কলকাতা, 20 অক্টোবর : নতুন শিক্ষাবর্ষে চার হাজার MBBS আসনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । পুরুলিয়া মেডিকেল কলেজে 100টি নতুন আসন হয়েছে । গৌরী দেবি মেডিকেল কলেজ পাচ্ছে 150টি নতুন আসন । রাজ্যের এই উদ্যোগ চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের জন্য ।
মেডিকেল ছাত্র-ছাত্রীদের জন্য আসনের কথা জানিয়ে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি টুইটে লেখেন, "আমি এই ঘোষণা করতে আনন্দিত । বাংলার মেডিকেল ছাত্র-ছাত্রীদের জন্য এখন আমাদের চার হাজার MBBS আসন রয়েছে । পুরুলিয়া মেডিকেলে 100টি অতিরিক্ত আসন । নতুন 150টি আসন হবে গৌরী দেবী মেডিকেল কলেজে । "
-
I am pleased to announce that we now have 4,000 MBBS seats for Bengal’s vibrant medical students with the initiation of the first MBBS batch in Purulia Govt MCH consisting of 100 seats & the addition of 150 MBBS seats in Gouri Devi Medical College.
— Mamata Banerjee (@MamataOfficial) October 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am pleased to announce that we now have 4,000 MBBS seats for Bengal’s vibrant medical students with the initiation of the first MBBS batch in Purulia Govt MCH consisting of 100 seats & the addition of 150 MBBS seats in Gouri Devi Medical College.
— Mamata Banerjee (@MamataOfficial) October 20, 2020I am pleased to announce that we now have 4,000 MBBS seats for Bengal’s vibrant medical students with the initiation of the first MBBS batch in Purulia Govt MCH consisting of 100 seats & the addition of 150 MBBS seats in Gouri Devi Medical College.
— Mamata Banerjee (@MamataOfficial) October 20, 2020
17 অক্টোবর প্রকাশিত হয় NEET 2020-র ফলাফল । এই প্রবেশিকায় প্রথম 50-এর তালিকায় জায়গা করে নেন পশ্চিমবঙ্গের দু'জন । পাশাপাশি, গত বছরের তুলনায় এই বছর বাংলা ভাষায় এই প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্টার হওয়া প্রার্থী সংখ্যা অনেক গুণ বেড়েছে । তবে, গত বছরের তুলনায় NEET 2020-তে পশ্চিমবঙ্গের পাশের হার কমেছে ।