ETV Bharat / state

Garfa Hanging Body : ফ্ল্যাটের ছাদ থেকে পরিচারিকার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য গড়ফায়

ফ্ল্যাটের ছাদ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার ৷ ঘটনার নেপথ্যে খুন নাকি আত্মহত্যা ? তদন্তে গড়ফা থানার পুলিশ ৷

Hanging Body Recover
Hanging Body Recover
author img

By

Published : Nov 23, 2021, 9:25 AM IST

Updated : Nov 23, 2021, 9:45 AM IST

গড়ফা, 23 নভেম্বর : আবাসনের ছাদ থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার (Hanging Body Recover) । গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গড়ফা থানার 14 নম্বর কালীতলা পার্ক লেন এলাকায় ।


সোমবার রাতে আবাসনের ছাদে দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা । এরপরেই স্থানীয় গড়ফা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে এসএসকেএমে পাঠায় । তবে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ এদিন রাতেই মৃতার পরিবারের লোকজন এসে আবাসন মালিকের গাড়ি ভাঙচুর করে ৷ ফলে কিছুক্ষণের জন্য অশান্ত হয়ে ওঠে এলাকা ৷ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷

গড়ফা থানা সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রুমা ঘোষ (32) । তিনি পরিচারিকার কাজ করতেন । সোমবার কালীতলা পার্ক লেনের বাড়িতে কাজের জন্য যান রুমা । সেই পরিবারের অভিযোগ, লকডাউনের আগে সেখানে কাজ করতেন রুমা । পরে কোনও একটি কারণে তিনি কাজ ছেড়ে দেন । সোমবার ফের কাজ চাইতে যান আবাসনের মালিক এইচ কে মালাকার নামে এক ব্যক্তির কাছে । কিন্তু এতদিন পর কাজে আসার ফলে নতুন করে তাঁকে আর কাজে রাখতে চাননি মালিক । এরপরই ছাদ থেকে দেহ উদ্ধার হয় রুমার ঝুলন্ত দেহ ।

যদিও মৃতার পরিবারের অভিযোগ, রুমা লকডাউনের সময় ওই আবাসন মালিকের থেকে 50 হাজার টাকা ধার নিয়েছিলেন । চড়া সুদে সেই টাকার অঙ্ক দাঁড়ায় প্রায় এক লাখ । আবাসনের মালিক সেই টাকা ফেরৎ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন । সোমবার তাঁকে কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় ৷

গড়ফা থানা সূত্রে খবর, মৃতার স্বামী সুরজিৎ ঘোষ আজ সকালে আবাসন মালিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন । খুন নাকি আত্মহত্যা তা জানতে ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Anandapur Loot : আনন্দপুরে আবাসনে লুটের ঘটনায় 2 বছর পর গ্রেফতার অভিযুক্ত

গড়ফা, 23 নভেম্বর : আবাসনের ছাদ থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার (Hanging Body Recover) । গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গড়ফা থানার 14 নম্বর কালীতলা পার্ক লেন এলাকায় ।


সোমবার রাতে আবাসনের ছাদে দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা । এরপরেই স্থানীয় গড়ফা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে এসএসকেএমে পাঠায় । তবে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ এদিন রাতেই মৃতার পরিবারের লোকজন এসে আবাসন মালিকের গাড়ি ভাঙচুর করে ৷ ফলে কিছুক্ষণের জন্য অশান্ত হয়ে ওঠে এলাকা ৷ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷

গড়ফা থানা সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রুমা ঘোষ (32) । তিনি পরিচারিকার কাজ করতেন । সোমবার কালীতলা পার্ক লেনের বাড়িতে কাজের জন্য যান রুমা । সেই পরিবারের অভিযোগ, লকডাউনের আগে সেখানে কাজ করতেন রুমা । পরে কোনও একটি কারণে তিনি কাজ ছেড়ে দেন । সোমবার ফের কাজ চাইতে যান আবাসনের মালিক এইচ কে মালাকার নামে এক ব্যক্তির কাছে । কিন্তু এতদিন পর কাজে আসার ফলে নতুন করে তাঁকে আর কাজে রাখতে চাননি মালিক । এরপরই ছাদ থেকে দেহ উদ্ধার হয় রুমার ঝুলন্ত দেহ ।

যদিও মৃতার পরিবারের অভিযোগ, রুমা লকডাউনের সময় ওই আবাসন মালিকের থেকে 50 হাজার টাকা ধার নিয়েছিলেন । চড়া সুদে সেই টাকার অঙ্ক দাঁড়ায় প্রায় এক লাখ । আবাসনের মালিক সেই টাকা ফেরৎ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন । সোমবার তাঁকে কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় ৷

গড়ফা থানা সূত্রে খবর, মৃতার স্বামী সুরজিৎ ঘোষ আজ সকালে আবাসন মালিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন । খুন নাকি আত্মহত্যা তা জানতে ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Anandapur Loot : আনন্দপুরে আবাসনে লুটের ঘটনায় 2 বছর পর গ্রেফতার অভিযুক্ত

Last Updated : Nov 23, 2021, 9:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.