ETV Bharat / state

Madhyamik 2022 Merit List: মাধ্যমিকে মেধাতালিকায় 114, যুগ্ম প্রথম বাঁকুড়ার অর্ণব-পূর্ব বর্ধমানের রৌনক - মাধ্যমিক মেধাতালিকা

মাধ্যমিকে মেধাতালিকায় শীর্ষে বাঁকুড়ার অর্ণব ঘড়াই ও পূর্ব বর্ধমানের রৌনক মণ্ডল (Madhyamik 2022 Merit List)৷ চতুর্থ হয়ে কলকাতায় প্রথম হয়েছে পাঠভবনের ছাত্রী শ্রুতর্ষি ত্রিপাঠি (Raunak Mandal Arnab Ghorai Top With 693 Marks)৷

Madhyamik 2022 Merit List: Raunak Mandal Arnab Ghorai Tops With 693 Marks
মাধ্যমিকে যুগ্ম প্রথম বাঁকুড়ার অর্ণব-পূর্ব বর্ধমানের রৌনক, চতুর্থ কলকাতার শ্রুতর্ষি
author img

By

Published : Jun 3, 2022, 9:42 AM IST

Updated : Jun 3, 2022, 11:37 AM IST

কলকাতা, 3 জুন: মাধ্যমিকে মেধাতালিকায় যুগ্ম ভাবে প্রথম স্থান অধিকার করল বাঁকুড়া ও পূর্ব বর্ধমান (Madhyamik 2022 Merit List)৷ বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই 693 নম্বর অর্থাৎ 99 শতাংশ নম্বর পেয়ে মেধাতালিকার শীর্ষে রয়েছে ৷ পূর্ব বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র রৌনক মণ্ডলও ওই একই নম্বর পেয়ে প্রথম হয়েছে ৷

দ্বিতীয়ও হয়েছে দুজন ৷ মালদার আদর্শবাণি স্কুলের কৌশিকী সরকার ও ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের রৌনক মণ্ডল 692 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ৷ আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যাণ গার্লস হাইস্কুলের অনন্যা দাশগুপ্ত ও পূর্ব মেদিনীপুরের শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠের দেবশিখা প্রধান 691 নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ৷

আরও পড়ুন: Madhyamik Result 2022: মাধ্যমিকে পাশের হার 86.6%, সবার উপরে পূর্ব মেদিনীপুর

690 নম্বর পেয়ে চতুর্থ হয়েছে চারজন ৷ আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হাইস্কুলের ছাত্র অভীক দাস, মালদার অভিষেক গুপ্ত, হুগলির সাগ্নিক কুমার দে ও কলকাতার শ্রুতর্ষি ত্রিপাঠি ৷ চতুর্থ স্থানে থেকে কলকাতা থেকে প্রথম হয়েছে শ্রুতর্ষি ৷ সে কলকাতার পাঠভবনের পড়ুয়া (Raunak Mandal Arnab Ghorai Top With 693 Marks)৷

689 নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে 11 জন । 688 নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে 6 জন ৷ 687 নম্বর পেয়ে 10 জন রয়েছে সপ্তম স্থানে ৷ 686 নম্বর পেয়ে 22 জন অষ্টম স্থান অধিকার করেছে ৷ 15 জন রয়েছে নবম স্থানে ৷ তাদের প্রাপ্ত নম্বর 685 ৷ 684 নম্বর পেয়ে 40 জন দশম স্থান অধিকার করেছেন ৷ এ বছর মেধাতালিকায় মোট জায়গা করে নিয়েছেন 114 জন ৷

আরও পড়ুন: Madhyamik Result 2022 : মাধ্যমিকে যুগ্ম প্রথম, ডাক্তার হতে চায় সিএমএস স্কুলের ছাত্র রৌনক

কলকাতা, 3 জুন: মাধ্যমিকে মেধাতালিকায় যুগ্ম ভাবে প্রথম স্থান অধিকার করল বাঁকুড়া ও পূর্ব বর্ধমান (Madhyamik 2022 Merit List)৷ বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই 693 নম্বর অর্থাৎ 99 শতাংশ নম্বর পেয়ে মেধাতালিকার শীর্ষে রয়েছে ৷ পূর্ব বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র রৌনক মণ্ডলও ওই একই নম্বর পেয়ে প্রথম হয়েছে ৷

দ্বিতীয়ও হয়েছে দুজন ৷ মালদার আদর্শবাণি স্কুলের কৌশিকী সরকার ও ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের রৌনক মণ্ডল 692 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ৷ আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যাণ গার্লস হাইস্কুলের অনন্যা দাশগুপ্ত ও পূর্ব মেদিনীপুরের শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠের দেবশিখা প্রধান 691 নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ৷

আরও পড়ুন: Madhyamik Result 2022: মাধ্যমিকে পাশের হার 86.6%, সবার উপরে পূর্ব মেদিনীপুর

690 নম্বর পেয়ে চতুর্থ হয়েছে চারজন ৷ আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হাইস্কুলের ছাত্র অভীক দাস, মালদার অভিষেক গুপ্ত, হুগলির সাগ্নিক কুমার দে ও কলকাতার শ্রুতর্ষি ত্রিপাঠি ৷ চতুর্থ স্থানে থেকে কলকাতা থেকে প্রথম হয়েছে শ্রুতর্ষি ৷ সে কলকাতার পাঠভবনের পড়ুয়া (Raunak Mandal Arnab Ghorai Top With 693 Marks)৷

689 নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে 11 জন । 688 নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে 6 জন ৷ 687 নম্বর পেয়ে 10 জন রয়েছে সপ্তম স্থানে ৷ 686 নম্বর পেয়ে 22 জন অষ্টম স্থান অধিকার করেছে ৷ 15 জন রয়েছে নবম স্থানে ৷ তাদের প্রাপ্ত নম্বর 685 ৷ 684 নম্বর পেয়ে 40 জন দশম স্থান অধিকার করেছেন ৷ এ বছর মেধাতালিকায় মোট জায়গা করে নিয়েছেন 114 জন ৷

আরও পড়ুন: Madhyamik Result 2022 : মাধ্যমিকে যুগ্ম প্রথম, ডাক্তার হতে চায় সিএমএস স্কুলের ছাত্র রৌনক

Last Updated : Jun 3, 2022, 11:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.