ETV Bharat / state

Malay Ghatak: জাতীয় শিশু সুরক্ষা প্রকল্প বন্ধ হওয়ায় কেন্দ্রের কড়া সমালোচনা মলয় ঘটকের - মলয় ঘটক

জাতীয় শিশু সুরক্ষা প্রকল্প বন্ধ করে দেওয়ায় কেন্দ্রের সমালোচনা করলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak) । সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই নিয়ে সরব হন রাজ্যের মন্ত্রী ।

ETV Bharat
Malay Ghatak slams central gov
author img

By

Published : Nov 21, 2022, 10:59 PM IST

কলকাতা, 21 নভেম্বর: জাতীয় শিশু সুরক্ষা প্রকল্প বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের করা সমালোচনা করলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক । সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই নিয়ে সরব হন রাজ্যের মন্ত্রী । তিনি জানান, সরকারের এই সিদ্ধান্তের ফলে শুধু 300টি এনসিএলপি বা ন্যাশনাল চাইল্ড প্রটেকশন প্রজেক্ট স্কুল বন্ধ হয়ে যায়নি । এর সঙ্গে যুক্ত ভলান্টিয়ার এবং সুপারভাইজাররাও চরম সংকটের মুখে পড়েছেন । ফলে বহু মানুষ অনিশ্চিত ভবিষ্যতের মুখে এসে দাঁড়িয়েছেন (Malay Ghatak criticises policy of central government)।

প্রসঙ্গত 1988 সালে এই প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকার । কিন্তু চলতি বছরের মার্চ মাসে এই প্রকল্পকে সর্বশিক্ষা মিশনের সঙ্গে মিলিয়ে দেওয়া হয় ৷ ফলে এই প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় 56 জন সুপারভাইজার এবং প্রায় তিন হাজারের বেশি স্বেচ্ছাসেবক তথা শিক্ষক সংকটের মধ্যে রয়েছেন । এখনও এদের সর্বশিক্ষা মিশনের মধ্যে যুক্ত না করায় তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে ।

আরও পড়ুন: ইঞ্জিনিয়ররা হাঁ-করে দাঁড়িয়ে থাকে তাই এই অবস্থা, গঙ্গার ঘাট সংস্কার প্রসঙ্গে মন্তব্য ফিরহাদের

মলয় ঘটক জানিয়েছেন, ইতিমধ্যেই দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি এই বিষয় নিয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রককে একটি চিঠি দিয়েছেন ৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তার কোনও জবাব দেওয়া হচ্ছে না । প্রসঙ্গত জাতীয় শিশু সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে এদিন বিধানসভার প্রশ্ন-উত্তর পর্বে প্রশ্ন করেন শাসকদলের বিধায়ক অপূর্ব সরকার । এই প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার আগে রাজ্যে প্রায় 300টি স্কুল ছিল আর প্রত্যেক স্কুলে প্রায় 10 জন স্বেচ্ছাসেবক শিক্ষক ছিলেন । মূলত এই স্কুলগুলির দায়িত্ব ছিল শিশুশ্রমের সঙ্গে যুক্তদের উদ্ধার করে শিক্ষার আলোতে তাদের ফিরিয়ে আনা । সে ক্ষেত্রে কেন্দ্রের এই পদক্ষেপ শুধু শিক্ষকদের অনিশ্চয়তার সামনে দাঁড় করায়নি, এখনও যারা শিশুশ্রমের সঙ্গে যুক্ত আছে তাদেরকেও একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী (Malay Ghatak) ।

এদিন মলয় ঘটক আরও জানিয়েছেন, রাজ্যে শিশু শ্রমিকের সংখ্যা গত সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলে উল্লেখযোগ্যভাবে কমেছে । একইসঙ্গে তাঁর দাবি,বাংলায় শিশু শ্রমিকের সংখ্যা উত্তরপ্রদেশ, গুজরাত বা মহারাষ্ট্রের মতো বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় অনেক কম । শুধু দাবি নয়, এদিন পরিসংখ্যান দিয়ে দাবির সত্যতাও প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি । মন্ত্রী জানিয়েছেন, 2011 সালে শেষ জনগণনা অনুযায়ী বাংলায় শিশু শ্রমিকের সংখ্যা ছিল 2 লক্ষ 34 হাজার 275 । একইভাবে উত্তরপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রে সে সময়ে শিশু শ্রমিকের সংখ্যা ছিল যথাক্রমে 8 লক্ষ 96 হাজার 301, 2 লক্ষ 50 হাজার 318, এবং 4 লক্ষ 96 হাজার 916 জন ।

কলকাতা, 21 নভেম্বর: জাতীয় শিশু সুরক্ষা প্রকল্প বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের করা সমালোচনা করলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক । সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই নিয়ে সরব হন রাজ্যের মন্ত্রী । তিনি জানান, সরকারের এই সিদ্ধান্তের ফলে শুধু 300টি এনসিএলপি বা ন্যাশনাল চাইল্ড প্রটেকশন প্রজেক্ট স্কুল বন্ধ হয়ে যায়নি । এর সঙ্গে যুক্ত ভলান্টিয়ার এবং সুপারভাইজাররাও চরম সংকটের মুখে পড়েছেন । ফলে বহু মানুষ অনিশ্চিত ভবিষ্যতের মুখে এসে দাঁড়িয়েছেন (Malay Ghatak criticises policy of central government)।

প্রসঙ্গত 1988 সালে এই প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকার । কিন্তু চলতি বছরের মার্চ মাসে এই প্রকল্পকে সর্বশিক্ষা মিশনের সঙ্গে মিলিয়ে দেওয়া হয় ৷ ফলে এই প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় 56 জন সুপারভাইজার এবং প্রায় তিন হাজারের বেশি স্বেচ্ছাসেবক তথা শিক্ষক সংকটের মধ্যে রয়েছেন । এখনও এদের সর্বশিক্ষা মিশনের মধ্যে যুক্ত না করায় তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে ।

আরও পড়ুন: ইঞ্জিনিয়ররা হাঁ-করে দাঁড়িয়ে থাকে তাই এই অবস্থা, গঙ্গার ঘাট সংস্কার প্রসঙ্গে মন্তব্য ফিরহাদের

মলয় ঘটক জানিয়েছেন, ইতিমধ্যেই দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি এই বিষয় নিয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রককে একটি চিঠি দিয়েছেন ৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তার কোনও জবাব দেওয়া হচ্ছে না । প্রসঙ্গত জাতীয় শিশু সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে এদিন বিধানসভার প্রশ্ন-উত্তর পর্বে প্রশ্ন করেন শাসকদলের বিধায়ক অপূর্ব সরকার । এই প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার আগে রাজ্যে প্রায় 300টি স্কুল ছিল আর প্রত্যেক স্কুলে প্রায় 10 জন স্বেচ্ছাসেবক শিক্ষক ছিলেন । মূলত এই স্কুলগুলির দায়িত্ব ছিল শিশুশ্রমের সঙ্গে যুক্তদের উদ্ধার করে শিক্ষার আলোতে তাদের ফিরিয়ে আনা । সে ক্ষেত্রে কেন্দ্রের এই পদক্ষেপ শুধু শিক্ষকদের অনিশ্চয়তার সামনে দাঁড় করায়নি, এখনও যারা শিশুশ্রমের সঙ্গে যুক্ত আছে তাদেরকেও একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী (Malay Ghatak) ।

এদিন মলয় ঘটক আরও জানিয়েছেন, রাজ্যে শিশু শ্রমিকের সংখ্যা গত সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলে উল্লেখযোগ্যভাবে কমেছে । একইসঙ্গে তাঁর দাবি,বাংলায় শিশু শ্রমিকের সংখ্যা উত্তরপ্রদেশ, গুজরাত বা মহারাষ্ট্রের মতো বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় অনেক কম । শুধু দাবি নয়, এদিন পরিসংখ্যান দিয়ে দাবির সত্যতাও প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি । মন্ত্রী জানিয়েছেন, 2011 সালে শেষ জনগণনা অনুযায়ী বাংলায় শিশু শ্রমিকের সংখ্যা ছিল 2 লক্ষ 34 হাজার 275 । একইভাবে উত্তরপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রে সে সময়ে শিশু শ্রমিকের সংখ্যা ছিল যথাক্রমে 8 লক্ষ 96 হাজার 301, 2 লক্ষ 50 হাজার 318, এবং 4 লক্ষ 96 হাজার 916 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.