ETV Bharat / state

তৃণমূলের 27তম প্রতিষ্ঠা দিবস, দলীয় কর্মীদের শুভেচ্ছা বার্তা মমতা-অভিষেকের

TMC Foundation Day: সোমবার তৃণমূলের 27তম প্রতিষ্ঠা দিবস ৷ সোশাল মিডিয়ায় দলীয় কর্মীদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

TMC Foundation Day
তৃণমূলের 27তম প্রতিষ্ঠা দিবস
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 11:31 AM IST

Updated : Jan 1, 2024, 12:08 PM IST

কলকাতা, 1 জানুয়ারি: ইংরেজি বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ৷ সোমবার 27তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দলীয় কর্মীদের সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুভেচ্ছা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । এ বছর আজকের দিনটা খুবই তাৎপর্যপূর্ণ ৷ কারণ সামনেই 2024 সালের লোকসভা নির্বাচন । তাই তৃণমূলের কর্মী সমর্থকদের নজর ছিল আজকের দিনে তাঁদের উদ্দেশে কী বার্তা দেন দলনেত্রী ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এ দিন সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "মা-মাটি-মানুষের সেবায় 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল । এই ঐতিহাসিক যাত্রাপথে আমাদের মূল দিশারী ছিল দেশমাতৃকার সম্মান, বাংলা মায়ের স্বার্থ এবং মানুষের গণতান্ত্রিক অধিকার করা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী সমর্থক এইসব লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ । তাঁদের নিরলস আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানাই । তৃণমূল কংগ্রেস পরিবার আজ অগণিত মানুষের আশীর্বাদ ভালোবাসা ও দোয়ায় পরিপূর্ণ । আপনাদের অকুণ্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াই চালিয়ে যাব আমরা । কোনরকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে । মা-মাটি-মানুষ পরিবারের সকল কর্মী, সমর্থক এবং সদস্যকে জানাই প্রণাম ও শ্রদ্ধা ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মমতার পাশাপাশি দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "রাজ্য এবং রাজ্যবাসীর স্বার্থে মা-মাটি-মানুষ সর্বদা নিয়োজিত । তৃণমূল পরিবারের সমস্ত কর্মীর আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টাকে আমার কুর্নিশ । তারাই আমাদের দলের মেরুদণ্ড । নতুন বছরে নব উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হন । সকল ক্লেদ, বিষাদ, গ্লানি মুছে যাক সুখের পরশে-এই আমার প্রার্থনা ।"

আরও পড়ুন:

  1. বিজেপিকে হারাতে দেশে ‘ইন্ডিয়া’ জোট আর বাংলায় একা তৃণমূল, মমতার বার্তায় নয়া জল্পনা
  2. কোনও ঝগড়া বরদাস্ত নয়, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়াবার্তা মমতার
  3. নষ্ট হচ্ছে ভাবমূর্তি, নিজেকে গুটিয়ে নিচ্ছেন 'অভিমানী' অভিষেক!

কলকাতা, 1 জানুয়ারি: ইংরেজি বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ৷ সোমবার 27তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দলীয় কর্মীদের সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুভেচ্ছা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । এ বছর আজকের দিনটা খুবই তাৎপর্যপূর্ণ ৷ কারণ সামনেই 2024 সালের লোকসভা নির্বাচন । তাই তৃণমূলের কর্মী সমর্থকদের নজর ছিল আজকের দিনে তাঁদের উদ্দেশে কী বার্তা দেন দলনেত্রী ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এ দিন সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "মা-মাটি-মানুষের সেবায় 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল । এই ঐতিহাসিক যাত্রাপথে আমাদের মূল দিশারী ছিল দেশমাতৃকার সম্মান, বাংলা মায়ের স্বার্থ এবং মানুষের গণতান্ত্রিক অধিকার করা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী সমর্থক এইসব লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ । তাঁদের নিরলস আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানাই । তৃণমূল কংগ্রেস পরিবার আজ অগণিত মানুষের আশীর্বাদ ভালোবাসা ও দোয়ায় পরিপূর্ণ । আপনাদের অকুণ্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াই চালিয়ে যাব আমরা । কোনরকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে । মা-মাটি-মানুষ পরিবারের সকল কর্মী, সমর্থক এবং সদস্যকে জানাই প্রণাম ও শ্রদ্ধা ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মমতার পাশাপাশি দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "রাজ্য এবং রাজ্যবাসীর স্বার্থে মা-মাটি-মানুষ সর্বদা নিয়োজিত । তৃণমূল পরিবারের সমস্ত কর্মীর আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টাকে আমার কুর্নিশ । তারাই আমাদের দলের মেরুদণ্ড । নতুন বছরে নব উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হন । সকল ক্লেদ, বিষাদ, গ্লানি মুছে যাক সুখের পরশে-এই আমার প্রার্থনা ।"

আরও পড়ুন:

  1. বিজেপিকে হারাতে দেশে ‘ইন্ডিয়া’ জোট আর বাংলায় একা তৃণমূল, মমতার বার্তায় নয়া জল্পনা
  2. কোনও ঝগড়া বরদাস্ত নয়, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়াবার্তা মমতার
  3. নষ্ট হচ্ছে ভাবমূর্তি, নিজেকে গুটিয়ে নিচ্ছেন 'অভিমানী' অভিষেক!
Last Updated : Jan 1, 2024, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.