ETV Bharat / state

Mamata Prays in Christmas: মধ্যরাতে ক্যাথিড্রালে প্রার্থনায় মমতা-অভিষেক, হাজির আজানিয়াও

আজ বড়দিন ৷ ক্যাথিড্রাল চার্চে গিয়ে সকলের সমৃদ্ধি, কল্যাণের জন্য প্রার্থনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে ছিলেন অভিষেক ও তাঁর মেয়ে (Mamata Banerjee attends Midnight Mass at Cathedral of Kolkata) ৷

Mamata Banerjee
ETV Bharat
author img

By

Published : Dec 25, 2022, 6:59 AM IST

Updated : Dec 25, 2022, 7:53 AM IST

কলকাতা, 25 ডিসেম্বর: সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ৷ বড়দিনের মাঝরাতে ক্যাথিড্রাল চার্চে প্রার্থনা করলেন তিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তাঁর মেয়ে ৷ এরপর ফেসবুকে তিনি লেখেন, "আজ মধ্যরাতে আমি কলকাতার ক্যাথিড্রালে গিয়েছিলাম ৷ প্রত্যেকের মঙ্গল কামনায় প্রার্থনা করেছি ৷ ক্রিসমাস আনন্দের সময় ৷ অন্ধকার দিনের মাঝে বাংলার উজ্জ্বল আলো যেন আশা দেখাতে পারে ৷ ঈশ্বর আমাদের সাহস দিন, সুস্বাস্থ্য, শান্তি এবং সমৃদ্ধি দিন ৷"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷ যিশুখ্রিস্টের জন্মদিনও সেই তালিকা থেকে বাদ যায় না ৷ দীর্ঘদিন ধরেই বড়দিনের মাঝরাতে ক্যাথিড্রাল চার্চে যেতে দেখা যায় তাঁকে। এবার তাঁর পাশে দেখা গেল তৃণমূল সাংসদ (Trinamool Congress MP Abhishek Banerjee) তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর মেয়ে আজানিয়াকেও ৷ তিনি সামাজিক মাধ্যমে ক্যাথিড্রালে তাঁর মুহূর্তগুলির ছবি পোস্ট করেন ৷ পোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন ৷ সেখানে উপস্থিত অন্যদের সঙ্গেও কথা বলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee in St Paul's Cathedral) ৷

আরও পড়ুন: আলোর রোশনাইয়ে ঢাকল শহর ! বড়দিনের আগের রাতে জমজমাট পার্ক স্ট্রিট

এদিন তিনি একটি ভিডিয়ো পোস্ট করে যিশু খ্রিস্টের জন্মদিনে (occasion of Christmas) সবার জন্য লড়াইয়ের বার্তা দেন ৷ মমতা বলেন, "আমরা মানুষের সঙ্গে যুদ্ধ করি না ৷ আমরা মানুষের জীবনকে উজ্জ্বল করতে চাই ৷ আমরা যেন ঐক্যের কথা চিন্তা করি, ঐক্যের সঙ্গে কথা বলি, ঐক্যের সঙ্গে হাঁটব ৷ যিশু খ্রিস্টের জন্মদিনে আরও বেশি শক্তি, উদ্দীপনা এবং আশীর্বাদ নিয়ে পথ চলব আমরা ৷ দুঃস্থ, পিছিয়ে পড়া, প্রান্তিক মানুষদের জন্য কাজ করতে হবে ৷"

খ্রিসমাস উপলক্ষ্যে রাজ্যের সর্বত্র কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ প্রতি বছরের মতো এবারও সেজেছে পার্কস্ট্রিট ৷ তবে করোনা এখনও চলে যায়নি ৷ কেন্দ্রীয় সরকারও এ নিয়ে বৈঠক করেছেন ৷ মাস্ক পরা ও স্যানিটাইজারের ব্যবহারের আর্জি জানিয়েছে সরকার ৷ এর আগে মুখ্যমন্ত্রীও বলেছেন, "এখনও বাংলায় করোনা সেভাবে দাপট দেখাচ্ছে না বলে করোনাবিধি লাগু করার মতো কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। নতুন করে সংক্রমণ বাড়লে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।"

কলকাতা, 25 ডিসেম্বর: সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ৷ বড়দিনের মাঝরাতে ক্যাথিড্রাল চার্চে প্রার্থনা করলেন তিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তাঁর মেয়ে ৷ এরপর ফেসবুকে তিনি লেখেন, "আজ মধ্যরাতে আমি কলকাতার ক্যাথিড্রালে গিয়েছিলাম ৷ প্রত্যেকের মঙ্গল কামনায় প্রার্থনা করেছি ৷ ক্রিসমাস আনন্দের সময় ৷ অন্ধকার দিনের মাঝে বাংলার উজ্জ্বল আলো যেন আশা দেখাতে পারে ৷ ঈশ্বর আমাদের সাহস দিন, সুস্বাস্থ্য, শান্তি এবং সমৃদ্ধি দিন ৷"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷ যিশুখ্রিস্টের জন্মদিনও সেই তালিকা থেকে বাদ যায় না ৷ দীর্ঘদিন ধরেই বড়দিনের মাঝরাতে ক্যাথিড্রাল চার্চে যেতে দেখা যায় তাঁকে। এবার তাঁর পাশে দেখা গেল তৃণমূল সাংসদ (Trinamool Congress MP Abhishek Banerjee) তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর মেয়ে আজানিয়াকেও ৷ তিনি সামাজিক মাধ্যমে ক্যাথিড্রালে তাঁর মুহূর্তগুলির ছবি পোস্ট করেন ৷ পোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন ৷ সেখানে উপস্থিত অন্যদের সঙ্গেও কথা বলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee in St Paul's Cathedral) ৷

আরও পড়ুন: আলোর রোশনাইয়ে ঢাকল শহর ! বড়দিনের আগের রাতে জমজমাট পার্ক স্ট্রিট

এদিন তিনি একটি ভিডিয়ো পোস্ট করে যিশু খ্রিস্টের জন্মদিনে (occasion of Christmas) সবার জন্য লড়াইয়ের বার্তা দেন ৷ মমতা বলেন, "আমরা মানুষের সঙ্গে যুদ্ধ করি না ৷ আমরা মানুষের জীবনকে উজ্জ্বল করতে চাই ৷ আমরা যেন ঐক্যের কথা চিন্তা করি, ঐক্যের সঙ্গে কথা বলি, ঐক্যের সঙ্গে হাঁটব ৷ যিশু খ্রিস্টের জন্মদিনে আরও বেশি শক্তি, উদ্দীপনা এবং আশীর্বাদ নিয়ে পথ চলব আমরা ৷ দুঃস্থ, পিছিয়ে পড়া, প্রান্তিক মানুষদের জন্য কাজ করতে হবে ৷"

খ্রিসমাস উপলক্ষ্যে রাজ্যের সর্বত্র কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ প্রতি বছরের মতো এবারও সেজেছে পার্কস্ট্রিট ৷ তবে করোনা এখনও চলে যায়নি ৷ কেন্দ্রীয় সরকারও এ নিয়ে বৈঠক করেছেন ৷ মাস্ক পরা ও স্যানিটাইজারের ব্যবহারের আর্জি জানিয়েছে সরকার ৷ এর আগে মুখ্যমন্ত্রীও বলেছেন, "এখনও বাংলায় করোনা সেভাবে দাপট দেখাচ্ছে না বলে করোনাবিধি লাগু করার মতো কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। নতুন করে সংক্রমণ বাড়লে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।"

Last Updated : Dec 25, 2022, 7:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.