কলকাতা, 3 জুন : কোরোনা সংক্রমণের ফলে দু'মাস ধরে চলছে লকডাউন ৷ এর জেরে কাজ হারিয়েছে বহু মানুষ ৷ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সকলকে ৷ বিশেষ করে সমস্যায় পড়েছে পরিযায়ী শ্রমিকরা ৷
পরিযায়ী শ্রমিকদের প্রত্যেককে এমন কী, অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত মানুষ কাজ করছে তাদের প্রত্যেককে এককালীন 10 হাজার টাকা করে দেওয়া হোক ৷ আজ কেন্দ্রের কাছে এমনই আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রধানমন্ত্রী-CARES তহবিলের কিছু অংশ এই কাজে ব্যবহার করা যেতে পারে বলেও পরামর্শ দেন তিনি ৷
কোরোনা সংক্রমণের মাঝেই আমফানেরও মোকাবিলা করতে হয় পশ্চিমবঙ্গকে ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় ৷ কৃষক ও মৎস্যজীবীদের ক্ষতির পরিমাণ অনেক বেশি ৷ গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পরিস্থিতিকে সামলে তুলতে মৎস্যচাষের খাতে 6,250 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন ৷ এছাড়া, পাঁচ লাখ মানুষকে তাদের বাড়ি সারানোর জন্য তহবিল থেকে টাকা প্রদান করেছেন ৷
23.3 লাখ কৃষককেও ফসলের ক্ষতিপূরণের জন্য টাকা দিয়েছেন ৷ তিনি গতকাল টুইটারে জানান, "আমরা এখনও পর্যন্ত 1,444 কোটি টাকা প্রদান করেছি ৷"