ETV Bharat / state

চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়ার পরিকল্পনা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের - makaut_is_planning_to_take_final_sem_exam_via_online

কোরোনা ভাইরাস নিয়ে চলা পরিস্থিতি স্বাভাবিক হলেই চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) তথা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।

makaut_is_planning_to_take_final_sem_exam_via_online
চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা অনলাইনেই নেওয়ার পরিকল্পনা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
author img

By

Published : May 4, 2020, 8:05 PM IST

কলকাতা, 4 মে : কোরোনা ভাইরাস নিয়ে চলা পরিস্থিতি স্বাভাবিক হলেই চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) তথা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । এবার চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । গ্রেডেড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ফরম্যাটে অনলাইনে পরীক্ষা নেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে । সেই লক্ষ্যেই বর্তমানে পরিকাঠামো গড়ে তোলার কাজ করছে বিশ্ববিদ্যালয় ।

কোরোনা ভাইরাসের কারণে গোটা দেশে চলছে লকডাউন । বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান । রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান 10 জুন পর্যন্ত বন্ধ । এই পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা নেওয়া হবে ৷ অ্যাকাডেমিক ক্যালেন্ডার কী হবে সেই সংক্রান্ত পরামর্শমূলক গাইডলাইন প্রকাশ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা হবে । বাকি সিমেস্টারগুলি একটি করে এগিয়ে যাবে । সেই ঘোষণা অনুযায়ী MAKAUT আগেই সিদ্ধান্ত নিয়েছিল ৷ পরিস্থিতি স্বাভাবিক হলেই চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা নিয়ে নেওয়া হবে । তারপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেওয়া গাইডলাইনেও একই ধরনের পরামর্শ দেওয়া হয় । গাইডলাইনে আরও বলা হয়েছে, পরিকাঠামো অনুযায়ী অনলাইন ও অফলাইন দুই মোডেই পরীক্ষা নেওয়া যেতে পারে । সেই পরামর্শ মেনে চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।

এবিষয়ে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মৈত্র বলেন, " আমরা চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষাটা করব । অনলাইনেই চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা নেওয়ার কথা ভেবেছি । এখন সেজন্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে । প্ল্যাটফর্ম তৈরি করার কাজ চলছে । তৈরি হয়ে গেলে টেস্টিং করে দেখা হবে । " মোবাইলের মাধ্যমে পরীক্ষা নেওয়া যায় কি না, কোন সফটওয়্যার ব্যবহার করা হবে ৷ বাড়িতে বসে পরীক্ষা দেওয়া যাবে কি না , কবে করা হবে সব কাজ , ধাপে ধাপে করা হবে কি না , এই ধরনের বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে । যাতে এই পদ্ধতি সবার জন্য গ্রহণযোগ্য করে তোলা যায় সেই লক্ষ্যেই পরিকাঠামো তৈরি করছে বিশ্ববিদ্যালয় । অনলাইনে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে উপাচার্য বলেন, " অনলাইন ছাড়া তো এখন উপায় নেই । লকডাউন চলুক বা না চলুক ৷ সব জায়গা তো সুরক্ষিত বলে ঘোষণা করা হয়নি । পরীক্ষা দিতে এসে ছেলে-মেয়েরা অসুস্থ হয়ে পড়লে তো তার দায় বিশ্ববিদ্যালয়ের উপরই বর্তাবে । এভাবে তাদের আমরা বিপদের মুখে ঠেলে দিতে পারি না । "

কোন পদ্ধতিতে নেওয়া হবে অনলাইন পরীক্ষা? এই প্রশ্নের উত্তরে সৈকতবাবু বলেন, " সব ফরম্যাটই আছে । তবে, MCQ ছাড়া অন্য কোনও পদ্ধতিতে করা মুশকিল । আমরা গ্রেডেড MCQ পদ্ধতিতে করার কথা ভাবছি । বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এটা করার চেষ্টা করছি । এই গ্রেডেড পদ্ধতিতে সহজ থেকে কঠিন প্রশ্নের বিভিন্ন ভাগ থাকে । সহজ, মিডিয়াম, কঠিন, আরও কঠিন এই ধরনের বিভিন্ন ভাগ থাকবে । খুব ভালো পড়ুয়া, মধ্যমেধার পড়ুয়াদের মধ্যে পার্থক্য রাখতে হবে তো । খুব সহজ প্রশ্ন হলে সবার একই ফলাফল হবে । পার্থক্য করা যাবে না । এই গ্রেডেড পদ্ধতিতে পাশ করাটা সহজ হবে ৷ তার থেকে একটু ভালো ফল করা আরও একটু কঠিন হবে ৷ খুব ভালো ফল করাটা আরও কঠিন হবে । এভাবেই ভাগ করে প্রশ্ন থাকবে । GRE, GATE, NET - এর মতো যে পরীক্ষাগুলো হয় ৷ তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা গ্রেডেড MCQ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কথা ভাবছি । "

মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধীনে প্রায় 400 টি কলেজ আছে । কোর্স রয়েছে 60 টিরও বেশি । সাধারণত, চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা নিয়ে জুন-জুলাই মাসে ফল প্রকাশ করে দেয় MAKAUT । তবে , এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইন অনুযায়ী, জুলাই মাসে চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । বিশ্ববিদ্যালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয় মিলিয়ে চূড়ান্ত সিমেস্টারে প্রায় 25-30 হাজার পড়ুয়া রয়েছেন ।

অন্যদিকে, বাকি সেমেস্টারগুলির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইনে বলা হয়েছে ৷ অন্তর্বর্তী সিমেস্টারগুলোর ক্ষেত্রে অভ্যন্তরীণ পরীক্ষা ও আগের সিমেস্টারের ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে । সেই পরামর্শকে নিজেদের মতো করে লাগু করার বিষয়ে ভাবছে MAKAUT । তাঁরা অন্তর্বর্তী সিমেস্টারগুলোর জন্য শুধুমাত্র অভ্যন্তরীণ পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করার কথা ভাবছে । এবিষয়ে উপাচার্য সৈকত মৈত্র বলেন, " অন্যান্য সিমেস্টারের আমাদের অনলাইনে কন্টিনিউয়াস ইন্টার্নাল অ্যাসেসমেন্ট চলছে । সেই ইন্টার্নাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করা যায় কি না সেটা দেখা হচ্ছে । আমাদের এখানে ইন্টার্নাল অ্যাসেসমেন্ট খুব জোরদার । তাই আমাদের ক্ষেত্রে হয়তো আগের সিমেস্টারের ফলাফলের উপর নির্ভর নাও করতে হতে পারে । " এছাড়া, প্রত্যেক পড়ুয়ার জন্য গ্রেড আপগ্রেড করার সুযোগও থাকবে । অর্থাৎ, কোনও পড়ুয়া যদি তাঁর প্রাপ্ত গ্রেড নিয়ে অসন্তুষ্ট হন তাহলে তা আরও ভালো করার জন্য তাঁকে পরবর্তীকালে সুযোগ দেওয়া হবে ।

কলকাতা, 4 মে : কোরোনা ভাইরাস নিয়ে চলা পরিস্থিতি স্বাভাবিক হলেই চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) তথা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । এবার চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । গ্রেডেড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ফরম্যাটে অনলাইনে পরীক্ষা নেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে । সেই লক্ষ্যেই বর্তমানে পরিকাঠামো গড়ে তোলার কাজ করছে বিশ্ববিদ্যালয় ।

কোরোনা ভাইরাসের কারণে গোটা দেশে চলছে লকডাউন । বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান । রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান 10 জুন পর্যন্ত বন্ধ । এই পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা নেওয়া হবে ৷ অ্যাকাডেমিক ক্যালেন্ডার কী হবে সেই সংক্রান্ত পরামর্শমূলক গাইডলাইন প্রকাশ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা হবে । বাকি সিমেস্টারগুলি একটি করে এগিয়ে যাবে । সেই ঘোষণা অনুযায়ী MAKAUT আগেই সিদ্ধান্ত নিয়েছিল ৷ পরিস্থিতি স্বাভাবিক হলেই চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা নিয়ে নেওয়া হবে । তারপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেওয়া গাইডলাইনেও একই ধরনের পরামর্শ দেওয়া হয় । গাইডলাইনে আরও বলা হয়েছে, পরিকাঠামো অনুযায়ী অনলাইন ও অফলাইন দুই মোডেই পরীক্ষা নেওয়া যেতে পারে । সেই পরামর্শ মেনে চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।

এবিষয়ে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মৈত্র বলেন, " আমরা চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষাটা করব । অনলাইনেই চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা নেওয়ার কথা ভেবেছি । এখন সেজন্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে । প্ল্যাটফর্ম তৈরি করার কাজ চলছে । তৈরি হয়ে গেলে টেস্টিং করে দেখা হবে । " মোবাইলের মাধ্যমে পরীক্ষা নেওয়া যায় কি না, কোন সফটওয়্যার ব্যবহার করা হবে ৷ বাড়িতে বসে পরীক্ষা দেওয়া যাবে কি না , কবে করা হবে সব কাজ , ধাপে ধাপে করা হবে কি না , এই ধরনের বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে । যাতে এই পদ্ধতি সবার জন্য গ্রহণযোগ্য করে তোলা যায় সেই লক্ষ্যেই পরিকাঠামো তৈরি করছে বিশ্ববিদ্যালয় । অনলাইনে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে উপাচার্য বলেন, " অনলাইন ছাড়া তো এখন উপায় নেই । লকডাউন চলুক বা না চলুক ৷ সব জায়গা তো সুরক্ষিত বলে ঘোষণা করা হয়নি । পরীক্ষা দিতে এসে ছেলে-মেয়েরা অসুস্থ হয়ে পড়লে তো তার দায় বিশ্ববিদ্যালয়ের উপরই বর্তাবে । এভাবে তাদের আমরা বিপদের মুখে ঠেলে দিতে পারি না । "

কোন পদ্ধতিতে নেওয়া হবে অনলাইন পরীক্ষা? এই প্রশ্নের উত্তরে সৈকতবাবু বলেন, " সব ফরম্যাটই আছে । তবে, MCQ ছাড়া অন্য কোনও পদ্ধতিতে করা মুশকিল । আমরা গ্রেডেড MCQ পদ্ধতিতে করার কথা ভাবছি । বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এটা করার চেষ্টা করছি । এই গ্রেডেড পদ্ধতিতে সহজ থেকে কঠিন প্রশ্নের বিভিন্ন ভাগ থাকে । সহজ, মিডিয়াম, কঠিন, আরও কঠিন এই ধরনের বিভিন্ন ভাগ থাকবে । খুব ভালো পড়ুয়া, মধ্যমেধার পড়ুয়াদের মধ্যে পার্থক্য রাখতে হবে তো । খুব সহজ প্রশ্ন হলে সবার একই ফলাফল হবে । পার্থক্য করা যাবে না । এই গ্রেডেড পদ্ধতিতে পাশ করাটা সহজ হবে ৷ তার থেকে একটু ভালো ফল করা আরও একটু কঠিন হবে ৷ খুব ভালো ফল করাটা আরও কঠিন হবে । এভাবেই ভাগ করে প্রশ্ন থাকবে । GRE, GATE, NET - এর মতো যে পরীক্ষাগুলো হয় ৷ তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা গ্রেডেড MCQ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কথা ভাবছি । "

মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধীনে প্রায় 400 টি কলেজ আছে । কোর্স রয়েছে 60 টিরও বেশি । সাধারণত, চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা নিয়ে জুন-জুলাই মাসে ফল প্রকাশ করে দেয় MAKAUT । তবে , এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইন অনুযায়ী, জুলাই মাসে চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । বিশ্ববিদ্যালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয় মিলিয়ে চূড়ান্ত সিমেস্টারে প্রায় 25-30 হাজার পড়ুয়া রয়েছেন ।

অন্যদিকে, বাকি সেমেস্টারগুলির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইনে বলা হয়েছে ৷ অন্তর্বর্তী সিমেস্টারগুলোর ক্ষেত্রে অভ্যন্তরীণ পরীক্ষা ও আগের সিমেস্টারের ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে । সেই পরামর্শকে নিজেদের মতো করে লাগু করার বিষয়ে ভাবছে MAKAUT । তাঁরা অন্তর্বর্তী সিমেস্টারগুলোর জন্য শুধুমাত্র অভ্যন্তরীণ পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করার কথা ভাবছে । এবিষয়ে উপাচার্য সৈকত মৈত্র বলেন, " অন্যান্য সিমেস্টারের আমাদের অনলাইনে কন্টিনিউয়াস ইন্টার্নাল অ্যাসেসমেন্ট চলছে । সেই ইন্টার্নাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করা যায় কি না সেটা দেখা হচ্ছে । আমাদের এখানে ইন্টার্নাল অ্যাসেসমেন্ট খুব জোরদার । তাই আমাদের ক্ষেত্রে হয়তো আগের সিমেস্টারের ফলাফলের উপর নির্ভর নাও করতে হতে পারে । " এছাড়া, প্রত্যেক পড়ুয়ার জন্য গ্রেড আপগ্রেড করার সুযোগও থাকবে । অর্থাৎ, কোনও পড়ুয়া যদি তাঁর প্রাপ্ত গ্রেড নিয়ে অসন্তুষ্ট হন তাহলে তা আরও ভালো করার জন্য তাঁকে পরবর্তীকালে সুযোগ দেওয়া হবে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.