ETV Bharat / state

পিসি সরকার জুনিয়রকে তলব ইডির, সিজিও কমপ্লেক্সে হাজিরা জাদুসম্রাটের - টাওয়ার গ্রুপের চিট ফান্ড

PC Sorcar Junior at ED Office: শুক্রবার সকালে সল্টলেকে ইডি দফতরে হাজিরা দিতে এলেন পিসি সরকার জুনিয়র ৷ টাওয়ার গ্রুপের চিট ফান্ডে আর্থিক প্রতারণায় তাঁর নাম জড়িয়েছে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
ইডি অফিসে পিসি সরকার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 1:36 PM IST

Updated : Dec 22, 2023, 2:11 PM IST

জাদুসম্রাট পিসি সরকারের ইডি দফতরে হাজিরা

কলকাতা, 22 ডিসেম্বর: ইডি দফতরে এলেন জাদু সম্রাট জুনিয়র পিসি সরকার ৷ শুক্রবার দুপুরে সল্টলেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে আসেন তিনি ৷ ইডি সূত্রে খবর, তাঁকে টাওয়ার গ্ৰুপ চিটফান্ড মামলায় তলব করা হয়েছে ৷ কয়েকদিন আগেই টাওয়ার গ্রুপ কর্তা রমেন্দু চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েছে ইডি ৷ এরপরই টাওয়ার গ্রুপ চিট ফান্ড তদন্তে নাম উঠে আসে জাদু সম্রাটের ৷ ইতিমধ্যে একই মামলায় সিবিআই তল্লাশি হয় জাদু সম্রাটের বাড়িতে ৷ এবার সেই মামলায় ইডির তলব পেলেন জুনিয়র পিসি সরকার ৷

পিনকন গ্রুপ অ্যান্ড টাওয়ার ইনফোটেক লিমিটেডের আর্থিক জালিয়াতি মামলায় এ বছরের মার্চ মাসে তল্লাশি চালায় ইডি ৷ কলকাতা, শিলিগুড়ি, হাওড়া এবং আগরা-সহ 15 টি জায়গায় তল্লাশি চালায় ইডি ৷ এই তল্লাশিতে 1.27 কোটি নগদ-সহ বহু তথ্য বাজেয়াপ্ত করেন আধিকারিকরা ৷

ইডি সূত্রে জানা গিয়েছিল, টাওয়ার ইনফোটেক লিমিটেডের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সিবিআই এবং পশ্চিমবঙ্গ পুলিশ ৷ এই গ্রুপের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে ৷ দফায় দফায় 156 কোটি এবং 638 কোটি টাকা বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে এই গ্রুপ ৷ তারা সাধারণ মানুষকে বিভিন্ন স্কিমের লোভ দেখিয়ে চিট ফান্ডের নামে টাকা তোলে ৷ বেশি সুদে অনেক বেশি টাকা পাইয়ে দেওয়ার লোভও দেখানো হয় ৷ তবে পরে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হয়নি ৷ পিনকন গ্রুপ অ্যান্ড টাওয়ার গ্রুপের ডিরেক্টরদের বাড়িদেও তল্লাশি চালায় আধিকারিকরা ৷ মনোরঞ্জন রায়, হরি সিং, রমেন্দু চট্টোপাধ্যায়-সহ অনেকের বাড়িতেই হানা দেন তদন্তকারীরা ৷

এর আগে রাজ্য সারদা চিট ফান্ড মামলায় বহু সাধারণ মানুষ টাকা হারিয়েছেন ৷ তাতে গ্রেফতার হন সারদা কর্তা সুদীপ্ত সেন ও তার সহযোগী দেবযানী মুখোপাধ্যায় ৷ এর সঙ্গে নাম জড়ায় বহু রাজনৈতিক ব্যক্তিত্বেরও ৷

আরও পড়ুন:

  1. ব্যাংক প্রতারণা মামলায় কলকাতা-সহ বিভিন্ন জেলায় সিবিআই হানা
  2. বেল বন্ড জমা দিতে না পারায় জেল হেফাজত বহাল সারদাকর্তা সুদীপ্তর
  3. সিআইডির বিরুদ্ধে দেবযানীর মায়ের মামলার শুনানি পিছিয়ে গেল

জাদুসম্রাট পিসি সরকারের ইডি দফতরে হাজিরা

কলকাতা, 22 ডিসেম্বর: ইডি দফতরে এলেন জাদু সম্রাট জুনিয়র পিসি সরকার ৷ শুক্রবার দুপুরে সল্টলেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে আসেন তিনি ৷ ইডি সূত্রে খবর, তাঁকে টাওয়ার গ্ৰুপ চিটফান্ড মামলায় তলব করা হয়েছে ৷ কয়েকদিন আগেই টাওয়ার গ্রুপ কর্তা রমেন্দু চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েছে ইডি ৷ এরপরই টাওয়ার গ্রুপ চিট ফান্ড তদন্তে নাম উঠে আসে জাদু সম্রাটের ৷ ইতিমধ্যে একই মামলায় সিবিআই তল্লাশি হয় জাদু সম্রাটের বাড়িতে ৷ এবার সেই মামলায় ইডির তলব পেলেন জুনিয়র পিসি সরকার ৷

পিনকন গ্রুপ অ্যান্ড টাওয়ার ইনফোটেক লিমিটেডের আর্থিক জালিয়াতি মামলায় এ বছরের মার্চ মাসে তল্লাশি চালায় ইডি ৷ কলকাতা, শিলিগুড়ি, হাওড়া এবং আগরা-সহ 15 টি জায়গায় তল্লাশি চালায় ইডি ৷ এই তল্লাশিতে 1.27 কোটি নগদ-সহ বহু তথ্য বাজেয়াপ্ত করেন আধিকারিকরা ৷

ইডি সূত্রে জানা গিয়েছিল, টাওয়ার ইনফোটেক লিমিটেডের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সিবিআই এবং পশ্চিমবঙ্গ পুলিশ ৷ এই গ্রুপের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে ৷ দফায় দফায় 156 কোটি এবং 638 কোটি টাকা বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে এই গ্রুপ ৷ তারা সাধারণ মানুষকে বিভিন্ন স্কিমের লোভ দেখিয়ে চিট ফান্ডের নামে টাকা তোলে ৷ বেশি সুদে অনেক বেশি টাকা পাইয়ে দেওয়ার লোভও দেখানো হয় ৷ তবে পরে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হয়নি ৷ পিনকন গ্রুপ অ্যান্ড টাওয়ার গ্রুপের ডিরেক্টরদের বাড়িদেও তল্লাশি চালায় আধিকারিকরা ৷ মনোরঞ্জন রায়, হরি সিং, রমেন্দু চট্টোপাধ্যায়-সহ অনেকের বাড়িতেই হানা দেন তদন্তকারীরা ৷

এর আগে রাজ্য সারদা চিট ফান্ড মামলায় বহু সাধারণ মানুষ টাকা হারিয়েছেন ৷ তাতে গ্রেফতার হন সারদা কর্তা সুদীপ্ত সেন ও তার সহযোগী দেবযানী মুখোপাধ্যায় ৷ এর সঙ্গে নাম জড়ায় বহু রাজনৈতিক ব্যক্তিত্বেরও ৷

আরও পড়ুন:

  1. ব্যাংক প্রতারণা মামলায় কলকাতা-সহ বিভিন্ন জেলায় সিবিআই হানা
  2. বেল বন্ড জমা দিতে না পারায় জেল হেফাজত বহাল সারদাকর্তা সুদীপ্তর
  3. সিআইডির বিরুদ্ধে দেবযানীর মায়ের মামলার শুনানি পিছিয়ে গেল
Last Updated : Dec 22, 2023, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.