ETV Bharat / state

গান্ধিকে প্রণাম জানিয়ে মমতার টুইট - মমতার টুইট গান্ধিজীর জন্মদিনে

মহাত্মা গান্ধির 150 তম জন্মবার্ষিকীতে টুইট করে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

mamata
author img

By

Published : Oct 2, 2019, 10:59 AM IST

কলকাতা , 2 অক্টোবর : মহাত্মা গান্ধির 150 তম জন্মবার্ষিকীতে একাধিক টুইট করে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী আজ সকালে টুইট করেন, "মহাত্মা গান্ধিজির 150তম জন্মবার্ষিকীতে জানাই প্রণাম । আজ আমরা মেয়ো রোডে গান্ধিমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে এই দিনটি উদযাপন করব । বেলেঘাটায় গান্ধি ভবনের সংস্কার করেছে বাংলার সরকার । সেই ভবনেরও আজ উদ্বোধন হবে । "

টুইটে মমতা আরও লেখেন, "বাংলা সরকার যথাযথ ভাবে গান্ধিজয়ন্তী উদযাপন করছে ৷ বাংলা সরকার আজ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে ৷"

অন্য একটি টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলায় একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে ৷ এই বিশ্ববিদ্যালয়টি মহাত্মা গান্ধিকে উৎসর্গ করা হবে ।

আজ লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী । তাঁকে শ্রদ্ধা জানিয়েও টুইট করেন মমতা ।

কলকাতা , 2 অক্টোবর : মহাত্মা গান্ধির 150 তম জন্মবার্ষিকীতে একাধিক টুইট করে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী আজ সকালে টুইট করেন, "মহাত্মা গান্ধিজির 150তম জন্মবার্ষিকীতে জানাই প্রণাম । আজ আমরা মেয়ো রোডে গান্ধিমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে এই দিনটি উদযাপন করব । বেলেঘাটায় গান্ধি ভবনের সংস্কার করেছে বাংলার সরকার । সেই ভবনেরও আজ উদ্বোধন হবে । "

টুইটে মমতা আরও লেখেন, "বাংলা সরকার যথাযথ ভাবে গান্ধিজয়ন্তী উদযাপন করছে ৷ বাংলা সরকার আজ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে ৷"

অন্য একটি টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলায় একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে ৷ এই বিশ্ববিদ্যালয়টি মহাত্মা গান্ধিকে উৎসর্গ করা হবে ।

আজ লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী । তাঁকে শ্রদ্ধা জানিয়েও টুইট করেন মমতা ।

Shimla (HP), Oct 02 (ANI): Himachal Pradesh government on Tuesday launched a policy to promote buy-back of the non-recyclable and single-use plastic waste from the rag pickers and households. The new policy will be effective from October 2. Department of Environment, Science and Technology, Urban Development, Public Works, Rural Development, State Pollution Control Board and Cement Companies will make coordinated efforts for effective implementation of this buy-back policy initiated by the government. Minimum support price of Rs 75 per kilogram will be provided for its collection and deposit in the collection centres.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.