ETV Bharat / state

Madhyamik Exam 2024 Routine: সামনের বছর এগিয়ে আসছে মাধ্যমিক, দেখে নিন রুটিন - মাধ্যমিক পরীক্ষা

সামনের বছর অনেকটাই এগিয়ে আসছে মাধ্যমিক পরীক্ষা ৷ লোকসভা ভোটের কারণে পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ একনজরে দেখে নিন 2024 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন ৷

Madhyamik Exam 2024 Routine
Madhyamik Exam 2024 Routine
author img

By

Published : May 19, 2023, 11:59 AM IST

কলকাতা, 19 মে: সামনের বছর এগিয়ে আসছে মাধ্যমিক পরীক্ষা ৷ 2024 সালে লোকসভা ভোট থাকায় মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ তিনি জানান, আগামী বছরে মাধ্যমিক শুরু হবে 2 ফেব্রুয়ারি থেকে ৷ চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত ৷

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আজ জানিয়েছেন, পরীক্ষা এগিয়ে আনার মূল কারণ 2024 সালের লোকসভা নির্বাচন ৷ এ ছাড়াও আরও কিছু কারণে পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে বলে জানান তিনি ৷ তবে সেই কারণগুলি কী, তা স্পষ্ট ভাবে তিনি কিছু জানাননি ৷ আগামী বছরের যে রুটিন প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, এ বছরের থেকে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা 21 দিন এগিয়ে আসছে ৷

সামনের বছর 2 ফেব্রুয়ারি, শুক্রবার শুরু হবে মাধ্যমিক ৷ প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা ৷ এরপর 3 ফেব্রুয়ারি, শনিবার দ্বিতীয় ভাষার পরীক্ষা ৷ তারপর রবিবারের ছুটি পেরিয়ে 5 ফেব্রুয়ারি, সোমবার রয়েছে ইতিহাস পরীক্ষা ৷ 6 ফেব্রুয়ারি, মঙ্গলবার রয়েছে ভূগোল পরীক্ষা ৷ এরপর একদিন ছুটি দেওয়া হয়েছে ৷ বুধবারের ছুটি পেরিয়ে 8 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রয়েছে অঙ্ক পরীক্ষা ৷ 9 ফেব্রুয়ারি শুক্রবার রয়েছে জীবন বিজ্ঞান পরীক্ষা ৷ 10 ফেব্রুয়ারি, শনিবার রয়েছে ভৌত বিজ্ঞান পরীক্ষা ৷ এরপর রবিবারের ছুটি কাটিয়ে 12 ফেব্রুয়ারি সোমবার রয়েছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা ৷

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 23 ফেব্রুয়ারি ৷ আর পরীক্ষা শেষ হয় 4 মার্চ ৷ পরীক্ষার 76 দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হয় ফলাফল ৷ এ বারের মাধ্যমিকে পাশের হার 86.15 শতাংশ ৷ মেধাতালিকায় জায়গা করে নিয়েছে 16টি জেলার 118 জন ৷ তবে সেই তালিকায় নাম নেই কলকাতার ৷

আরও পড়ুন: মেধাতালিকায় বাজিমাত জেলার, প্রথম কাটোয়ার দেবদত্তা; দ্বিতীয় বর্ধমানেরই শুভম

কলকাতা, 19 মে: সামনের বছর এগিয়ে আসছে মাধ্যমিক পরীক্ষা ৷ 2024 সালে লোকসভা ভোট থাকায় মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ তিনি জানান, আগামী বছরে মাধ্যমিক শুরু হবে 2 ফেব্রুয়ারি থেকে ৷ চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত ৷

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আজ জানিয়েছেন, পরীক্ষা এগিয়ে আনার মূল কারণ 2024 সালের লোকসভা নির্বাচন ৷ এ ছাড়াও আরও কিছু কারণে পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে বলে জানান তিনি ৷ তবে সেই কারণগুলি কী, তা স্পষ্ট ভাবে তিনি কিছু জানাননি ৷ আগামী বছরের যে রুটিন প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, এ বছরের থেকে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা 21 দিন এগিয়ে আসছে ৷

সামনের বছর 2 ফেব্রুয়ারি, শুক্রবার শুরু হবে মাধ্যমিক ৷ প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা ৷ এরপর 3 ফেব্রুয়ারি, শনিবার দ্বিতীয় ভাষার পরীক্ষা ৷ তারপর রবিবারের ছুটি পেরিয়ে 5 ফেব্রুয়ারি, সোমবার রয়েছে ইতিহাস পরীক্ষা ৷ 6 ফেব্রুয়ারি, মঙ্গলবার রয়েছে ভূগোল পরীক্ষা ৷ এরপর একদিন ছুটি দেওয়া হয়েছে ৷ বুধবারের ছুটি পেরিয়ে 8 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রয়েছে অঙ্ক পরীক্ষা ৷ 9 ফেব্রুয়ারি শুক্রবার রয়েছে জীবন বিজ্ঞান পরীক্ষা ৷ 10 ফেব্রুয়ারি, শনিবার রয়েছে ভৌত বিজ্ঞান পরীক্ষা ৷ এরপর রবিবারের ছুটি কাটিয়ে 12 ফেব্রুয়ারি সোমবার রয়েছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা ৷

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 23 ফেব্রুয়ারি ৷ আর পরীক্ষা শেষ হয় 4 মার্চ ৷ পরীক্ষার 76 দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হয় ফলাফল ৷ এ বারের মাধ্যমিকে পাশের হার 86.15 শতাংশ ৷ মেধাতালিকায় জায়গা করে নিয়েছে 16টি জেলার 118 জন ৷ তবে সেই তালিকায় নাম নেই কলকাতার ৷

আরও পড়ুন: মেধাতালিকায় বাজিমাত জেলার, প্রথম কাটোয়ার দেবদত্তা; দ্বিতীয় বর্ধমানেরই শুভম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.