কলকাতা, 25 ডিসেম্বর: সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ৷ বড়দিনের মাঝরাতে ক্যাথিড্রাল চার্চে প্রার্থনা করলেন তিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তাঁর মেয়ে ৷ এরপর ফেসবুকে তিনি লেখেন, "আজ মধ্যরাতে আমি কলকাতার ক্যাথিড্রালে গিয়েছিলাম ৷ প্রত্যেকের মঙ্গল কামনায় প্রার্থনা করেছি ৷ ক্রিসমাস আনন্দের সময় ৷ অন্ধকার দিনের মাঝে বাংলার উজ্জ্বল আলো যেন আশা দেখাতে পারে ৷ ঈশ্বর আমাদের সাহস দিন, সুস্বাস্থ্য, শান্তি এবং সমৃদ্ধি দিন ৷"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷ যিশুখ্রিস্টের জন্মদিনও সেই তালিকা থেকে বাদ যায় না ৷ দীর্ঘদিন ধরেই বড়দিনের মাঝরাতে ক্যাথিড্রাল চার্চে যেতে দেখা যায় তাঁকে। এবার তাঁর পাশে দেখা গেল তৃণমূল সাংসদ (Trinamool Congress MP Abhishek Banerjee) তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর মেয়ে আজানিয়াকেও ৷ তিনি সামাজিক মাধ্যমে ক্যাথিড্রালে তাঁর মুহূর্তগুলির ছবি পোস্ট করেন ৷ পোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন ৷ সেখানে উপস্থিত অন্যদের সঙ্গেও কথা বলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee in St Paul's Cathedral) ৷
আরও পড়ুন: আলোর রোশনাইয়ে ঢাকল শহর ! বড়দিনের আগের রাতে জমজমাট পার্ক স্ট্রিট
এদিন তিনি একটি ভিডিয়ো পোস্ট করে যিশু খ্রিস্টের জন্মদিনে (occasion of Christmas) সবার জন্য লড়াইয়ের বার্তা দেন ৷ মমতা বলেন, "আমরা মানুষের সঙ্গে যুদ্ধ করি না ৷ আমরা মানুষের জীবনকে উজ্জ্বল করতে চাই ৷ আমরা যেন ঐক্যের কথা চিন্তা করি, ঐক্যের সঙ্গে কথা বলি, ঐক্যের সঙ্গে হাঁটব ৷ যিশু খ্রিস্টের জন্মদিনে আরও বেশি শক্তি, উদ্দীপনা এবং আশীর্বাদ নিয়ে পথ চলব আমরা ৷ দুঃস্থ, পিছিয়ে পড়া, প্রান্তিক মানুষদের জন্য কাজ করতে হবে ৷"
খ্রিসমাস উপলক্ষ্যে রাজ্যের সর্বত্র কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ প্রতি বছরের মতো এবারও সেজেছে পার্কস্ট্রিট ৷ তবে করোনা এখনও চলে যায়নি ৷ কেন্দ্রীয় সরকারও এ নিয়ে বৈঠক করেছেন ৷ মাস্ক পরা ও স্যানিটাইজারের ব্যবহারের আর্জি জানিয়েছে সরকার ৷ এর আগে মুখ্যমন্ত্রীও বলেছেন, "এখনও বাংলায় করোনা সেভাবে দাপট দেখাচ্ছে না বলে করোনাবিধি লাগু করার মতো কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। নতুন করে সংক্রমণ বাড়লে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।"