ETV Bharat / state

Mamata on WBJEE 2023: জয়েন্টে সফল পড়ুয়াদের অভিনন্দন মমতা ও ব্রাত্যর

আজই প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2023-এর ফলাফল ৷ সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ৷

author img

By

Published : May 26, 2023, 4:22 PM IST

Updated : May 26, 2023, 5:44 PM IST

Etv Bharat
মমতা ও ব্রাত্য

কলকাতা, 26 মে: চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশিত হয়েছে আজ ৷ সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা জানান, এবার 99.4 শতাংশ পড়ুয়া পাস করেছেন ৷

মেধাতালিকা অনুযায়ী জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় এবার প্রথম হয়েছেন কলকাতার বোসপুকুরের বাসিন্দা মহম্মদ সাহিল আখতার ৷ তিনি দিল্লি পাবলিক স্কুলের ছাত্র ৷ দ্বিতীয় হয়েছেন লেক গার্ডেন্স এলাকার সোহম দাস ৷ তিনিও দিল্লি পাবলিক স্কুলেরই পড়ুয়া ৷

ফলাফল প্রকাশ হওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের টপার ও সফল পরীক্ষার্থীদের টুইট বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান ৷ শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন,"পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2023-এ দেশ ও রাজ্যের টপার ও সফল পরীক্ষার্থীদের অভিনন্দন ৷ আমি খুব খুশি যে 53 শতাংশ সফল পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের ৷ এই বছর সফল পরীক্ষার্থীদের মধ্যে 27.5 শতাংশই মহিলা ৷ আপনাদের চমৎকার পারফরম্যান্স আমাদের গর্বিত করেছে ৷ আমি সফল শিক্ষার্থী, তাঁদের গর্বিত অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দন জানাই ৷"

  • Congratulations to the West Bengal Joint Entrance Examination 2023 toppers and successful candidates from West Bengal and all over the country.
    I am extremely happy that 53% of total successful candidates are from West Bengal Council of Higher Secondary Education.
    This year…

    — Mamata Banerjee (@MamataOfficial) May 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্যমন্ত্রীর পাশাপাশি টুইটে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রীও ৷ ব্রাত্য বসু একটি টুইট বার্তায় লেখেন, "পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2023-এর ফল প্রকাশিত হলো আজ । 97 হাজার 524 জন পরীক্ষার্থীর মধ্যে সাফল্যের হার 99.4 শতাংশ । সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই । তোমাদের সোনালী ভবিষ্যৎ হোক, স্বপ্নকে ছুঁয়ে আসুক তোমাদের জীবন, মানুষের মতো মানুষ হও ।"

  • পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশিত হলো আজ। ৯৭ হাজার ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে সাফল্যের হার ৯৯.৪%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমাদের সোনালী ভবিষ্যৎ হোক, স্বপ্নকে ছুঁয়ে আসুক তোমাদের জীবন, মানুষের মতো মানুষ হও।

    — Bratya Basu (@basu_bratya) May 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবারের পরীক্ষার জন্য 1 লক্ষ 24 হাজার 919 জন নাম নথিভুক্ত করেছিলেন ৷ গত বছর এই সংখ্যাটা ছিল 1 লক্ষ 1 হাজার 413 জন ৷ তবে এবছর পরীক্ষা দিয়েছিলেন 97 হাজার 524 জন ৷ এর মধ্যে পাশ করেছেন 96 হাজার 913 জন ৷ অর্থার, সফল পরীক্ষার্থীর হার 99.4 শতাংশ ৷ এ রাজ্য থেকে পরীক্ষায় বসেছিলেন 69 হাজার 981 জন ৷ যার মধ্যে সফল পরীক্ষার্থীর সংখ্যা 69 হাজার 560 জন ৷ রাজ্যের বাইরে সফল পরীক্ষার্থীদের মধ্যে রয়েছেন একজন রূপান্তরকামী ৷

আরও পড়ুুন: জয়েন্ট এন্ট্রান্সের প্রথম দশে কলকাতার দুই ছাত্র

কলকাতা, 26 মে: চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশিত হয়েছে আজ ৷ সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা জানান, এবার 99.4 শতাংশ পড়ুয়া পাস করেছেন ৷

মেধাতালিকা অনুযায়ী জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় এবার প্রথম হয়েছেন কলকাতার বোসপুকুরের বাসিন্দা মহম্মদ সাহিল আখতার ৷ তিনি দিল্লি পাবলিক স্কুলের ছাত্র ৷ দ্বিতীয় হয়েছেন লেক গার্ডেন্স এলাকার সোহম দাস ৷ তিনিও দিল্লি পাবলিক স্কুলেরই পড়ুয়া ৷

ফলাফল প্রকাশ হওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের টপার ও সফল পরীক্ষার্থীদের টুইট বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান ৷ শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন,"পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2023-এ দেশ ও রাজ্যের টপার ও সফল পরীক্ষার্থীদের অভিনন্দন ৷ আমি খুব খুশি যে 53 শতাংশ সফল পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের ৷ এই বছর সফল পরীক্ষার্থীদের মধ্যে 27.5 শতাংশই মহিলা ৷ আপনাদের চমৎকার পারফরম্যান্স আমাদের গর্বিত করেছে ৷ আমি সফল শিক্ষার্থী, তাঁদের গর্বিত অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দন জানাই ৷"

  • Congratulations to the West Bengal Joint Entrance Examination 2023 toppers and successful candidates from West Bengal and all over the country.
    I am extremely happy that 53% of total successful candidates are from West Bengal Council of Higher Secondary Education.
    This year…

    — Mamata Banerjee (@MamataOfficial) May 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্যমন্ত্রীর পাশাপাশি টুইটে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রীও ৷ ব্রাত্য বসু একটি টুইট বার্তায় লেখেন, "পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2023-এর ফল প্রকাশিত হলো আজ । 97 হাজার 524 জন পরীক্ষার্থীর মধ্যে সাফল্যের হার 99.4 শতাংশ । সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই । তোমাদের সোনালী ভবিষ্যৎ হোক, স্বপ্নকে ছুঁয়ে আসুক তোমাদের জীবন, মানুষের মতো মানুষ হও ।"

  • পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশিত হলো আজ। ৯৭ হাজার ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে সাফল্যের হার ৯৯.৪%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমাদের সোনালী ভবিষ্যৎ হোক, স্বপ্নকে ছুঁয়ে আসুক তোমাদের জীবন, মানুষের মতো মানুষ হও।

    — Bratya Basu (@basu_bratya) May 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবারের পরীক্ষার জন্য 1 লক্ষ 24 হাজার 919 জন নাম নথিভুক্ত করেছিলেন ৷ গত বছর এই সংখ্যাটা ছিল 1 লক্ষ 1 হাজার 413 জন ৷ তবে এবছর পরীক্ষা দিয়েছিলেন 97 হাজার 524 জন ৷ এর মধ্যে পাশ করেছেন 96 হাজার 913 জন ৷ অর্থার, সফল পরীক্ষার্থীর হার 99.4 শতাংশ ৷ এ রাজ্য থেকে পরীক্ষায় বসেছিলেন 69 হাজার 981 জন ৷ যার মধ্যে সফল পরীক্ষার্থীর সংখ্যা 69 হাজার 560 জন ৷ রাজ্যের বাইরে সফল পরীক্ষার্থীদের মধ্যে রয়েছেন একজন রূপান্তরকামী ৷

আরও পড়ুুন: জয়েন্ট এন্ট্রান্সের প্রথম দশে কলকাতার দুই ছাত্র

Last Updated : May 26, 2023, 5:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.