কলকাতা, 22 মে: তবে কী মুকুল রায়ের মতো অ্যালঝাইমার্সের সমস্যায় ভুগছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ৷ এই প্রশ্ন উঠছে, কারণ মুকুলের মতো সব ভুলে যাচ্ছেন মদনও ৷ যে এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তিকে নিয়ে এত বিতর্কে মদন মিত্র, যে কারণে দু'দিন আগে সাংবাদিক বৈঠক করে হাসপাতাল কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন সেই হাসপাতালের নামই সোমবার মনে করতে পারছেন না তিনি ৷ তাঁর কথায়, এসএসকেএম বা পিজি নামক হাসপাতালের কথা তাঁর অজানা ৷ পিজি বলতে তিনি বোঝেন পোস্ট গ্রাজুয়েটকে ।
প্রসঙ্গত, শনিবার থেকেই মদন মিত্রের নামের সঙ্গে পিজি'র বিতর্ক জড়িয়ে গিয়েছিল । তবে প্রথমে এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে খড়্গহস্ত হলেও রবিবার বিকেল থেকেই পিজি নিয়ে সুর নরম হতে শুরু করে মদনের । রবিবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসএসকেএম-এর তরফে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা প্রসঙ্গে মদন মিত্র জানান, এফআইআর করার কথা যাদের মনে হয়েছে করেছে ৷ এসএসকেএম-এ যদি মানুষ পরিষেবা পান, তাহলে সেখানে যাবেন, কেন যাবেন না !
একইসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশ্যে তিনি গতকাল বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষকে আমি বলব আমি কারও সঙ্গে খারাপ ব্যবহার করিনি । কারও সঙ্গেই দুর্ব্যবহার করিনি । তা সত্ত্বেও শুধু আমার উপস্থিতিতে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন আমি দুঃখিত। কর্মীদের সঙ্গে তো আমার কোনও ঝগড়া নেই। মনে হয়েছিল পেশেন্ট অনেকক্ষণ ধরে পড়ে আছে, দেখলে ভালো হতো ।"
তবে সোমবার তাঁর পুরনো অবস্থান থেকে সরে মদন বলেন, "বয়কট পিজি । এ রকম বলেছিলাম নাকি ! আমার হ্যালুসিনেশন রোগ আছে । অ্যালঝাইমার্স শুরু হয়েছে । ভুলে গিয়েছি । মুকুলের রোগ ধরেছে । একটা গেঞ্জি কিনেছি । তাতে লেখা 'এ বার সন্ন্যাস নেব'। সন্ন্যাসী হতে হলে আগে লালন ফকির হতে হবে ।"
আরও পড়ুন: 'তৃণমূল আমলেও কেস খেলাম', মেডিক্যালে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য মদনের
এদিন কলকাতা থেকে বাঁকুড়া যাওয়ার আগে এভাবেই পিজি পর্ব নিয়ে প্রতিক্রিয়া দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তবে তাঁর এদিনের বক্তব্যে অনেকেই অবাক । তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে তৃণমূল বিষয়টি নিয়ে আর বিতর্ক চাইছে না, সেই সূত্রেই মদনের এই উলটপুরাণ ৷