কলকাতা, 30 মার্চ: এবার দলের কথা সুরে সুরে বলবেন তৃণমূলের ছাত্র-যুবরা । তাঁদের ব্যান্ড করার পরামর্শ দিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ই (Mamata Announces Singing Band of TMC) । নামকরণ করলেন তিনিই। নাম দিলেন 'জয়ী' । একই সঙ্গে দিলেন আশ্বাস আগামিদিনে তাঁদের সিন্থেসাইজার কিনে দেবেন তিনি । গিটার উপহারের কথাও জানালেন । বৃহস্পতিবার রেড রোডের ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন, আগামিদিনে দলের কথা প্রচারের জন্য ব্যান্ডের সদস্যদের সঙ্গে করে নেবেন ৷
এতদিন সরকারি প্রকল্পের প্রচার থেকে দলীয় ক্ষেত্রে বিভিন্ন সময়ে ভাড়া করা শিল্পীদেরই ব্যবহার করেছে তৃণমূল । বড় বড় অনুষ্ঠানের ক্ষেত্রে তৃণমূলের পরিচিত ব্যান্ড পরিবর্তন সাধারণ মানুষের অনেকটা চেনা হয়ে গিয়েছে । কিন্তু তাদের উপর নির্ভরতা হয়তো এবার কমাতে চাইছে রাজ্যের শাসক দল ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে রেড রোডে ধরনা মঞ্চে গানে গলা মেলানোর ফাঁকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ছাত্র রাজনীতির সময়পর্বে ফিরে গিয়েছিলেন । তৃণমূল সুপ্রিমোকে বলতে শোনা যায়, ‘‘যখন আমি ছাত্র রাজনীতি করতাম, তখন মিন্টু দাশগুপ্ত 83 নম্বর ব্লকে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন । কালীঘাটে থাকতেন তিনি, প্যারোডি গাইতেন । তিনি গানের স্কোয়াড করেছিলেন, সেই স্কোয়াডের লিড করতাম আমি ।’’ সেই মন্তব্যের কিছুক্ষণ পরে নিজের দলের ছাত্রছাত্রীদের নিয়ে গানের ব্যান্ড বানানোর কথা ঘোষণা করেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এঁরা খুব ভাল গায় । এর পর আমাদের যখন গান হবে এদের ডেকে নিও ।’’
অন্যদিকে বৃহস্পতিবার মমতার ধরনা মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তরুণ কুমারের নাতি সৌরভ চট্টোপাধ্যায় । সৌরভ টলিউডের একজন অভিনেতা । তৃণমূল নেত্রী বলেন, ‘‘ওঁর পরিবারের সঙ্গে আমার অনেক দিনের পরিচয় ।’’ টানা 30 ঘণ্টা ধরে আম্বেদকরের মূর্তির পাদদেশে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ধরনা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো (Mamata Dharna against Modi Govt) । চলবে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা পর্যন্ত ।
এদিন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতার হাত শক্ত করতে এদিন ধরনা মঞ্চে যোগ দিয়েছেন যাদবপুর, কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । তাঁদেরই একটা অংশ এদিন গান গাইছিলেন মঞ্চে । তাঁদেরই নিয়ে ব্যান্ড বানানোর পরামর্শ দিলেন মমতা ।
আরও পড়ুন: দ্বিতীয়দিন সকাল থেকেই গান-বাজনায় প্রতিবাদ ধরনা মঞ্চে, গলা মেলালেন মমতাও