ETV Bharat / state

Mahakaran Metro Station: শহরের ঐতিহ্য ধরা থাক মহাকরণ মেট্রো স্টেশনে, ফিরহাদদের দাবি মানল কেএমআরসিএল

ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই হবে 'মহাকরণ স্টেশন' ৷ মেয়রের আবেদনে সাড়া কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 26, 2023, 7:39 AM IST

কলকাতা, 26 জুন: শহর কলকাতার বহু ইতিহাসের সাক্ষী বি বা দী বাগ। এক সময়ের এই 'সাহেব পাড়া' স্বাধীনতার পর থেকে 'অফিস পাড়া' হিসেবেই পরিচিত। ঐতিহ্যশালী ভবন থেকে শুরু করে স্থাপত্য-ভাস্কর্যের নানা মণিমুক্ত ছড়িয়ে আছে কলকাতার এই অন্যতম প্রাচীন জনপদে ৷ সেই ঐতিহ্যের সঙ্গেই সামঞ্জস্য রেখে ইস্ট ওয়েস্ট মেট্রোয় মহাকরণ স্টেশন তৈরি করা হোক । এমন আবেদন জানিয়ে সম্প্রতি কেএমআরসিএল তথা কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম । মেয়রের সেই আবেদনে সাড়া দিয়ে কেএমআরসিএলের পালটা চিঠি এল মেয়রের কাছে । তারা জানিয়েছে, ঐতিহ্য বজায় রেখেই তৈরি হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর 'মহাকরণ স্টেশন' ।

অফিস পাড়ার ঐতিহ্য বজায় রাখতে এমনিতেই নানা ধরনের উদ্যোগ নিয়েছে পৌরনিগম। সঙ্গে আছে রাজ্য সরকারের পর্যটন দফতরও। শহরজুড়ে হেরিটেজ ভবনগুলিকে সারা বছর আলোকিত করে রাখার পরিকল্পনা হয়েছে ৷ পাশাপাশি এই এলাকার বেশ কিছু ভবনের সংস্কার করতে বিশেষ পরিকল্পনাও আছে পৌরনিগমের ।

মেয়রের আবেদনে সাড়া দিয়েই মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই এলাকায় ঐতিহ্যশালী সব দৃশ্যমানতা যাতে কোনও ভাবে ব্যাঘাত না ঘটে সেই দিকেও নজর দেওয়া হচ্ছে ৷ এই এলাকায় ট্রাম লাইনের স্মৃতি সংরক্ষিত রাখতে স্টেশনের উপরের দিকে বিশেষ গ্যালারি তৈরি করা হচ্ছে । দেওয়াল চিত্রের মাধ্যমে এলাকার ইতিহাস ফুটিয়ে তোলা হবে ।

আরও পড়ুন: মহার্ঘ মেট্রো চলাচল! পয়লা জুন থেকে বাড়ছে স্মার্ট কার্ডের খরচ

তিলোত্তমার এই এলাকার সর্বত্রই ইতিহাস ফিসফিস কথা বলে। গোলদিঘি থেকে মহাকরণ, ট্রাম লাইন থেকে একের পর এক ঐতিহ্যশালী ভবন থাকায় এই এলাকা 'এ গ্রেড হেরিটেজ জোন'। আর সেখানে আধুনিক মানের স্টেশন হলেও তার উপরিকাঠামো বা দেখনদারি যাতে সেই ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ন হয় সেটাই আবেদন ছিল ফিরহাদ হকিমের । সেই চিঠির জবাব দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ ।

কলকাতা, 26 জুন: শহর কলকাতার বহু ইতিহাসের সাক্ষী বি বা দী বাগ। এক সময়ের এই 'সাহেব পাড়া' স্বাধীনতার পর থেকে 'অফিস পাড়া' হিসেবেই পরিচিত। ঐতিহ্যশালী ভবন থেকে শুরু করে স্থাপত্য-ভাস্কর্যের নানা মণিমুক্ত ছড়িয়ে আছে কলকাতার এই অন্যতম প্রাচীন জনপদে ৷ সেই ঐতিহ্যের সঙ্গেই সামঞ্জস্য রেখে ইস্ট ওয়েস্ট মেট্রোয় মহাকরণ স্টেশন তৈরি করা হোক । এমন আবেদন জানিয়ে সম্প্রতি কেএমআরসিএল তথা কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম । মেয়রের সেই আবেদনে সাড়া দিয়ে কেএমআরসিএলের পালটা চিঠি এল মেয়রের কাছে । তারা জানিয়েছে, ঐতিহ্য বজায় রেখেই তৈরি হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর 'মহাকরণ স্টেশন' ।

অফিস পাড়ার ঐতিহ্য বজায় রাখতে এমনিতেই নানা ধরনের উদ্যোগ নিয়েছে পৌরনিগম। সঙ্গে আছে রাজ্য সরকারের পর্যটন দফতরও। শহরজুড়ে হেরিটেজ ভবনগুলিকে সারা বছর আলোকিত করে রাখার পরিকল্পনা হয়েছে ৷ পাশাপাশি এই এলাকার বেশ কিছু ভবনের সংস্কার করতে বিশেষ পরিকল্পনাও আছে পৌরনিগমের ।

মেয়রের আবেদনে সাড়া দিয়েই মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই এলাকায় ঐতিহ্যশালী সব দৃশ্যমানতা যাতে কোনও ভাবে ব্যাঘাত না ঘটে সেই দিকেও নজর দেওয়া হচ্ছে ৷ এই এলাকায় ট্রাম লাইনের স্মৃতি সংরক্ষিত রাখতে স্টেশনের উপরের দিকে বিশেষ গ্যালারি তৈরি করা হচ্ছে । দেওয়াল চিত্রের মাধ্যমে এলাকার ইতিহাস ফুটিয়ে তোলা হবে ।

আরও পড়ুন: মহার্ঘ মেট্রো চলাচল! পয়লা জুন থেকে বাড়ছে স্মার্ট কার্ডের খরচ

তিলোত্তমার এই এলাকার সর্বত্রই ইতিহাস ফিসফিস কথা বলে। গোলদিঘি থেকে মহাকরণ, ট্রাম লাইন থেকে একের পর এক ঐতিহ্যশালী ভবন থাকায় এই এলাকা 'এ গ্রেড হেরিটেজ জোন'। আর সেখানে আধুনিক মানের স্টেশন হলেও তার উপরিকাঠামো বা দেখনদারি যাতে সেই ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ন হয় সেটাই আবেদন ছিল ফিরহাদ হকিমের । সেই চিঠির জবাব দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.