ETV Bharat / state

Madhyamik Exam Result 2023: মে মাসের শেষ সপ্তাহে ফল প্রকাশ মাধ্যমিক পরীক্ষার - মাধ্যমিক পরীক্ষা

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। তার আগেই ফল প্রকাশের দিন ঘোষণা করল পর্ষদ । মে মাসের শেষ সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ৷

Madhyamik Exam
মাধ্যমিক পরীক্ষা
author img

By

Published : Feb 21, 2023, 5:33 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই ফল ঘোষণার দিন জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ । 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে মে মাসের শেষ সপ্তাহে (Madhyamik Exam Result) । মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে ৷ 23 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা । পরীক্ষা চলবে 4 মার্চ পর্যন্ত । পরীক্ষা শুরুর আগেই মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । তিনি সকল পরীক্ষার্থীর শুভকামনা জানিয়েছেন । তিনি জানান, তাঁর ইচ্ছা রয়েছে জেলার বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে নিজে গিয়ে পরিদর্শন করার। পরীক্ষার্থীদের অভয় দিতেই এই পরিকল্পনা পর্ষদ সভাপতির ।

বৃহস্পতিবার প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হবে এ বছরের মাধ্যমিক । এবারে পরীক্ষার্থীর সংখ্যা 6 লক্ষ 98 হাজার 724 জন । এখনও বহু পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড সংগ্রহ করছে বলে জানা গিয়েছে । পরীক্ষা চালানোর জন্য 35 হাজার ইনভিজিলেটর রয়েছে । মোট 1226টি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে । বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী রয়েছে 987 জন । তার মধ্যে একজন পরীক্ষার্থী ডায়লিসিসের জন্য হাসপাতালে ভর্তি । তার জন্যেও বিশেষ ব্যবস্থা নিচ্ছে পর্ষদ । অন্যদিকে ক্রমেই বাড়ছে অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক । শিশুরা এই রোগের কবলে । চিকিৎসকদের মতে যদি কেউ অসুস্থ থাকে তবে তাকে স্কুলে না পাঠানোই শ্রেয় । সেবিষয়েও ভাবনা নিয়েছে পর্ষদ । যদি কারোর কোনও সমস্যা হয় পরীক্ষাকালীন তাহলে যে পর্যবেক্ষক রয়েছেন স্কুলে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন ।

প্রসঙ্গত, এবারে মাধ্যমিক পরীক্ষার মাঝে ইতিমধ্যেই একবার সূচি বদল হয়েছে । উপনির্বাচন থাকার জন্য ইতিহাস পরীক্ষা হবে মার্চ মাসের 1 তারিখ । তার উপর আবার পরীক্ষা শুরুর প্রথম দিনেই বনধ ঘোষণা হয়েছে পাহাড়ে । সাড়ে 9 হাজার পরীক্ষার্থী রয়েছে সেখানে । 60টি কেন্দ্রে হবে এই পরীক্ষার্থী ৷ কিন্তু এত কিছুর মাঝেও পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পরীক্ষা সুষ্ঠভাবে হওয়ার আশ্বাস দিয়েছেন ।

আরও পড়ুন: এবার মাধ্যমিকে গার্ড দেবেন প্রাথমিকের শিক্ষকরা, 'নজিরবিহীন ঘটনা' উত্তর দিনাজপুরে

কলকাতা, 21 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই ফল ঘোষণার দিন জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ । 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে মে মাসের শেষ সপ্তাহে (Madhyamik Exam Result) । মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে ৷ 23 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা । পরীক্ষা চলবে 4 মার্চ পর্যন্ত । পরীক্ষা শুরুর আগেই মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । তিনি সকল পরীক্ষার্থীর শুভকামনা জানিয়েছেন । তিনি জানান, তাঁর ইচ্ছা রয়েছে জেলার বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে নিজে গিয়ে পরিদর্শন করার। পরীক্ষার্থীদের অভয় দিতেই এই পরিকল্পনা পর্ষদ সভাপতির ।

বৃহস্পতিবার প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হবে এ বছরের মাধ্যমিক । এবারে পরীক্ষার্থীর সংখ্যা 6 লক্ষ 98 হাজার 724 জন । এখনও বহু পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড সংগ্রহ করছে বলে জানা গিয়েছে । পরীক্ষা চালানোর জন্য 35 হাজার ইনভিজিলেটর রয়েছে । মোট 1226টি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে । বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী রয়েছে 987 জন । তার মধ্যে একজন পরীক্ষার্থী ডায়লিসিসের জন্য হাসপাতালে ভর্তি । তার জন্যেও বিশেষ ব্যবস্থা নিচ্ছে পর্ষদ । অন্যদিকে ক্রমেই বাড়ছে অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক । শিশুরা এই রোগের কবলে । চিকিৎসকদের মতে যদি কেউ অসুস্থ থাকে তবে তাকে স্কুলে না পাঠানোই শ্রেয় । সেবিষয়েও ভাবনা নিয়েছে পর্ষদ । যদি কারোর কোনও সমস্যা হয় পরীক্ষাকালীন তাহলে যে পর্যবেক্ষক রয়েছেন স্কুলে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন ।

প্রসঙ্গত, এবারে মাধ্যমিক পরীক্ষার মাঝে ইতিমধ্যেই একবার সূচি বদল হয়েছে । উপনির্বাচন থাকার জন্য ইতিহাস পরীক্ষা হবে মার্চ মাসের 1 তারিখ । তার উপর আবার পরীক্ষা শুরুর প্রথম দিনেই বনধ ঘোষণা হয়েছে পাহাড়ে । সাড়ে 9 হাজার পরীক্ষার্থী রয়েছে সেখানে । 60টি কেন্দ্রে হবে এই পরীক্ষার্থী ৷ কিন্তু এত কিছুর মাঝেও পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পরীক্ষা সুষ্ঠভাবে হওয়ার আশ্বাস দিয়েছেন ।

আরও পড়ুন: এবার মাধ্যমিকে গার্ড দেবেন প্রাথমিকের শিক্ষকরা, 'নজিরবিহীন ঘটনা' উত্তর দিনাজপুরে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.