ETV Bharat / state

Mamata Apologises to Kurmi: বিধায়ক অজিত মাইতির বক্তব্যে বিতর্ক ! কুড়মিদের কাছে ক্ষমা চাইলেন মমতা - Mamata Kurmi Apolozise comment

সম্প্রতি তৃণমূল বিধায়ক অজিত মাইতি কুড়মি নেতাদের খালিস্তানি বলেছেন ৷ এরপর দিল্লিতে মোদি সরকার তাদের কোনওদিন তফশিলি উপজাতির স্বীকৃতি দেবে না বলেও উল্লেখ করেছেন ৷ এতে স্বভাবতই প্রতিক্রিয়া তৈরি হয় কুড়মি সমাজে ৷ এর জন্য ক্ষমা চাইলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 9, 2023, 12:57 PM IST

কলকাতা, 9 মে: কুড়মি নেতাদের নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এই মন্তব্য করেছেন পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি ৷ তিনি রবিবার একটি সভায় বক্তৃতা দিয়ে গিয়ে কুড়মি সম্প্রদায় ও তৃণমূল সরকারকে নিয়ে মন্তব্য করেন ৷ তাতে বিতর্ক তৈরি হয় ৷ সেই বক্তব্যের প্রেক্ষিতে কুড়মি সমাজের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী ৷ তবে তাঁর অভিযোগ, তৃণমূল বিধায়কের বক্তব্যকে বিকৃত করা হয়েছে ৷

সোমবার অজিত মাইতি করা বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি তৃণমূল বিধায়ককে ফোন করে কথা বলেছেন ৷ বিধায়ক তাঁর বক্তব্যের সমর্থনে জানিয়েছেন, তিনি যেভাবে কথাটা বলেছেন তার অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী আরও জানান, তৃণমূল সরকার আদিবাসীদের সারি ও সারনা ধর্ম নিয়ে আইন করে দিয়েছে ৷ এই সম্প্রদায়ের জমির পাট্টা তুলে দিয়েছে ৷ মুখ্যমন্ত্রী বলেন, "আমি মাহাতো এবং কুড়মিদের ভালোবাসি ৷ আমাদের এখানে অনেক কুড়মি ভাইবোন আছে ৷ তাদের দাবির কথা মাথায় রেখে আমরা কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যেই চিঠি লিখেছি ৷"

গেরুয়া শিবিরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ, পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতির বক্তব্যকে বিজেপি বিকৃত করেছে ৷ তাঁর দাবি, ওই বক্তব্য তৃণমূল কংগ্রেস সরকারের নয় ৷ তিনি জানান, আদিবাসীদের যথাযোগ্য সম্মান করে বাংলার সরকার । তিনি বলেন, "তাঁর বক্তব্য ঘুরিয়ে বলার জন্য অথবা তাঁর মুখ ফসকে এমন কিছু যদি বেরিয়ে যায়, যাতে মাহাতোরা কষ্ট পেয়েছেন- তার জন্য আমি করজোড়ে করে ক্ষমা চাইছি ৷ এটা নিয়ে রাজনীতি করার জায়গা নেই।"

প্রসঙ্গত, কুড়মি সম্প্রদায় বারেবারে তফশিলি উপজাতির স্বীকৃতিতে আন্দোলনে নামছে ৷ তাদের অভিযোগ রাজ্য সরকার কথা দিলেও তা বাস্তবে হচ্ছে না ৷ এদিকে সরকারের দাবি, তারা এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে ৷ কিন্তু কেন্দ্র কিছু করছে না ৷ অতিসম্প্রতি তৃণমূল বিধায়ক অজিত মাইতি অভিযোগ করেন, কুড়মি নেতাদের আচরণ খালিস্তানিদের মতো ৷ 7 মে তৃণমূল বিধায়ক পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একটি মহিলা সম্মেলনে বক্তৃতায় জানান, দিল্লির সরকার কুড়মিদের তফশিলি উপজাতি ভুক্ত করার দাবি মেনে নেবে না ৷ এ নিয়ে কুড়মি নেতারা কয়েকজনকে ক্ষেপিয়ে তুলছে ৷ তারা আন্দোলনের চেষ্টা করছে ৷ বিধায়কের এহেন বক্তব্যে কুড়মি নেতাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় ৷

আরও পড়ুন: কুড়মিদের বিভ্রান্ত করে আন্দলনে সামিল করা হচ্ছে, দাবি তৃণমূল বিধায়কের

কলকাতা, 9 মে: কুড়মি নেতাদের নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এই মন্তব্য করেছেন পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি ৷ তিনি রবিবার একটি সভায় বক্তৃতা দিয়ে গিয়ে কুড়মি সম্প্রদায় ও তৃণমূল সরকারকে নিয়ে মন্তব্য করেন ৷ তাতে বিতর্ক তৈরি হয় ৷ সেই বক্তব্যের প্রেক্ষিতে কুড়মি সমাজের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী ৷ তবে তাঁর অভিযোগ, তৃণমূল বিধায়কের বক্তব্যকে বিকৃত করা হয়েছে ৷

সোমবার অজিত মাইতি করা বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি তৃণমূল বিধায়ককে ফোন করে কথা বলেছেন ৷ বিধায়ক তাঁর বক্তব্যের সমর্থনে জানিয়েছেন, তিনি যেভাবে কথাটা বলেছেন তার অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী আরও জানান, তৃণমূল সরকার আদিবাসীদের সারি ও সারনা ধর্ম নিয়ে আইন করে দিয়েছে ৷ এই সম্প্রদায়ের জমির পাট্টা তুলে দিয়েছে ৷ মুখ্যমন্ত্রী বলেন, "আমি মাহাতো এবং কুড়মিদের ভালোবাসি ৷ আমাদের এখানে অনেক কুড়মি ভাইবোন আছে ৷ তাদের দাবির কথা মাথায় রেখে আমরা কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যেই চিঠি লিখেছি ৷"

গেরুয়া শিবিরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ, পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতির বক্তব্যকে বিজেপি বিকৃত করেছে ৷ তাঁর দাবি, ওই বক্তব্য তৃণমূল কংগ্রেস সরকারের নয় ৷ তিনি জানান, আদিবাসীদের যথাযোগ্য সম্মান করে বাংলার সরকার । তিনি বলেন, "তাঁর বক্তব্য ঘুরিয়ে বলার জন্য অথবা তাঁর মুখ ফসকে এমন কিছু যদি বেরিয়ে যায়, যাতে মাহাতোরা কষ্ট পেয়েছেন- তার জন্য আমি করজোড়ে করে ক্ষমা চাইছি ৷ এটা নিয়ে রাজনীতি করার জায়গা নেই।"

প্রসঙ্গত, কুড়মি সম্প্রদায় বারেবারে তফশিলি উপজাতির স্বীকৃতিতে আন্দোলনে নামছে ৷ তাদের অভিযোগ রাজ্য সরকার কথা দিলেও তা বাস্তবে হচ্ছে না ৷ এদিকে সরকারের দাবি, তারা এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে ৷ কিন্তু কেন্দ্র কিছু করছে না ৷ অতিসম্প্রতি তৃণমূল বিধায়ক অজিত মাইতি অভিযোগ করেন, কুড়মি নেতাদের আচরণ খালিস্তানিদের মতো ৷ 7 মে তৃণমূল বিধায়ক পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একটি মহিলা সম্মেলনে বক্তৃতায় জানান, দিল্লির সরকার কুড়মিদের তফশিলি উপজাতি ভুক্ত করার দাবি মেনে নেবে না ৷ এ নিয়ে কুড়মি নেতারা কয়েকজনকে ক্ষেপিয়ে তুলছে ৷ তারা আন্দোলনের চেষ্টা করছে ৷ বিধায়কের এহেন বক্তব্যে কুড়মি নেতাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় ৷

আরও পড়ুন: কুড়মিদের বিভ্রান্ত করে আন্দলনে সামিল করা হচ্ছে, দাবি তৃণমূল বিধায়কের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.