ETV Bharat / state

স্কুল পড়ুয়াদের জন্য অনলাইন প্রতিযোগিতা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে - makaut_arranged_online_competetion_for_school_students

বাড়িতে বসে শুধু পুঁথিগত পড়াশোনা করলে মানসিক অবসাদে ভুগতে পারেন পড়ুয়ারা । সেকারণে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যাতে মানসিকভাবেও নিজেদের ব্যস্ত রাখতে পারে সেই উদ্যোগ নিয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) । এবার সেই উদ্যোগে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজ পড়ুয়াদের সঙ্গে স্কুল পড়ুয়াদেরও শামিল করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

makaut_arranged_online_competetion_for_school_students
স্কুল পড়ুয়াদের জন্য অনলাইন প্রতিযোগিতার আয়োজন করল রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Apr 27, 2020, 10:24 PM IST

কলকাতা, 27 এপ্রিল : বাড়িতে বসে শুধু পুঁথিগত পড়াশোনা করলে মানসিক অবসাদে ভুগতে পারেন পড়ুয়ারা । সেকারণে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যাতে মানসিকভাবেও নিজেদের ব্যস্ত রাখতে পারে সেই উদ্যোগ নিয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) । এবার সেই উদ্যোগে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজ পড়ুয়াদের সঙ্গে স্কুল পড়ুয়াদেরও শামিল করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সম্প্রতি, MAKAUT স্কুল পড়ুয়াদের জন্য অনলাইন প্রতিযোগিতা চালু করেছে । যেখানে রান্না করা, পরিবারের কাজে সাহায্য করা, সেলাই করা, গল্পের বই, চলচ্চিত্র, কবিতার পর্যালোচনার করার মতো কাজ করলেই পুরষ্কার বা সার্টিফিকেট জিতে নেওয়ার সুযোগ পাবেন স্কুলের পড়ুয়ারা ।

কোরোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য তথা দেশজুড়ে চলছে লকডাউন । বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান । পড়ুয়ারা সবাই গৃহবন্দী । এই পরিস্থিতিতে লকডাউনের শুরু থেকেই অনলাইনে পড়ুয়া ও শিক্ষক উভয়েরই পঠন-পাঠনের ব্যবস্থা চালু করেছে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । কিন্তু, শুধু পঠন-পাঠনের ব্যবস্থা করেই থেমে থাকেনি এই বিশ্ববিদ্যালয় । পড়ুয়ারা লকডাউনে গৃহবন্দী অবস্থায় থেকে যাতে অবসাদে না ভোগেন ৷ সময় অপচয় না করেন ৷ তাই তাঁদের মানসিকভাবে ব্যস্ত রাখতে বাড়িতে বসেই বিভিন্ন সৃজনশীল ও বিশেষ কাজ করা বাধ্যতামূলক করা হয়েছিল । বিশ্ববিদ্যালয়ের দেওয়া বিশেষ বিশেষ কাজগুলি করলে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিতে অতিরিক্ত ক্রেডিট পাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল ৷ সেই উদ্যোগেরই এবার প্রসার ঘটাল রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । স্কুল পড়ুয়াদের জন্য একইভাবে বাড়িতে বসে বিশেষ বিশেষ কাজ করার অনলাইন প্রতিযোগিতা চালু করা হল । ঘরে থেকেই স্কুলের পড়ুয়ারা যাতে এই সব কাজ করার মাধ্যমে নিজেদের সৃজনশীল সত্ত্বার বহিঃপ্রকাশ ঘটাতে পারে সেজন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

স্কুল পড়ুয়াদের জন্য এই উদ্যোগ নিয়ে MAKAUT-এর উপাচার্য সৈকত মৈত্র বলেন, " নানা ক্যাটাগরি আছে । সেই ক্যাটাগরিগুলোতে ঘরে বসে ক্রিয়েটিভ কিছু করলে স্কুলের বাচ্চাদের জন্য সার্টিফিকেট বা পুরষ্কার থাকবে । লকডাউন খুললে তাদের ডেকে সম্বর্ধনা দেওয়া, পুরষ্কার ও সার্টিফিকেট দিতে পারি । যদি লকডাউন চলে তাহলে আমরা ডিজিট্যালিও সার্টিফিকেট পাঠিয়ে দিতে পারি । স্কুল পড়ুয়ারাই তো ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসবে । স্কুলের ছেলে-মেয়েদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা ও সৃজনশীল চিন্তাভাবনা না থাকলে তারা পরবর্তীকালে আমাদের সিস্টেমে আসলে মানিয়ে নেবে কী করে? সেই কারণেই ওদের জন্য প্রতিযোগিতা চালু করেছি । "

কী কী বিশেষ কাজ করতে পারেন স্কুল পড়ুয়ারা? দেখে নেব এক নজরে-

১) থিম ফটোগ্রাফি ( নির্দিষ্ট থিম নির্বাচন করে বাড়ির অভ্যন্তরে তোলা ফটোগ্রাফ ) এবং অনলাইনে প্রকাশনা ।

২) মোবাইল ফোন এবং অনলাইনে প্রকাশনা ব্যবহার করে ভিডিয়ো ফিল্ম ঘরে বসে তৈরি করা ।

৩) কবিতা, গল্প, ব্লগ এবং অনলাইন প্রকাশনা ।

৪) গল্পের বই, উপন্যাস, চলচ্চিত্র, ডকুমেন্টারি, ইউটিউব ভিডিওগুলির পর্যালোচনা ।

৫) রান্নার রেসিপি অথবা রান্না ( ভিডিয়ো ডকুমেন্টেশন সহ ) ।

৬) গান রেকর্ডিং ( ফটো / ভিডিয়ো ডকুমেন্টেশন সহ ) এবং অনলাইন প্রকাশনা ।

৭) বাড়ির মধ্যে বাগান করা ( ভিডিও ডকুমেন্টেশন সহ ) ।

৮) বাবা-মা এবং পরিবারের সদস্যদের পরিবারের কাজ ও বিষয়গুলিতে সহায়তা করা । যেমন - পরিষ্কার করা, আসবাবের পুনর্গঠন, ধোয়া, সাজসজ্জা ইত্যাদি ।

৯) সামাজিক সচেতনতা ছড়িয়ে দিতে এবং বার্তা দেওয়ার জন্য সামাজিক নেটওয়ার্কিং দল তৈরি করা ।

১০) বাড়িতে পশুপাখি, এবং বয়স্ক ব্যক্তিদের যত্ন নেওয়া ।

১১) ভাষা, কম্পিউটার প্রোগ্রামিং ইত্যাদির মতো কোনও দক্ষতা শেখা ।

১২) অনুশীলন যোগ, ধ্যান, অনুশীলন ।

১৩) সেলাই ।

১৪) COVID-19 সম্পর্কে সচেতনতার পোস্টার, ভিডিও এবং রচনা প্রবন্ধ ( বাংলা ও ইংরেজি ) । চারটি বিভাগ করে দেওয়া হয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পড়ুয়াদের । নার্সারি থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়াদের নিয়ে বিভাগ 1 , পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের নিয়ে বিভাগ 2 , নবম এবং দশম শ্রেণির পড়ুয়াদের নিয়ে বিভাগ 3 এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে বিভাগ 4 করা হয়েছে ।

এই প্রতিযোগিতায় স্বতন্ত্রভাবে যে কোনও বোর্ডের, যে কোনও স্কুল বা স্কুলের পড়ুয়া অংশগ্রহণ করতে পারেন । আবার চাইলে কোনও স্কুল একটি প্রতিযোগিতার আয়োজন করে, সেখানে নির্বাচিত পড়ুয়াদের ব্যতিক্রমী কাজগুলি বিশ্ববিদ্যালয়কে পাঠাতে পারে । উপরোক্ত বিশেষ কাজের তালিকা থেকে যে কোনও কাজ করে বিশ্ববিদ্যালয়ের দেওয়া নির্দিষ্ট ফরম্যাট অনুসারে schoolconnectmakaut19@gmail.com এই আইডিতে ই-মেল করে পাঠিয়ে দেওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের কাছে ।

কলকাতা, 27 এপ্রিল : বাড়িতে বসে শুধু পুঁথিগত পড়াশোনা করলে মানসিক অবসাদে ভুগতে পারেন পড়ুয়ারা । সেকারণে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যাতে মানসিকভাবেও নিজেদের ব্যস্ত রাখতে পারে সেই উদ্যোগ নিয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) । এবার সেই উদ্যোগে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজ পড়ুয়াদের সঙ্গে স্কুল পড়ুয়াদেরও শামিল করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সম্প্রতি, MAKAUT স্কুল পড়ুয়াদের জন্য অনলাইন প্রতিযোগিতা চালু করেছে । যেখানে রান্না করা, পরিবারের কাজে সাহায্য করা, সেলাই করা, গল্পের বই, চলচ্চিত্র, কবিতার পর্যালোচনার করার মতো কাজ করলেই পুরষ্কার বা সার্টিফিকেট জিতে নেওয়ার সুযোগ পাবেন স্কুলের পড়ুয়ারা ।

কোরোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য তথা দেশজুড়ে চলছে লকডাউন । বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান । পড়ুয়ারা সবাই গৃহবন্দী । এই পরিস্থিতিতে লকডাউনের শুরু থেকেই অনলাইনে পড়ুয়া ও শিক্ষক উভয়েরই পঠন-পাঠনের ব্যবস্থা চালু করেছে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । কিন্তু, শুধু পঠন-পাঠনের ব্যবস্থা করেই থেমে থাকেনি এই বিশ্ববিদ্যালয় । পড়ুয়ারা লকডাউনে গৃহবন্দী অবস্থায় থেকে যাতে অবসাদে না ভোগেন ৷ সময় অপচয় না করেন ৷ তাই তাঁদের মানসিকভাবে ব্যস্ত রাখতে বাড়িতে বসেই বিভিন্ন সৃজনশীল ও বিশেষ কাজ করা বাধ্যতামূলক করা হয়েছিল । বিশ্ববিদ্যালয়ের দেওয়া বিশেষ বিশেষ কাজগুলি করলে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিতে অতিরিক্ত ক্রেডিট পাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল ৷ সেই উদ্যোগেরই এবার প্রসার ঘটাল রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । স্কুল পড়ুয়াদের জন্য একইভাবে বাড়িতে বসে বিশেষ বিশেষ কাজ করার অনলাইন প্রতিযোগিতা চালু করা হল । ঘরে থেকেই স্কুলের পড়ুয়ারা যাতে এই সব কাজ করার মাধ্যমে নিজেদের সৃজনশীল সত্ত্বার বহিঃপ্রকাশ ঘটাতে পারে সেজন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

স্কুল পড়ুয়াদের জন্য এই উদ্যোগ নিয়ে MAKAUT-এর উপাচার্য সৈকত মৈত্র বলেন, " নানা ক্যাটাগরি আছে । সেই ক্যাটাগরিগুলোতে ঘরে বসে ক্রিয়েটিভ কিছু করলে স্কুলের বাচ্চাদের জন্য সার্টিফিকেট বা পুরষ্কার থাকবে । লকডাউন খুললে তাদের ডেকে সম্বর্ধনা দেওয়া, পুরষ্কার ও সার্টিফিকেট দিতে পারি । যদি লকডাউন চলে তাহলে আমরা ডিজিট্যালিও সার্টিফিকেট পাঠিয়ে দিতে পারি । স্কুল পড়ুয়ারাই তো ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসবে । স্কুলের ছেলে-মেয়েদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা ও সৃজনশীল চিন্তাভাবনা না থাকলে তারা পরবর্তীকালে আমাদের সিস্টেমে আসলে মানিয়ে নেবে কী করে? সেই কারণেই ওদের জন্য প্রতিযোগিতা চালু করেছি । "

কী কী বিশেষ কাজ করতে পারেন স্কুল পড়ুয়ারা? দেখে নেব এক নজরে-

১) থিম ফটোগ্রাফি ( নির্দিষ্ট থিম নির্বাচন করে বাড়ির অভ্যন্তরে তোলা ফটোগ্রাফ ) এবং অনলাইনে প্রকাশনা ।

২) মোবাইল ফোন এবং অনলাইনে প্রকাশনা ব্যবহার করে ভিডিয়ো ফিল্ম ঘরে বসে তৈরি করা ।

৩) কবিতা, গল্প, ব্লগ এবং অনলাইন প্রকাশনা ।

৪) গল্পের বই, উপন্যাস, চলচ্চিত্র, ডকুমেন্টারি, ইউটিউব ভিডিওগুলির পর্যালোচনা ।

৫) রান্নার রেসিপি অথবা রান্না ( ভিডিয়ো ডকুমেন্টেশন সহ ) ।

৬) গান রেকর্ডিং ( ফটো / ভিডিয়ো ডকুমেন্টেশন সহ ) এবং অনলাইন প্রকাশনা ।

৭) বাড়ির মধ্যে বাগান করা ( ভিডিও ডকুমেন্টেশন সহ ) ।

৮) বাবা-মা এবং পরিবারের সদস্যদের পরিবারের কাজ ও বিষয়গুলিতে সহায়তা করা । যেমন - পরিষ্কার করা, আসবাবের পুনর্গঠন, ধোয়া, সাজসজ্জা ইত্যাদি ।

৯) সামাজিক সচেতনতা ছড়িয়ে দিতে এবং বার্তা দেওয়ার জন্য সামাজিক নেটওয়ার্কিং দল তৈরি করা ।

১০) বাড়িতে পশুপাখি, এবং বয়স্ক ব্যক্তিদের যত্ন নেওয়া ।

১১) ভাষা, কম্পিউটার প্রোগ্রামিং ইত্যাদির মতো কোনও দক্ষতা শেখা ।

১২) অনুশীলন যোগ, ধ্যান, অনুশীলন ।

১৩) সেলাই ।

১৪) COVID-19 সম্পর্কে সচেতনতার পোস্টার, ভিডিও এবং রচনা প্রবন্ধ ( বাংলা ও ইংরেজি ) । চারটি বিভাগ করে দেওয়া হয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পড়ুয়াদের । নার্সারি থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়াদের নিয়ে বিভাগ 1 , পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের নিয়ে বিভাগ 2 , নবম এবং দশম শ্রেণির পড়ুয়াদের নিয়ে বিভাগ 3 এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে বিভাগ 4 করা হয়েছে ।

এই প্রতিযোগিতায় স্বতন্ত্রভাবে যে কোনও বোর্ডের, যে কোনও স্কুল বা স্কুলের পড়ুয়া অংশগ্রহণ করতে পারেন । আবার চাইলে কোনও স্কুল একটি প্রতিযোগিতার আয়োজন করে, সেখানে নির্বাচিত পড়ুয়াদের ব্যতিক্রমী কাজগুলি বিশ্ববিদ্যালয়কে পাঠাতে পারে । উপরোক্ত বিশেষ কাজের তালিকা থেকে যে কোনও কাজ করে বিশ্ববিদ্যালয়ের দেওয়া নির্দিষ্ট ফরম্যাট অনুসারে schoolconnectmakaut19@gmail.com এই আইডিতে ই-মেল করে পাঠিয়ে দেওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের কাছে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.