কলকাতা, 17 মে: জঙ্গলমহলে ক্রমেই উত্তাপ বাড়ছে কুড়মি আন্দোলনের । ইতিমধ্যেই নবান্নে মুখ্যসচিবের সঙ্গে কুড়মি নেতাদের বৈঠক ফলপ্রসূ হয়নি । এই অবস্থায় বুধবার কুড়মি নেতাদের একাংশের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
প্রসঙ্গত, এ দিন বিকেল চারটে নাগাদ নবান্নে এসে পৌঁছান পূর্বাঞ্চলীয় আদিবাসী কুড়মি সমাজের তিন প্রতিনিধি শুভেন্দু মাহাতো, বিজয় মাহাতো ও সুনীল মাহাতো । একে একে আসেন জঙ্গলমহলের 10 বিধায়কও । মুখ্যমন্ত্রী নিজে তাঁদের সঙ্গে প্রায় 45 মিনিট ধরে বৈঠক করেন ।
এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । ছিলেন রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম ও মলয় ঘটক । এই বৈঠকে কুড়মি সমাজের তরফ থেকে তিন দফা দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পেশ করা হয় । তাদের এই দাবির মধ্যে ছিল, তফসিলি মর্যাদা প্রদানের জন্য কেন্দ্রকে চিঠি পাঠাতে হবে রাজ্যকে । একই সঙ্গে এই প্রতিনিধি দলের তরফ থেকে রাজ্যের নতুন করে কুড়মি উন্নয়ন পর্ষদ গঠনের দাবি জানানো হয়েছে । তাদের দাবি, পুরুলিয়ায় একটি কলেজের নামকরণ কুড়মি সমাজের দুই নেতাদের নামে করতে হবে ।
এ দিনের এই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়মি সমাজের প্রতিনিধিদের দাবি দাওয়া বিবেচনার আশ্বাস দিয়েছেন । প্রতিনিধি দলের তরফ থেকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী এদিন আশ্বাস দিয়েছেন, রাজ্য সরকারের তরফ থেকে তাদের কথা বিবেচনা করে সিআরআই রিপোর্ট একাধিকবার কেন্দ্রকে পাঠানো হয়েছে । পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা ও ঝাড়খণ্ড সরকারও রিপোর্ট পাঠিয়েছিল । কেন্দ্রীয় সরকার সমস্ত রিপোর্ট খারিজ করে দিয়েছে । ইতিমধ্যেই কেন্দ্রকে রাজ্য সরকারের তরফ থেকে তিন থেকে চারবার সিআরআই রিপোর্ট পাঠানো হয়েছে । তারপরও কেন্দ্রের তরফে কোনও উত্তর আসেনি । এই অবস্থায় রাজ্য সরকার কিন্তু কুড়মি সমাজের পাশেই আছে ।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, একই সঙ্গে এ দিন কুড়মি সমাজের পক্ষ থেকে রাস্তাঘাট, পানীয় জল-সহ নাগরিক পরিষেবা নিয়ে বেশ কিছু দাবি-দাওয়া মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হয় । মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ বিষয়টি বিবেচনা করার জন্য জেলা প্রশাসন ও ওই জেলার বিধায়ক মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন ।
প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত ভোট । এই অবস্থায় কুড়মি সম্প্রদায়ের সঙ্গে এই বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । এখন দেখার বুধবারের এই বৈঠকের পর কুড়মিদের এই আন্দোলন আদৌও প্রশমিত হয় কি না !
আরও পড়ুন: ‘কাপড় খুলে নেব’ মন্তব্যের জেরে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও কুড়মিদের, ভাঙা হল গেট