দুর্ঘটনার কবলে পড়ে তিনটি ট্রেন ৷ করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ত্রিমুখী সংঘর্ষে প্রায় 275 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে খবর ৷ পাশাপাশি প্রায় সহস্রাধিক যাত্রী এই ঘটনায় আহত হয়েছেন বলেও জানা গিয়েছে ৷ ওড়িশার এইমস-সহ একাধিক হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ৷ যদিও মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন মবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন মুখ্য়মন্ত্রী জানান, রাজ্যের 61 জন বাসিন্দার মৃত্যু হয়েছে ৷ এখনও 182 জনকে সনাক্ত করা যায়নি বলেও জানান তিনি ৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্র কথা বলে বেশি, কাজ করে কম ৷ কাজটা রাজ্য সরকারই করেছে ৷ ওড়িশা সরকারের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে কাজ করেছি আমরা ৷ দুর্ঘটনার পরই বালাসোরে প্রতিনিধিদল পাঠিয়েছি ৷" প্রতিনিধি দলের সঙ্গেই অ্যাম্বুলেন্স, ওষুধ এবং চিকিৎসদের দলও রাজ্য সরকার পাঠিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ সেই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, যে মৃতের সংখ্যা দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে তা আদৌ সঠিক কি না ! মমতা বলেন, "আমাদের কাছে মৃতের তালিকা বাড়ছে, ওদের কাছে কমছে !"

এরপরই কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি সরাসরি রেলের বিরুদ্ধে আঙুল তুলে বলেন, "অ্যান্টি কলিসন ডিভাইসের সফল ব্যবহারের পর থেকে দুর্ঘটনা অনেক কমে গিয়েছে ৷ কেন করমণ্ডলের মতো গুরুত্বপূর্ণ ট্রেনে অ্যান্টি কলিসন সিস্টেম ছিল না ? বর্তমান সরকার তো রেলের জন্য কিছু করেনি, উপরন্তু জলাঞ্জলি দিয়েছে ৷ সিগনালিং ব্যবস্থা খারাপ হয়ে গিয়েছে, কোনও রক্ষণা-বেক্ষণ নেই ৷ রেল বাজেট উঠিয়ে দেওয়া হয়েছে ৷ আমার সময় রেলকে যেভাবে আধুনিকিকরণ করে দিয়েছিলাম তাতে দুর্ঘটনা অনেক কমে গিয়েছে ৷"

আরও পড়ুন: পুরী, ভুবনেশ্বর ও কটক থেকে কলকাতায় বিনামূল্যে বাস পরিষেবা, বিপর্যয়ের মাঝে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এরই পাশাপাশি এদিন কেন্দ্রের বিরুদ্ধে রেল বিক্রির মতো মারাত্মক অভিযোগও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "রেল এখন বেচার জন্য রেখে দিয়েছে ৷ বিক্রির ছক কষছে কেন্দ্রীয় সরকার ৷ সম্পূর্ণ রেলের গাফিলতির জন্য এই দুর্ঘটনা ঘটেছে ৷ রেলের মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্ট ৷ রেলযাত্রীদের সুরক্ষায় কেন্দ্র কিছুই করেনি তাও স্পষ্ট হয়ে গিয়েছে ৷" তবে এই দুর্ঘটনার জন্য যেভাবে বিরোধীরা সমস্বরে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় সেই পথে এদিন গেলেন না ৷ বরং তিনি সাফ বলেন, "ডাল মে কুছ কালা হ্যায় ! কাউকে ইস্তফা দিতে বলছি না, কিন্তু সত্যি কথা বলুন ৷"

কলকাতা, 4 জুন: রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে ফের একবার কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে যুগপৎ আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ রেলের সম্পূর্ণ গাফিলতির কারণেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছে বলে শনিবারের পর রবিবারও অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেইসঙ্গে রাজনীতি করার সময় নয় বলেও এদিন রাজনীতির প্রসঙ্গ টানলেন এ রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ এক্ষেত্রে তাঁর সাফাই, "এখন রাজনীতি করার সময় নয়, কিন্তু বিজেপি এবং কেন্দ্র আমাকে বাধ্য করেছে বলতে ৷" এরপরই কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রেলের সম্পূর্ণ গাফিলতির জন্যই এই দুর্ঘটনা বলে সাফ জানান বাংলার মুখ্যমন্ত্রী ৷

শুক্রবার সন্ধেয় বালাসোরে বাহানাগা স্টেশনের অনতিদূরে দুর্ঘটনার কবলে পড়ে তিনটি ট্রেন ৷ করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ত্রিমুখী সংঘর্ষে প্রায় 275 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে খবর ৷ পাশাপাশি প্রায় সহস্রাধিক যাত্রী এই ঘটনায় আহত হয়েছেন বলেও জানা গিয়েছে ৷ ওড়িশার এইমস-সহ একাধিক হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ৷ যদিও মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন মবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন মুখ্য়মন্ত্রী জানান, রাজ্যের 61 জন বাসিন্দার মৃত্যু হয়েছে ৷ এখনও 182 জনকে সনাক্ত করা যায়নি বলেও জানান তিনি ৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্র কথা বলে বেশি, কাজ করে কম ৷ কাজটা রাজ্য সরকারই করেছে ৷ ওড়িশা সরকারের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে কাজ করেছি আমরা ৷ দুর্ঘটনার পরই বালাসোরে প্রতিনিধিদল পাঠিয়েছি ৷" প্রতিনিধি দলের সঙ্গেই অ্যাম্বুলেন্স, ওষুধ এবং চিকিৎসদের দলও রাজ্য সরকার পাঠিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ সেই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, যে মৃতের সংখ্যা দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে তা আদৌ সঠিক কি না ! মমতা বলেন, "আমাদের কাছে মৃতের তালিকা বাড়ছে, ওদের কাছে কমছে !"

এরপরই কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি সরাসরি রেলের বিরুদ্ধে আঙুল তুলে বলেন, "অ্যান্টি কলিসন ডিভাইসের সফল ব্যবহারের পর থেকে দুর্ঘটনা অনেক কমে গিয়েছে ৷ কেন করমণ্ডলের মতো গুরুত্বপূর্ণ ট্রেনে অ্যান্টি কলিসন সিস্টেম ছিল না ? বর্তমান সরকার তো রেলের জন্য কিছু করেনি, উপরন্তু জলাঞ্জলি দিয়েছে ৷ সিগনালিং ব্যবস্থা খারাপ হয়ে গিয়েছে, কোনও রক্ষণা-বেক্ষণ নেই ৷ রেল বাজেট উঠিয়ে দেওয়া হয়েছে ৷ আমার সময় রেলকে যেভাবে আধুনিকিকরণ করে দিয়েছিলাম তাতে দুর্ঘটনা অনেক কমে গিয়েছে ৷"

আরও পড়ুন: পুরী, ভুবনেশ্বর ও কটক থেকে কলকাতায় বিনামূল্যে বাস পরিষেবা, বিপর্যয়ের মাঝে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এরই পাশাপাশি এদিন কেন্দ্রের বিরুদ্ধে রেল বিক্রির মতো মারাত্মক অভিযোগও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "রেল এখন বেচার জন্য রেখে দিয়েছে ৷ বিক্রির ছক কষছে কেন্দ্রীয় সরকার ৷ সম্পূর্ণ রেলের গাফিলতির জন্য এই দুর্ঘটনা ঘটেছে ৷ রেলের মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্ট ৷ রেলযাত্রীদের সুরক্ষায় কেন্দ্র কিছুই করেনি তাও স্পষ্ট হয়ে গিয়েছে ৷" তবে এই দুর্ঘটনার জন্য যেভাবে বিরোধীরা সমস্বরে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় সেই পথে এদিন গেলেন না ৷ বরং তিনি সাফ বলেন, "ডাল মে কুছ কালা হ্যায় ! কাউকে ইস্তফা দিতে বলছি না, কিন্তু সত্যি কথা বলুন ৷"

Last Updated : Jun 4, 2023, 6:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.