কলকাতা, 12 জানুয়ারি: স্বামী বিবেকানন্দের 161 তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Pays hommage to Swami Vivekananda) ৷ এদিন টুইটে মমতা লেখেন, "তাঁর জন্মবার্ষিকীতে যুগনায়ক স্বামী বিবেকানন্দকে আমার শ্রদ্ধা জানাচ্ছি ৷ মানবসেবার কাজে তাঁর দেখানো পথ প্রজন্মের প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে ৷" মমতার পাশাপাশি এদিন স্বামীজীকে শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ টুইট করার পাশাপাশি উত্তর কলকাতার সিমলাস্ট্রিটে গিয়ে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
-
I pay my humble homage to the visionary spiritual leader Swami Vivekananda on his birth anniversary.
— Mamata Banerjee (@MamataOfficial) January 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
His teachings have inspired generations to walk on the path of service and devotion to mankind.
May the light shown by him guide us all to spiritual salvation.
">I pay my humble homage to the visionary spiritual leader Swami Vivekananda on his birth anniversary.
— Mamata Banerjee (@MamataOfficial) January 12, 2023
His teachings have inspired generations to walk on the path of service and devotion to mankind.
May the light shown by him guide us all to spiritual salvation.I pay my humble homage to the visionary spiritual leader Swami Vivekananda on his birth anniversary.
— Mamata Banerjee (@MamataOfficial) January 12, 2023
His teachings have inspired generations to walk on the path of service and devotion to mankind.
May the light shown by him guide us all to spiritual salvation.
-
I bow my head in reverence to Swami Vivekananda on his birth anniversary.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A monk who transcended parochial boundaries to establish the values of unity and humanity amongst us.
His teachings propel me everyday to arise, awaken and to stop not until my goal has been achieved.
">I bow my head in reverence to Swami Vivekananda on his birth anniversary.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 12, 2023
A monk who transcended parochial boundaries to establish the values of unity and humanity amongst us.
His teachings propel me everyday to arise, awaken and to stop not until my goal has been achieved.I bow my head in reverence to Swami Vivekananda on his birth anniversary.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 12, 2023
A monk who transcended parochial boundaries to establish the values of unity and humanity amongst us.
His teachings propel me everyday to arise, awaken and to stop not until my goal has been achieved.
এদিন দুপুর 3টে নাগাদ, উত্তর কলকাতায় স্বামীজীর বাড়িতে যান অভিষেক ৷ সেখানে পৌঁছেই তিনি তাঁর বাড়ির সামনে থাকা স্বামীজীর মূর্তিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানান ৷ এদিন সিমলাস্ট্রিটের বাড়ির ভিতরে গিয়ে বিবেকানন্দের ঘরে রাখা তাঁর ছবিতেও মাল্যদান করেন তিনি (Swami Vivekananda Birth Anniversary) । মিনিট কুড়ি তিনি এদিন শিমলা স্ট্রিটে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Pays Hommage to Swami Vivekananda) । তবে আজকের দিনে রাজনীতি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷
এদিন অভিষেকের সঙ্গে স্বামীজীর বাড়িতে যান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা । ছিলেন বরানগরের বিধায়ক তাপস রায়, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রমুখ । এদিন বিবেকানন্দের বাড়ি থেকে বেরোনোর পথেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন সাংবাদিকরা । তবে এদিন রাজনীতির কথা বলতে চাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ অভিষেক জানিয়ে দেন, তিনি রাজনীতি করতে এখানে আসেননি । তাঁর কথায়, "আজ স্বামী বিবেকানন্দের 161 তম জন্মবার্ষিকী । ভারতবর্ষের যুবসমাজের অগ্রদূত, বীর সন্ন্যাসী এবং চিরতারুণ্যের প্রতীক । দেশের বিভিন্ন প্রান্তে আজ জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে । স্বামীজিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্বামীজীর একজন ভক্ত হিসেবে তার দেখানো পথে চলছি । রাজনীতির ময়দানে রাজনীতির কথা হবে । তবে আজকে রাজনীতির কথা আমি বলব না ।"
আরও পড়ুন: জুতো পরে স্বামীজীর মূর্তিতে মাল্যদান কেন্দ্রীয় মন্ত্রীর, অপমানের অভিযোগ তৃণমূলের
অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর করা কটাক্ষের কোনও জবাব না দিলেও, জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা । ছোট্ট প্রতিক্রিয়ায় বিজেপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন,"ওদের চৈতন্য হোক"। এর আগে এদিন স্বামীজীর বাড়িতে এসে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "রাজ্যের শিক্ষার হাল দেখে স্বামীজী বাংলা থেকে প্রস্থান করতেন । তিনি অন্য কোন রাজ্য বা দেশে গিয়ে আশ্রয় নিতেন ৷ রাজ্যের পুরো শিক্ষা দফতরটাই এই মুহূর্তে জেলে ।" পাশাপাশি, রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং নিয়েও কটাক্ষ করেন তিনি । বলেন,"বিবেকানন্দের ছবি যেখানে আকারে খুবই ছোট, সেখানে পেল্লায় হোর্ডিং 'কার্বাইড দিয়ে পাকানো' এক নেতার ।"