কলকাতা, 4 সেপ্টেম্বর : ঘোষণা করেছিলেন আগামী এক বছরের মধ্যে গড়ে দেওয়া হবে সেতু ৷ কিন্তু, আজ মাঝেরহাট সেতু ভেঙে পড়ার বর্ষপূর্তির দিনও মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি এক কথায় বিশবাঁও জলে ৷ ঠিক কবে মাঝেরহাটের বিকল্প সেতু তৈরি হবে তা এখনও জানেন না সেখানকার মানুষজন ৷
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিশেষজ্ঞ দল মাঝেরহাট সেতু পরিদর্শন করেছিল । নতুন সেতু তৈরির পরিকল্পনা হয়েছিল । গত বছর নভেম্বর মাসে ওই সেতু ভেঙে ফেলার কাজ শুরু হয় । নতুন সেতু তৈরিতে নামে বিশেষজ্ঞ সংস্থা । সেই কাজ এখনও শেষ করতে পারেনি সংস্থাটি । রাজ্যের পূর্ত দপ্তরের দাবি, তাদের অধীন সেতুর অংশগুলির কাজ চলছে দ্রুত গতিতে । কিন্তু রেলের অংশের জন্য থমকে রয়েছে কাজের ভবিষ্যৎ । সেতু তৈরির জন্য রেলের অনুমোদন লাগবে । কারণ শিয়ালদহ দক্ষিণ শাখার রেল লাইনের উপর দিয়ে এই সেতুর একটা বড় অংশ রয়েছে । নিয়ম মতো রেললাইনের উপর দিয়ে সেতু তৈরি করতে হলে রেলের অনুমোদন পেতে হয় । রেলের তরফে সেই অনুমোদন এখনও দেওয়া হয়নি বলে দাবি রেল কর্তৃপক্ষের ।
রেল সূত্রে খবর, সেতুর নকশা দেড় মাস আগে তাদের কাছে পাঠানো হয়েছে । বিষয়টি পর্যালোচনা করছে রেলওয়ে সুরক্ষা কমিটি । নিরাপত্তার বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হয়ে তবেই এই নকশায় অনুমোদন দেওয়া হবে ।
সেতুর কাজ পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে রাজ্য সরকারের বক্তব্য, “সবকিছু খতিয়ে দেখে তবেই সেতুর নকশা তৈরি করা হয়েছে । প্রস্তাবিত সেতুর নকশা তৈরি করেছে লি অ্যাসোসিয়েটস (Lee Associates) নামে দিল্লির একটি সংস্থা ।" এ দিকে সরকারের তরফে জানানো হয়েছে, সেতু তৈরির কাজ শেষ হতে হতে 2020 সালের মার্চ হয়ে যাবে ।