ETV Bharat / state

পার্কসার্কাসে অবরোধের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত - পার্ক সার্কাস

শুক্রবার পার্কসার্কাসেও প্রতিবাদ-বিক্ষোভ হয় । ওই দিন দুপুর আড়াইটে থেকে পার্কসার্কাসের সেভেন পয়েন্টে শুরু হয় অবরোধ । এই অবরোধের ফলে সৈয়দ আমির আলি অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, রেড রোড, এ জে সি বোস রোড, খিদিরপুর রোডে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে । মা উড়ালপুল এবং এ জে সি বোস রোড ফ্লাইওভারেও বন্ধ হয়ে যায় যান চলাচল ।

Park Circus
পার্ক সার্কাস
author img

By

Published : Dec 16, 2019, 11:30 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র প্রতিবাদে শুক্রবার(13 ডিসেম্বর) পার্কসার্কাসে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়েছিল । প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকে পার্কসার্কাসের সেভেন পয়েন্ট । ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি । এই ঘটনার পান্ডাকে আজ গ্রেপ্তার করল কলকাতা পুলিশ । তার নাম সৈয়দ জমিরুল হাসান । তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং সরকারি কাজে বাধা দানের অভিযোগ দায়ের করা হয়েছে ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে রাজ্যজুড়ে যে অশান্তি চলছে তার প্রভাব কলকাতা অনেকটাই কম। কলকাতা পুলিশের সক্রিয়তায় এখনও পর্যন্ত শহরের বুকে সেরকম কোনও অশান্তি হয়নি । যদিও শহরের বহু জায়গায় মিছিলের মাধ্যমে প্রতিবাদ হয়েছে । শুক্রবার পার্কসার্কাসেও প্রতিবাদ-বিক্ষোভ হয় । ওই দিন দুপুর আড়াইটে থেকে পার্কসার্কাসের সেভেন পয়েন্টে শুরু হয় অবরোধ । এই অবরোধের ফলে সৈয়দ আমির আলি অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, রেড রোড, এ জে সি বোস রোড, খিদিরপুর রোডে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে । মা উড়ালপুল এবং এ জে সি বোস রোড ফ্লাইওভারেও বন্ধ হয়ে যায় যান চলাচল ।

এই সংক্রান্ত আরও খবর : কলকাতায় পার্ক সার্কাসে আগুন জ্বালিয়ে অবরোধ

এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে কলকাতা পুলিশ । জানা যায়, এই অবরোধের পান্ডা সৈয়দ জমিরুল হাসান । সেই সূত্রেই আজ তাকে গ্রেপ্তার করা হয় ।

কলকাতা, 16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র প্রতিবাদে শুক্রবার(13 ডিসেম্বর) পার্কসার্কাসে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়েছিল । প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকে পার্কসার্কাসের সেভেন পয়েন্ট । ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি । এই ঘটনার পান্ডাকে আজ গ্রেপ্তার করল কলকাতা পুলিশ । তার নাম সৈয়দ জমিরুল হাসান । তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং সরকারি কাজে বাধা দানের অভিযোগ দায়ের করা হয়েছে ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে রাজ্যজুড়ে যে অশান্তি চলছে তার প্রভাব কলকাতা অনেকটাই কম। কলকাতা পুলিশের সক্রিয়তায় এখনও পর্যন্ত শহরের বুকে সেরকম কোনও অশান্তি হয়নি । যদিও শহরের বহু জায়গায় মিছিলের মাধ্যমে প্রতিবাদ হয়েছে । শুক্রবার পার্কসার্কাসেও প্রতিবাদ-বিক্ষোভ হয় । ওই দিন দুপুর আড়াইটে থেকে পার্কসার্কাসের সেভেন পয়েন্টে শুরু হয় অবরোধ । এই অবরোধের ফলে সৈয়দ আমির আলি অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, রেড রোড, এ জে সি বোস রোড, খিদিরপুর রোডে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে । মা উড়ালপুল এবং এ জে সি বোস রোড ফ্লাইওভারেও বন্ধ হয়ে যায় যান চলাচল ।

এই সংক্রান্ত আরও খবর : কলকাতায় পার্ক সার্কাসে আগুন জ্বালিয়ে অবরোধ

এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে কলকাতা পুলিশ । জানা যায়, এই অবরোধের পান্ডা সৈয়দ জমিরুল হাসান । সেই সূত্রেই আজ তাকে গ্রেপ্তার করা হয় ।

Intro:কলকাতা, 16 ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে পার্ক সার্কাসে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ। ঘটনা গত শুক্রবারের। প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকে 7 পয়েন্ট। তার জেরে বিস্তির্ণ অংশে ছড়িয়ে পড়ে যানজট। সেই ঘটনায় অবরোধের মূল পান্ডাকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ওই ব্যক্তির নাম সৈয়দ জমিরুল হাসান। তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং সরকারি কাজে বাধা দানের অভিযোগ আনা হয়েছে।


Body:নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্যজুড়ে যে অশান্তি চলছে তার হাত থেকে অনেকখানি মুক্ত কলকাতা। কলকাতা পুলিশের সক্রিয়তায় রাজ্যের রাজধানীতে সেভাবে অশান্তি হয়নি। শহরের বহু জায়গায় মিছিলের মাধ্যমে প্রতিবাদ হয়েছে ঠিকই। কিন্তু সেই মিছিল হিংসাত্মক হয়ে ওঠেনি। এর মাঝে একটাই অবরোধের ঘটনা ঘটেছে। সেটা শুক্রবার। ওই দিন দুপুর আড়াইটা থেকে পার্ক সার্কাসে শুরু হয় অবরোধ। এই অবরোধের ফলে সৈয়দ আমির আলি এভিনিউ, জওহরলাল নেহেরু রোড, চিত্তরঞ্জন এভিনিউ, রেড রোড, এ জে সি বোস রোড, খিদিরপুর রোডের যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। মা উড়ালপুল এবং এ জে সি বোস রোড ফ্লাইওভারেও বন্ধ হয়ে যায় যান চলাচল।



Conclusion:সেই ঘটনার জেরে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। জানা যায়, এই অবরোধের মূল পান্ডা সৈয়দ জমিরুল হাসান। সেই সূত্রেই আজ তাকে গ্রেপ্তার করল পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.