ETV Bharat / state

Madhyamik Exam Result 2023: মাধ্যমিকে পাশের হার কমল, ছেলেদের টপকে গেল মেয়েরা - সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়

আজ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা ৷ শুরু সাংবাদিক বৈঠক ৷ প্রথম হল বর্ধমানের দেবদত্তা মাঝি ৷ পাশের হার 2022 সালের থেকে কম ৷ এ বছর পাশের হার 86.15 শতাংশ ৷ তবে পাশের হারে কলকাতা তৃতীয় স্থানে ৷ প্রথম পূর্ব মেদিনীপুর ৷

ETV Bharat
মাধ্যমিক পরীক্ষার ফলাফল 2023
author img

By

Published : May 19, 2023, 10:11 AM IST

Updated : May 19, 2023, 1:08 PM IST

কলকাতা, 19 মে: মাধ্যমিকে পাশের হার সামান্য কমল। এবছর মাধ্যমিকে পাশের হার 86.15 শতাংশ। গতবছরের পাশের হার 86.60 শতাংশ ছিল । পাশাপাশি প্রথম দশে স্থান করে নিয়েছে মোট 118 জন । প্রথম স্থানে একজন । দ্বিতীয় স্থানে আছে দু'জন। তৃতীয় স্থান পেয়েছে 6 জন। এবার পাশের হারে ছেলেদের টপকে গিয়েছে মেয়েরা । মাধ্যমিকে প্রথম হয়েছে দেবদত্তা মাঝি ৷ সে পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী ৷ তার প্রাপ্ত নম্বর 697 এবং 99.57 শতাংশ ৷ অন্যদিকে, সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

দুপুর 12টায় মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে এই ফল দেখা যাচ্ছে ৷ এছাড়া আরও বেশ কিছু অ্যাপ এবং একাধিক সংবাদমাধ্যমের ওয়েবসাইটেও পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানার ব্যবস্থা আছে ৷ 2023 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল 23 ফেব্রুয়ারি ৷ পরের বছর পরীক্ষা শুরু হবে 2 ফেব্রুয়ারি । শেষ হবে 12 ফেব্রুয়ারির।

এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6 লক্ষ 98 হাজার 628 জন ৷ শেষমেশ পরীক্ষা দিয়েছে 6 লক্ষ 97 হাজার 212 ৷ পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা 2 লক্ষ 90 হাজার 172 জন, এবং মহিলা পরীক্ষার্থীর সংখ্যা 3 লক্ষ 56 হাজার 21 জন ৷ মহিলা পরীক্ষার্থীর সংখ্যা পুরুষদের তুলনায় 22 শতাংশ বেশি ৷ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই তথ্য জানালেন ৷

এবছর পরীক্ষার 76 দিনের মাথায় ফল মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল ৷ জেলা ভিত্তিক হিসেবে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর ৷ এখানে পাশের হার 97 শতাংশ । এরপর 94.18 শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে কালিম্পংয়ে, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা এবং চতুর্থ পশ্চিম মেদিনীপুর ৷ 16টি জেলা থেকে প্রথম 10 ব়্যাঙ্কে রয়েছে 118 জন ৷ কালিম্পং এবং কলকাতা থেকে মেধাতালিকায় জায়গা পায়নি কোনও পড়ুয়া।

পর্ষদ জানিয়েছে, 5 লক্ষ 65 হাজার 428 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে ৷ 44 হাজার পরীক্ষক মাধ্যমিক পরীক্ষার খাতা দেখেছেন ৷ মোট পাশের হার 86.15 ৷ এই হার গতবারের তুলনায় কম ৷ 2022 সালে 86.60 শতাংশ পরীক্ষার্থী পাশ করেছিল ৷ 20 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে ৷ 2 পরীক্ষার্থীর ফল অসম্পূর্ণ ।

আরও পড়ুন: আরও আধুনিক হল সিলেবাস, উচ্চমাধ্যমিক যুক্ত হল নয়া দু'টি বিষয়

2023 সালে পরীক্ষার্থীরা যে মার্কশিট ও সার্টিফিকেটে কিউ আর কোড থাকছে ৷ গ্রেডিংয়ের সঙ্গে আলাদা করে সামগ্রিক গ্রেড দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের ৷ এবার মহিলা পরীক্ষার্থীর পাশের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি ৷ 1 লক্ষেরও বেশি মহিলা পরীক্ষার্থী 2023 সালের মাধ্যমিক পরীক্ষা পাশ করেছে ৷ এদিকে 79 হাজার 694 জন পুরুষ পরীক্ষার্থী পাশ করেছে ৷ সাধারণ পরীক্ষার্থীদের পাশাপাশি তফশিলি জাতি ও তফশিলি উপজাতিভুক্ত পরীক্ষার্থীর হারও জানাল মধ্যশিক্ষা পর্ষদ ৷ 82.88 শতাংশ তফশিলি জাতিভুক্ত পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হয়েছে ৷ 76.03 শতাংশ তফশিলি উপজাতিভুক্ত পরীক্ষার্থী পরীক্ষার্থী পাশ করেছে ৷

কলকাতা, 19 মে: মাধ্যমিকে পাশের হার সামান্য কমল। এবছর মাধ্যমিকে পাশের হার 86.15 শতাংশ। গতবছরের পাশের হার 86.60 শতাংশ ছিল । পাশাপাশি প্রথম দশে স্থান করে নিয়েছে মোট 118 জন । প্রথম স্থানে একজন । দ্বিতীয় স্থানে আছে দু'জন। তৃতীয় স্থান পেয়েছে 6 জন। এবার পাশের হারে ছেলেদের টপকে গিয়েছে মেয়েরা । মাধ্যমিকে প্রথম হয়েছে দেবদত্তা মাঝি ৷ সে পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী ৷ তার প্রাপ্ত নম্বর 697 এবং 99.57 শতাংশ ৷ অন্যদিকে, সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

দুপুর 12টায় মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে এই ফল দেখা যাচ্ছে ৷ এছাড়া আরও বেশ কিছু অ্যাপ এবং একাধিক সংবাদমাধ্যমের ওয়েবসাইটেও পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানার ব্যবস্থা আছে ৷ 2023 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল 23 ফেব্রুয়ারি ৷ পরের বছর পরীক্ষা শুরু হবে 2 ফেব্রুয়ারি । শেষ হবে 12 ফেব্রুয়ারির।

এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6 লক্ষ 98 হাজার 628 জন ৷ শেষমেশ পরীক্ষা দিয়েছে 6 লক্ষ 97 হাজার 212 ৷ পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা 2 লক্ষ 90 হাজার 172 জন, এবং মহিলা পরীক্ষার্থীর সংখ্যা 3 লক্ষ 56 হাজার 21 জন ৷ মহিলা পরীক্ষার্থীর সংখ্যা পুরুষদের তুলনায় 22 শতাংশ বেশি ৷ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই তথ্য জানালেন ৷

এবছর পরীক্ষার 76 দিনের মাথায় ফল মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল ৷ জেলা ভিত্তিক হিসেবে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর ৷ এখানে পাশের হার 97 শতাংশ । এরপর 94.18 শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে কালিম্পংয়ে, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা এবং চতুর্থ পশ্চিম মেদিনীপুর ৷ 16টি জেলা থেকে প্রথম 10 ব়্যাঙ্কে রয়েছে 118 জন ৷ কালিম্পং এবং কলকাতা থেকে মেধাতালিকায় জায়গা পায়নি কোনও পড়ুয়া।

পর্ষদ জানিয়েছে, 5 লক্ষ 65 হাজার 428 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে ৷ 44 হাজার পরীক্ষক মাধ্যমিক পরীক্ষার খাতা দেখেছেন ৷ মোট পাশের হার 86.15 ৷ এই হার গতবারের তুলনায় কম ৷ 2022 সালে 86.60 শতাংশ পরীক্ষার্থী পাশ করেছিল ৷ 20 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে ৷ 2 পরীক্ষার্থীর ফল অসম্পূর্ণ ।

আরও পড়ুন: আরও আধুনিক হল সিলেবাস, উচ্চমাধ্যমিক যুক্ত হল নয়া দু'টি বিষয়

2023 সালে পরীক্ষার্থীরা যে মার্কশিট ও সার্টিফিকেটে কিউ আর কোড থাকছে ৷ গ্রেডিংয়ের সঙ্গে আলাদা করে সামগ্রিক গ্রেড দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের ৷ এবার মহিলা পরীক্ষার্থীর পাশের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি ৷ 1 লক্ষেরও বেশি মহিলা পরীক্ষার্থী 2023 সালের মাধ্যমিক পরীক্ষা পাশ করেছে ৷ এদিকে 79 হাজার 694 জন পুরুষ পরীক্ষার্থী পাশ করেছে ৷ সাধারণ পরীক্ষার্থীদের পাশাপাশি তফশিলি জাতি ও তফশিলি উপজাতিভুক্ত পরীক্ষার্থীর হারও জানাল মধ্যশিক্ষা পর্ষদ ৷ 82.88 শতাংশ তফশিলি জাতিভুক্ত পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হয়েছে ৷ 76.03 শতাংশ তফশিলি উপজাতিভুক্ত পরীক্ষার্থী পরীক্ষার্থী পাশ করেছে ৷

Last Updated : May 19, 2023, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.