ETV Bharat / state

Mamata on Nandigram: 'নন্দীগ্রামে 2 ঘণ্টা লাইট অফ করে দিয়ে হঠাৎ রেজাল্ট বদলে গেল...', বিধানসভায় খোঁচা মমতার - নন্দীগ্রামের ফলাফল

Mamata Banerjee Speaks on Nandigram at Assembly: নন্দীগ্রামে কী করে দু ঘণ্টা আলো বন্ধ হয়ে যাওয়ার পরই ফলাফল বদলে গেল ? পঞ্চায়েতের কারচুপি নিয়ে বিধানসভায় বলতে গিয়ে এই প্রশ্নই ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata on Nandigram
Mamata on Nandigram
author img

By

Published : Jul 27, 2023, 3:58 PM IST

Updated : Jul 27, 2023, 8:07 PM IST

কলকাতা, 27 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে কারচুপির অভিযোগের জবাব দিতে গিয়ে বিধানসভা ভোটকে টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ বিধানসভায় এ বিষয়ে বলতে গিয়ে তিনি তুলে ধরলেন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফলের প্রসঙ্গ ৷ তাঁর অভিযোগ, বিধানসভা ভোটের গণনার সময় নন্দীগ্রামে আলো বন্ধ করা হয়েছিল ৷ নন্দীগ্রামের ফলাফল নিয়ে তাঁর প্রশ্ন, "কী করে দু ঘণ্টা লাইট অফ হওয়ার পরই ফল বদলে গেল ?" মমতা বলেন, বিষয়টি বিচারাধীন ।

সরকারকে আক্রমণ শুভেন্দুর: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা নিয়ে বিধানসভায় আলোচনার দাবি জানিয়েছিল বিরোধীরা ৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই আলোচনার অনুমতি দেওয়ার পর পঞ্চায়েত নির্বাচনে হিংসার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে বিধানসভায় আলোচনা শুরু হয় বৃহস্পতিবার ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে উঠে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন ৷ পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনায় শাসকদলকে দায়ী করে তিনি বলেন, "এ বার ভোটে যা করেছেন, আগামী বছর সুদে আসলে তার হিসেব দিতে হবে ৷"

দায় ঠেললেন কমিশনের দিকে: পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা নিয়ে শুভেন্দুর আক্রমণের পরই বলতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চায়েত নির্বাচনে হিংসার দায় রাজ্য নির্বাচন কমিশনের ঘাড়ে ঠেলে দিয়ে মমতা বলেন, "যাঁরা বললেন তাঁরা শুধু তৃণমূলকে গালাগাল দিলেন ৷ কেন্দ্র যেমন ভোট করায় না, রাজ্য সরকারও তেমন নির্বাচন কন্ডাক্ট করে না ৷"

এরপরেই পঞ্চায়েতের হিংসার কথা বলতে গিয়ে বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "বিধানসভায় নন্দীগ্রামের ঘটনা ভুলে গেলেন ? কী করে দু'ঘণ্টা লাইট অফ করে দিয়ে হঠাৎ রেজাল্ট বদলে গেল ?"

আরও পড়ুন: বিজেপির মুলতুবি প্রস্তাব প্রথম গৃহীত বিধানসভায়, আইনশৃঙ্খলা-ভোট হিংসা নিয়ে আজই আলোচনা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে মমতা এই প্রশ্ন করার পরই বিরোধীরা বিধানসভায় বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তখন মুখ্যমন্ত্রী বলেন, "আমারও কথা বলার অধিকার আছে ৷ এটা নিয়ে তো মামলা হয়েছিল ৷ সেই মামলা এখনও চলছে ৷"

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষে গিয়ে দেখা যায়, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর থেকে 1,956 ভোটে পরাজিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরে ভবানীপুর কেন্দ্র থেকে তিনি জিতে এলেও তাঁকে 'কেয়ারটেকার মুখ্যমন্ত্রী' বলে বারবার খোঁচা দেয় বিজেপি শিবির ৷ নন্দীগ্রামের গণনার কারচুপির অভিযোগ এনে মমতা আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ গণনাকেন্দ্রে দু'ঘণ্টা লোডশেডিং করে রেখে ফলাফলে কারচুপি করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের ৷ সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে ৷

কলকাতা, 27 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে কারচুপির অভিযোগের জবাব দিতে গিয়ে বিধানসভা ভোটকে টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ বিধানসভায় এ বিষয়ে বলতে গিয়ে তিনি তুলে ধরলেন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফলের প্রসঙ্গ ৷ তাঁর অভিযোগ, বিধানসভা ভোটের গণনার সময় নন্দীগ্রামে আলো বন্ধ করা হয়েছিল ৷ নন্দীগ্রামের ফলাফল নিয়ে তাঁর প্রশ্ন, "কী করে দু ঘণ্টা লাইট অফ হওয়ার পরই ফল বদলে গেল ?" মমতা বলেন, বিষয়টি বিচারাধীন ।

সরকারকে আক্রমণ শুভেন্দুর: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা নিয়ে বিধানসভায় আলোচনার দাবি জানিয়েছিল বিরোধীরা ৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই আলোচনার অনুমতি দেওয়ার পর পঞ্চায়েত নির্বাচনে হিংসার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে বিধানসভায় আলোচনা শুরু হয় বৃহস্পতিবার ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে উঠে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন ৷ পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনায় শাসকদলকে দায়ী করে তিনি বলেন, "এ বার ভোটে যা করেছেন, আগামী বছর সুদে আসলে তার হিসেব দিতে হবে ৷"

দায় ঠেললেন কমিশনের দিকে: পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা নিয়ে শুভেন্দুর আক্রমণের পরই বলতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চায়েত নির্বাচনে হিংসার দায় রাজ্য নির্বাচন কমিশনের ঘাড়ে ঠেলে দিয়ে মমতা বলেন, "যাঁরা বললেন তাঁরা শুধু তৃণমূলকে গালাগাল দিলেন ৷ কেন্দ্র যেমন ভোট করায় না, রাজ্য সরকারও তেমন নির্বাচন কন্ডাক্ট করে না ৷"

এরপরেই পঞ্চায়েতের হিংসার কথা বলতে গিয়ে বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "বিধানসভায় নন্দীগ্রামের ঘটনা ভুলে গেলেন ? কী করে দু'ঘণ্টা লাইট অফ করে দিয়ে হঠাৎ রেজাল্ট বদলে গেল ?"

আরও পড়ুন: বিজেপির মুলতুবি প্রস্তাব প্রথম গৃহীত বিধানসভায়, আইনশৃঙ্খলা-ভোট হিংসা নিয়ে আজই আলোচনা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে মমতা এই প্রশ্ন করার পরই বিরোধীরা বিধানসভায় বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তখন মুখ্যমন্ত্রী বলেন, "আমারও কথা বলার অধিকার আছে ৷ এটা নিয়ে তো মামলা হয়েছিল ৷ সেই মামলা এখনও চলছে ৷"

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষে গিয়ে দেখা যায়, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর থেকে 1,956 ভোটে পরাজিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরে ভবানীপুর কেন্দ্র থেকে তিনি জিতে এলেও তাঁকে 'কেয়ারটেকার মুখ্যমন্ত্রী' বলে বারবার খোঁচা দেয় বিজেপি শিবির ৷ নন্দীগ্রামের গণনার কারচুপির অভিযোগ এনে মমতা আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ গণনাকেন্দ্রে দু'ঘণ্টা লোডশেডিং করে রেখে ফলাফলে কারচুপি করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের ৷ সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে ৷

Last Updated : Jul 27, 2023, 8:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.