কলকাতা, 4 মে: কেন্দ্রের বঞ্চনার জেরে 32 ঘণ্টার জন্য ধরনায় বসলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন । বুধবার সকাল 10টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বসে মহিলা তৃণমূল । 100 দিনের কাজের টাকার পাশাপাশি কেন্দ্র যে টাকা দেওয়া বন্ধ করেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের, তার জন্য এবার দলের মহিলা সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন ।
রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এই 32 ঘণ্টা ধরে ধরনা দেন তৃণমূল কংগ্রেসের মহিলা সংঠগন । এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী শশী পাঁজা, সাংসদ মালা রায়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ বহু পৌরপ্রতিনিধিরা । এরই সঙ্গে বহু তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থকরা এসে জমায়েত করেন ওই ধরনা মঞ্চে । এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "আমাদের সুপ্রিমো বলেছিলেন যদি পয়সা না দেওয়া হয় তাহলে আমরা দিল্লি যাব ৷ আমাদের আন্দোলন চলবে । তাই আমরা ধরনায় বসেছি 32 ঘণ্টার জন্য । বাংলার মানুষ এখন বুঝে গিয়েছে কী হচ্ছে ৷ তাই আবারও ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তারা । ইডি সিবিআইকে কেন্দ্র সরকার পকেটে পুরে নিয়েছে ৷ যখন দরকার লাগছে পকেট থেকে বার করছে ।" এদিন বৃহস্পতিবার উপলক্ষে ওই ধরনা মঞ্চেই তাঁরা লক্ষ্মীপুজো করেন ৷ লক্ষ্মীর ভাণ্ডার রেখে তাতে ফুল মালা দিয়ে মন্ত্র উচ্চারণ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ অন্যান্যরা ।
প্রসঙ্গত, কিছুদিন আগে এই একই দাবি নিয়ে ধরনায় বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে দু'দিন ধরনা দিয়েছিলেন তিনি । এছাড়াও দিল্লিতে বহুবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে । রাজ্য সরকারের অভিযোগ, 100 দিনের টাকা-সহ যে বিভিন্ন খাতে কেন্দ্রের বকেয়া রয়েছে তা প্রায় এক লক্ষ 15 হাজার কোটি টাকা । ফলে যতদিন না ওই টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে মিটিয়ে দিচ্ছে ততদিন আন্দোলনে থাকবে বাংলার শাসক শিবির তৃণমূল কংগ্রেস ।
আরও পড়ুন : 'বিজেপি ভাইরাসের ভ্যাকসিন তৃণমূল', কেন্দ্রকে তোপ অভিষেকের