ETV Bharat / state

কালো টাকা ফিরবে কবে? ব্যালটে ভোট চেয়ে 21-এর মঞ্চ থেকে সুর চড়ালেন মমতা - Cut Money

কাটমানি নিয়ে বিরোধী শিবিরের সমালোচনায় হাতিয়ার করলেন ব্ল্যাক মানিকে ৷ আর EVM-এর বদলে ব্যালট ফিরিয়ে আনার দাবি আজ ২১-এর মঞ্চ থেকে আরও জোরালো করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jul 21, 2019, 5:20 PM IST

Updated : Jul 21, 2019, 9:45 PM IST

কলকাতা, 21 জুলাই : নজর 2021-এ ৷ লক্ষ্য দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ করা ৷ উদ্দেশ্য, গেরুয়া ঝড় মোকাবিলা করে বাংলায় 'সবুজ বিপ্লব' ৷ 21-এর এই লক্ষ্যে একুশের মঞ্চ থেকে লড়াইয়ের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কাটমানি নিয়ে বিরোধী শিবিরের সমালোচনায় হাতিয়ার করলেন ব্ল্যাক মানিকে ৷ আর EVM-এর বদলে ব্যালট ফিরিয়ে আনার দাবি আরও জোরালো করলেন ৷

2006-এ একুশের মঞ্চ থেকে বামেদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিলেন৷ 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলায় মসনদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলায় পথচলা শুরু হয়েছিল ঘাস ফুলের । কিন্তু, বর্তমানে পরিস্থিতি অনেকটাই পালটে গেছে ৷ বামেরা বাংলা থেকে কার্যত মুছে যেতে বসেছে আর শক্তি বাড়িয়ে বাংলায় চাষ শুরু হয়েছে পদ্মের ৷ বামেরা নয় মমতা সামনে এখন নতুন চ্যালেঞ্জ গেরুয়া ঝড় মোকাবিলা করা ৷ আজকের মঞ্চ থেকে তারই প্রস্তুতি শুরু করলেন তৃণমূল নেত্রী ৷ আগেই জানিয়ে দিয়েছিলেন এবারের একুশের থিম EVM বনাম ব্যালট ৷ EVM-এ কারচুপি নিয়ে নির্বাচনের আগেই অভিযোগ তুলেছিল বিরোধীরা ৷ যার মধ্যমণি ছিলেন অবশ্যই তৃণমূল নেত্রী ৷ ব্রিগেডে বিরোধীদের নিয়ে সমাবেশও করেছিলেন ৷ লোকসভা ভোটকে সামনে রেখে নতুন লড়াইয়ের ডাক দিয়েছিলেন ৷ আঞ্চলিক দলগুলিকে নিয়ে সরকার গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন ৷ কিন্তু বাস্তব আর স্বপ্নের মধ্যে যে তফাত অনেকটাই লোকসভা ভোটের ফলাফলে তা প্রমাণ হয়ে গেছে ৷ বিপুল সমর্থন নিয়ে এবং আগেরবারের থেকে বেশি ভোট কেন্দ্রে ক্ষমতা ধরে রেখেছে BJP ৷ দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি ৷ বাংলাতেও এক ধাক্কায় অনেকটাই শক্তি বাড়িয়েছে পদ্ম । উল্লেখযোগ্যভাবে আসন কমেছে তৃণমূলের ৷ সন্দেহ নেই BJP-র এই উত্থান আশঙ্কা বাড়িয়েছে তৃণমূল নেত্রীর ৷ বামেদের বিরুদ্ধেই এতদিন সুর চড়াতে দেখা গেছিল মমতাকে ৷ আজ যতটা বামেদের প্রসঙ্গে মুখ খুললেন তার থেকে অনেক বেশি বাক্য ব্যায় করলেন BJP-র বিরুদ্ধে ৷ সন্দেহ নেই, এই মুহূর্তে কংগ্রেস বা বামেরা নয়, মমতার প্রধান লক্ষ্য BJP-ই ৷ আর তাদের বিরুদ্ধে এবার 21-এর মঞ্চকে হাতিয়ার করে লড়াই শুরু করলেন মমতা ৷

mamata
জনসমুদ্র ধর্মতলা

এদিকে নির্বাচন মিটতেই দলীয় কর্মীদের একের পর এক BJP-তে চলে যাওয়ার ঘটনা আশঙ্কার মেঘকে আরও ঘন করেছে ৷ মূল শহরাঞ্চলে না হলেও গ্রামীণ ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছে গেরুয়া শিবির ৷ গত লোকসভা ভোটে যে আসনগুলি ধরে রেখেছে তৃণমূল, বিধানসভার নিরিখে তার অনেকগুলিতেই ভোট ব্যবধান কমেছে তাদের ৷ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমাগত মাথাব্যথার কারণ হয়ে উঠছে নেত্রীর কাছে ৷ মমতা স্পষ্টতই বুঝেছেন BJP-র বিরুদ্ধে লড়াইয়ে গতি আনতে সবার আগে দরকার দলের বুনটকে মজবুত করা ৷ পাশাপাশি BJP বিরোধী সুরকে সপ্তমে তুলে একুশের লড়াইকে গতি দেওয়া ৷

BJP-র বিরুদ্ধে সেই লড়াইয়ে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন নেত্রী ৷ কীভাবে EVM-এর মাধ্যমে কারচুপি হচ্ছে তা তুলে ধরার চেষ্টা করলেন ৷ বোঝানোর চেষ্টা করলেন অনেক উন্নত দেশে এখন ব্যালটে ভোট হয় যেখানে কারচুপির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব ৷ মমতার দাবি, ব্যালট না থাকায় অনেক কারচুপি ধরা সম্ভব হচ্ছে না ৷ পাশাপাশি কালো টাকা ফেরত প্রসঙ্গেও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে পিছপা হলেন না তিনি ৷ প্রথমবার ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবেন ৷ বাস্তবে কিন্তু তা হয়নি ৷ গত লোকসভা ভোটে মোদির বিরুদ্ধে এই বিষয়টাকেই হাতিয়ার করেছেন মমতা ৷ কাটমানি নিয়ে যখন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে সরব হচ্ছিল BJP, এবার তার মোকাবিলায় ব্ল্যাক মানি (কালো টাকা)-কেই হাতিয়ার করলেন তিনি ৷ কেন কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে কালো টাকা ফেরত আনতে পারল না, একুশের মঞ্চে সেই প্রশ্নই তুললেন তৃণমূল নেত্রী ৷ পাশাপাশি লোকসভা-সহ বিভিন্ন ভোটে টাকা লেনদেনের মাধ্যমে গেরুয়া শিবির ভোট কিনেছে বলেও অভিযোগ তুললেন ৷

দেখুন ভিডিয়ো

মমতার সামনে চ্যালেঞ্জ ছিল দলীয় কর্মীদের সংঘবদ্ধ করার ৷ যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছিল বারবার, তার বিরুদ্ধে কড়া বার্তা দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল ৷ গোষ্ঠীদ্বন্দ্বকে কাজে লাগিয়ে বহু তৃণমূল কর্মী BJP-তে চলে যাচ্ছেন বলেও খবর ছিল তাঁর কাছে ৷ একুশের মঞ্চ থেকে দলীয় কর্মীদের এবিষয়ে সতর্ক করলেন তিনি ৷ BJP টাকার লোভ দেখিয়ে, ভুল বুঝিয়ে বহু কর্মীকে তাদের দিকে টানার চেষ্টা করছে এমন অভিযোগও তুললেন মঞ্চ থেকে ৷ দলীয় কর্মীদের সতর্ক করলেন, কোনওভাবেই তারা যেন প্ররোচনায় পা না দেয় ৷ মমতার দাবি, অনেক লড়াই করে তিনি তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন ৷ কোনও ভয়ের কাছে তিনি যেমন মাথানত করেননি তেমনই তাঁর দলের কর্মীরাও যেন মাথানত না করেন ।

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল বহু দলীয় কর্মী না কি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন ৷ গত লোকসভা ভোটে আসন কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবেও কেউ কেউ এই দিকটার দিকেও আঙুল তুলছিলেন ৷ আজকের সভা থেকে কর্মীদের এই মনোভাবের কড়া সমালোচনাও শোনা গেল মমতার মুখ থেকে ৷ তাঁর স্পষ্ট বার্তা, "মানুষের কাছে যান ৷ ঘরে বলে রাজনীতি হয় না ৷ জনসংযোগ বাড়ান ৷ তাঁদের অভাব, অভিযোগ শুনুন ৷ মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরুন ৷ তরুণ প্রজন্মকে দলে নিয়ে আসার চেষ্টা করুন ৷" সম্প্রতি টলিউডের অনেক শিল্পী BJP-তে যোগ দিয়েছেন ৷ আজকের সভা থেকে সেই কারণেই বোধহয় মমতা বললেন, "শিক্ষিত মানুষদের দলে আরও বেশি করে দলে আনার চেষ্টা করুন ৷ সমাজের বিশিষ্টদের বোঝান ৷ তাঁদের তৃণমূলের প্রতি আকৃষ্ট করুন ৷"

এই সংক্রান্ত আরও খবর : কানপুর, চেন্নাইয়ের ছেলেরা বলছে বাংলায় কাজ করব : মমতা

এই সংক্রান্ত আরও খবর : মমতার প্রতি ভালোবাসার টান, পানিহাটি থেকে হেঁটে ধর্মতলায় অশীতিপর

26 বছর আগে এই আজকের দিনেই সঠিক পরিচয়পত্র নিয়ে ভোটদানের দাবিতে পথে নেমেছিলেন তিনি ৷ তাঁর সঙ্গে সেদিন পথে পা মিলিয়েছিল কয়েক হাজার জনতা ৷ তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে অপশাসনের অভিযোগে মহাকরণ অবরোধের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রক্তাক্ত হয়েছিল কলকাতা ৷ প্রাণ হারিয়েছিলেন 13 জন ৷ সেদিনের পর থেকেই আজকের দিনটা বিশেষভাবে পালন করে আসছেন মমতা ৷ সেদিনও ভোটের একটি প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নেমেছিলেন ৷ আর সেই একুশের মঞ্চ থেকেই ভোটের আরেকটি পদ্ধতির বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন তৃণমূল নেত্রী ৷ ব্যালট ফিরিয়ে আনার দাবিতে দেশজুড়ে পথে নামার ডাক দিলেন ৷ তৃণমূল কর্মীদের নির্দেশ দিলেন, ব্যালটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরার ৷ জনসংযোগ বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করার বার্তা দেওয়ার চেষ্টা করলেন ৷

রবিবার ছুটির দিন ৷ তাই প্রথম থেকে একটা চ্যালেঞ্জ ছিলই ৷ জনসমাগমের চ্যালেঞ্জ ৷ রাজনৈতিক মহলের মতে, সেই চ্যালেঞ্জ পুরোপুরি পাশ করেছেন তিনি ৷ এখন দেখার আগামী দু'বছরের মধ্যে কীভাবে কর্মীদের সংগঠিত করে গেরুয়া ঝড় রুখতে পারেন ৷ 21-এর আগে এটাই মমতার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷

কলকাতা, 21 জুলাই : নজর 2021-এ ৷ লক্ষ্য দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ করা ৷ উদ্দেশ্য, গেরুয়া ঝড় মোকাবিলা করে বাংলায় 'সবুজ বিপ্লব' ৷ 21-এর এই লক্ষ্যে একুশের মঞ্চ থেকে লড়াইয়ের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কাটমানি নিয়ে বিরোধী শিবিরের সমালোচনায় হাতিয়ার করলেন ব্ল্যাক মানিকে ৷ আর EVM-এর বদলে ব্যালট ফিরিয়ে আনার দাবি আরও জোরালো করলেন ৷

2006-এ একুশের মঞ্চ থেকে বামেদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিলেন৷ 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলায় মসনদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলায় পথচলা শুরু হয়েছিল ঘাস ফুলের । কিন্তু, বর্তমানে পরিস্থিতি অনেকটাই পালটে গেছে ৷ বামেরা বাংলা থেকে কার্যত মুছে যেতে বসেছে আর শক্তি বাড়িয়ে বাংলায় চাষ শুরু হয়েছে পদ্মের ৷ বামেরা নয় মমতা সামনে এখন নতুন চ্যালেঞ্জ গেরুয়া ঝড় মোকাবিলা করা ৷ আজকের মঞ্চ থেকে তারই প্রস্তুতি শুরু করলেন তৃণমূল নেত্রী ৷ আগেই জানিয়ে দিয়েছিলেন এবারের একুশের থিম EVM বনাম ব্যালট ৷ EVM-এ কারচুপি নিয়ে নির্বাচনের আগেই অভিযোগ তুলেছিল বিরোধীরা ৷ যার মধ্যমণি ছিলেন অবশ্যই তৃণমূল নেত্রী ৷ ব্রিগেডে বিরোধীদের নিয়ে সমাবেশও করেছিলেন ৷ লোকসভা ভোটকে সামনে রেখে নতুন লড়াইয়ের ডাক দিয়েছিলেন ৷ আঞ্চলিক দলগুলিকে নিয়ে সরকার গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন ৷ কিন্তু বাস্তব আর স্বপ্নের মধ্যে যে তফাত অনেকটাই লোকসভা ভোটের ফলাফলে তা প্রমাণ হয়ে গেছে ৷ বিপুল সমর্থন নিয়ে এবং আগেরবারের থেকে বেশি ভোট কেন্দ্রে ক্ষমতা ধরে রেখেছে BJP ৷ দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি ৷ বাংলাতেও এক ধাক্কায় অনেকটাই শক্তি বাড়িয়েছে পদ্ম । উল্লেখযোগ্যভাবে আসন কমেছে তৃণমূলের ৷ সন্দেহ নেই BJP-র এই উত্থান আশঙ্কা বাড়িয়েছে তৃণমূল নেত্রীর ৷ বামেদের বিরুদ্ধেই এতদিন সুর চড়াতে দেখা গেছিল মমতাকে ৷ আজ যতটা বামেদের প্রসঙ্গে মুখ খুললেন তার থেকে অনেক বেশি বাক্য ব্যায় করলেন BJP-র বিরুদ্ধে ৷ সন্দেহ নেই, এই মুহূর্তে কংগ্রেস বা বামেরা নয়, মমতার প্রধান লক্ষ্য BJP-ই ৷ আর তাদের বিরুদ্ধে এবার 21-এর মঞ্চকে হাতিয়ার করে লড়াই শুরু করলেন মমতা ৷

mamata
জনসমুদ্র ধর্মতলা

এদিকে নির্বাচন মিটতেই দলীয় কর্মীদের একের পর এক BJP-তে চলে যাওয়ার ঘটনা আশঙ্কার মেঘকে আরও ঘন করেছে ৷ মূল শহরাঞ্চলে না হলেও গ্রামীণ ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছে গেরুয়া শিবির ৷ গত লোকসভা ভোটে যে আসনগুলি ধরে রেখেছে তৃণমূল, বিধানসভার নিরিখে তার অনেকগুলিতেই ভোট ব্যবধান কমেছে তাদের ৷ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমাগত মাথাব্যথার কারণ হয়ে উঠছে নেত্রীর কাছে ৷ মমতা স্পষ্টতই বুঝেছেন BJP-র বিরুদ্ধে লড়াইয়ে গতি আনতে সবার আগে দরকার দলের বুনটকে মজবুত করা ৷ পাশাপাশি BJP বিরোধী সুরকে সপ্তমে তুলে একুশের লড়াইকে গতি দেওয়া ৷

BJP-র বিরুদ্ধে সেই লড়াইয়ে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন নেত্রী ৷ কীভাবে EVM-এর মাধ্যমে কারচুপি হচ্ছে তা তুলে ধরার চেষ্টা করলেন ৷ বোঝানোর চেষ্টা করলেন অনেক উন্নত দেশে এখন ব্যালটে ভোট হয় যেখানে কারচুপির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব ৷ মমতার দাবি, ব্যালট না থাকায় অনেক কারচুপি ধরা সম্ভব হচ্ছে না ৷ পাশাপাশি কালো টাকা ফেরত প্রসঙ্গেও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে পিছপা হলেন না তিনি ৷ প্রথমবার ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবেন ৷ বাস্তবে কিন্তু তা হয়নি ৷ গত লোকসভা ভোটে মোদির বিরুদ্ধে এই বিষয়টাকেই হাতিয়ার করেছেন মমতা ৷ কাটমানি নিয়ে যখন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে সরব হচ্ছিল BJP, এবার তার মোকাবিলায় ব্ল্যাক মানি (কালো টাকা)-কেই হাতিয়ার করলেন তিনি ৷ কেন কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে কালো টাকা ফেরত আনতে পারল না, একুশের মঞ্চে সেই প্রশ্নই তুললেন তৃণমূল নেত্রী ৷ পাশাপাশি লোকসভা-সহ বিভিন্ন ভোটে টাকা লেনদেনের মাধ্যমে গেরুয়া শিবির ভোট কিনেছে বলেও অভিযোগ তুললেন ৷

দেখুন ভিডিয়ো

মমতার সামনে চ্যালেঞ্জ ছিল দলীয় কর্মীদের সংঘবদ্ধ করার ৷ যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছিল বারবার, তার বিরুদ্ধে কড়া বার্তা দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল ৷ গোষ্ঠীদ্বন্দ্বকে কাজে লাগিয়ে বহু তৃণমূল কর্মী BJP-তে চলে যাচ্ছেন বলেও খবর ছিল তাঁর কাছে ৷ একুশের মঞ্চ থেকে দলীয় কর্মীদের এবিষয়ে সতর্ক করলেন তিনি ৷ BJP টাকার লোভ দেখিয়ে, ভুল বুঝিয়ে বহু কর্মীকে তাদের দিকে টানার চেষ্টা করছে এমন অভিযোগও তুললেন মঞ্চ থেকে ৷ দলীয় কর্মীদের সতর্ক করলেন, কোনওভাবেই তারা যেন প্ররোচনায় পা না দেয় ৷ মমতার দাবি, অনেক লড়াই করে তিনি তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন ৷ কোনও ভয়ের কাছে তিনি যেমন মাথানত করেননি তেমনই তাঁর দলের কর্মীরাও যেন মাথানত না করেন ।

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল বহু দলীয় কর্মী না কি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন ৷ গত লোকসভা ভোটে আসন কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবেও কেউ কেউ এই দিকটার দিকেও আঙুল তুলছিলেন ৷ আজকের সভা থেকে কর্মীদের এই মনোভাবের কড়া সমালোচনাও শোনা গেল মমতার মুখ থেকে ৷ তাঁর স্পষ্ট বার্তা, "মানুষের কাছে যান ৷ ঘরে বলে রাজনীতি হয় না ৷ জনসংযোগ বাড়ান ৷ তাঁদের অভাব, অভিযোগ শুনুন ৷ মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরুন ৷ তরুণ প্রজন্মকে দলে নিয়ে আসার চেষ্টা করুন ৷" সম্প্রতি টলিউডের অনেক শিল্পী BJP-তে যোগ দিয়েছেন ৷ আজকের সভা থেকে সেই কারণেই বোধহয় মমতা বললেন, "শিক্ষিত মানুষদের দলে আরও বেশি করে দলে আনার চেষ্টা করুন ৷ সমাজের বিশিষ্টদের বোঝান ৷ তাঁদের তৃণমূলের প্রতি আকৃষ্ট করুন ৷"

এই সংক্রান্ত আরও খবর : কানপুর, চেন্নাইয়ের ছেলেরা বলছে বাংলায় কাজ করব : মমতা

এই সংক্রান্ত আরও খবর : মমতার প্রতি ভালোবাসার টান, পানিহাটি থেকে হেঁটে ধর্মতলায় অশীতিপর

26 বছর আগে এই আজকের দিনেই সঠিক পরিচয়পত্র নিয়ে ভোটদানের দাবিতে পথে নেমেছিলেন তিনি ৷ তাঁর সঙ্গে সেদিন পথে পা মিলিয়েছিল কয়েক হাজার জনতা ৷ তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে অপশাসনের অভিযোগে মহাকরণ অবরোধের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রক্তাক্ত হয়েছিল কলকাতা ৷ প্রাণ হারিয়েছিলেন 13 জন ৷ সেদিনের পর থেকেই আজকের দিনটা বিশেষভাবে পালন করে আসছেন মমতা ৷ সেদিনও ভোটের একটি প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নেমেছিলেন ৷ আর সেই একুশের মঞ্চ থেকেই ভোটের আরেকটি পদ্ধতির বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন তৃণমূল নেত্রী ৷ ব্যালট ফিরিয়ে আনার দাবিতে দেশজুড়ে পথে নামার ডাক দিলেন ৷ তৃণমূল কর্মীদের নির্দেশ দিলেন, ব্যালটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরার ৷ জনসংযোগ বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করার বার্তা দেওয়ার চেষ্টা করলেন ৷

রবিবার ছুটির দিন ৷ তাই প্রথম থেকে একটা চ্যালেঞ্জ ছিলই ৷ জনসমাগমের চ্যালেঞ্জ ৷ রাজনৈতিক মহলের মতে, সেই চ্যালেঞ্জ পুরোপুরি পাশ করেছেন তিনি ৷ এখন দেখার আগামী দু'বছরের মধ্যে কীভাবে কর্মীদের সংগঠিত করে গেরুয়া ঝড় রুখতে পারেন ৷ 21-এর আগে এটাই মমতার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷

Intro:
দ্বিতীয়বার সল্টলেকের সেন্ট্রাল পার্ক মাঠে ২১ জুলাই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসা কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবার মোট 44 টি টেন্টে তৃণমূল কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বড় হ্যাঙার রয়েছে মোট চারটি। থাকা খাওয়ার ব্যবস্থা এবং মেডিকেল ক্যাম্প করা হয়ে তৃণমূল কর্মীদের জন্য। বর্ষা কাল হলেও তীব্র গরম থাকায় প্রত্যেক টেন্টে পাখার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার প্রায় দুহাজার তৃনমূল কর্মী এসেছেন যাদের বেশিরভাগ এসেছেন উত্তরবঙ্গ থেকে।


প্রতিবারের মতো এবারও তৃণমূল কর্মীদের আয়োজনের দায়িত্বে রয়েছেন বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। শুক্রবার থেকে সল্টলেকের এই ক্যাম্পে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে তৃণমূল কর্মীরা আসা শুরু করেছেন। উত্তরবঙ্গ থেকে আসা দলীয় কর্মীদের হাওড়া, শিয়ালদহ, উল্টোডাঙা সহ অন্যান্য স্টেশন থেকে ক্যাম্পে নিয়ে আসার দায়িত্ব রয়েছে সুজিত বসুর কাঁধে। পাশাপাশি একুশে জুলাই ধর্মতলা সমাবেশে হাজির করানোর দায়িত্ব রয়েছে তার ওপরেই। ২১ জুলাই ভোর পাঁচটা থেকে কর্মীদের খাওয়া-দাওয়ার পর্ব শুরু হবে। তারপর তাদের বাসে করে সভাস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া হবে।

Body:স্থানীয় সূত্রে খবর সল্টলেকের এই অস্থায়ী ক্যাম্পে প্রায় 35 হাজার কর্মীদের রাখার ব্যবস্থা করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে আসা সমর্থকদের থাকা ও খাওয়ার জন্য সেন্ট্রাল পার্কে তৈরি করা হয়েছে মোট ৪৪ টি অস্থায়ী টেন্ট। রয়েছে মেডিকেল ক্যাম্প। যেহেতু বিদ্যুৎ সংযোগ রয়েছে সেকারণে অগ্নিসংযোগের ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। একাধিক দমকলের গাড়ি মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার জন্য বিধাননগর কমিশনারেটের পুলিশকে মোতায়েন করার পাশাপাশি বেসরকারি নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করা হয়েছে। খাওয়া দাওয়ার জন্য তিনটি টেন্ট বরাদ্দ করা হয়েছে। এবার কর্মীদের সুবিধার্থে প্রবেশদ্বারের সোজাসুজি অনুসন্ধান কেন্দ্র তৈরি করা হয়েছ। ভিআইপিদের আনাগোনা লেগেই থাকছে অস্থায়ী ক্যাম্পে। ভিআইপিদের বসার ব্যবস্থা করা হয়েছে প্রবেশদ্বারে ঠিক বাঁ দিকে। কেউ অসুস্থ হলে তাদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা হয়েছে। ২০০ টি অস্থায়ী শৌচালয় নির্মাণ করা হয়েছে। ইসলাম ধর্মাবলম্বীদের নামাজের আলাদা ব্যবস্থা করা হয়েছে। স্নানের জন্য মহিলা ও পুরুষদের আলাদা ভাবে ব্যবস্থা করা হয়েছে। মেলা প্রাঙ্গণে আগত সমর্থকদের জন্য মাঠ জুড়ে লাগানো হয়েছে দিকনির্দেশের হোর্ডিং।

Conclusion:ব্যবস্থাপনা সম্পর্কে সুজিত বসু বলেন, "প্রতিবারই যা ব্যবস্থা এবারও সেই ব্যবস্থা করা হয়েছে। এখানে থাকা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। মেডিকেল টিম এখানে আছে, এম্বুলেন্স আছে সব রকম ব্যবস্থা আছে। এখান থেকে সভাস্থলে তাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। কর্মীদের আসা শুরু হয়েছে।কালকের মধ্যে ক্যাম্প গুলি ভরে যাবে। আশা করি প্রতিবার যেমন লোক হয় তার চেয়ে এবার বেশি লোক হবে"।
Last Updated : Jul 21, 2019, 9:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.