ETV Bharat / state

Madan Mitra: আঙুর ফল টক, লাইভে এসে ট্রোলের জবাব ‘কালারফুল’ মদনের - bhabanipur bypoll

তাঁর মিউজিক ভিডিয়ো (Music Video) নিয়ে ট্রোল ও মিমের বন্যা বয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ফেসবুক লাইভে এসে যাবতীয় ট্রোলের জবাব দিলেন মদন মিত্র (Madan Mitra) ৷

Madan Mitra reacts on trolls over his music video
আঙুর ফল টক, লাইভে এসে ট্রোলের জবাব মদন মিত্রের
author img

By

Published : Sep 24, 2021, 12:57 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর: সম্প্রতি সামাজিক মাধ্যমে রিলিজ করেছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) কণ্ঠে 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া' শীর্ষক একটি গান (Music Video) । ভবানীপুরের উপনির্বাচনের (Bhabanipur Bypoll) প্রচারে মদনের এই গানটি দর্শকের সামনে আসা মাত্রই তাঁকে ট্রোল ও মিমের শিকার হতে হয়েছে । নানাজনে নানা কথা বলছেন । এমনকী এই গানের সঙ্গে দুর্গারূপে অবতীর্ণ হয়েছেন মানসী সেনগুপ্ত, তিনিও ট্রোলড হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ইটিভি ভারতের কাছে । তবে এবার যাবতীয় সমালোচনার জবাব দিলেন মদন মিত্র ৷

মিম ও ট্রোলের খবর স্বাভাবিকভাবেই চোখ এড়িয়ে যায়নি বিধায়কেরও । আর তাই সেই সব মিম ও ট্রোলের জবাব দিতে তিনি বৃহস্পতিবার বেলা একটায় লাইভে আসেন তাঁর ফেসবুক পেজ থেকে । মদন বলেন, "এই মিউজিক ভিডিয়োটা আসার পর কম করে এক থেকে দেড় লক্ষ অনুরোধ পেয়েছি, যাতে আমার আগামী ভিডিয়োতে তাঁদের চান্স দিই । অলরেডি এই লাইভ 1100 জন দেখছেন । লোকের হিংসে তো হবেই । আসলে আঙুর ফল টক ।"

Madan Mitra reacts on trolls over his music video
মিউজিক ভিডিয়োয় মদন

আরও পড়ুন: Madan Mitra : মমতার হাত ধরে সামনে হাঁটি; আগমনীর সুরে মমতার প্রচারে কালারফুল মদন

আত্মবিশ্বাসী কালারফুল মদন মিত্র আরও বলেন, "কলকাতায় আগে শিক্ষিতদের বসবাস ছিল । এখন চ্যাংড়া ছ্যাবলাতে ভরে গিয়েছে । আমি এই সব পাগল- ছাগলদের উত্তর দিতে বাধ্য নই যে, আমি র‍্যাপ গেয়েছি নাকি গান । তাঁরা দয়া করে নচিকেতা এবং কবীর সুমনের কাছে যান, আমি কী গেয়েছি তা জানার জন্য । আমার বিশ্বাস, এই গান পুজোয় ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকবে ।"

আরও পড়ুন : Madan Mitra : আকাশে হেলিকপ্টার দেখা যাচ্ছে না, বিজেপির স্টার ক্যাম্পেনাররা নেই ; কটাক্ষ মদনের

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কথার মাঝে মাঝে 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া' গানের দু'এক কলি গাইতেও শোনা যায় তৃণমূল বিধায়ককে ।

আরও পড়ুন : Mamata Banerjee : জাতীয় ইস্যু নিয়ে সরব তৃণমূল নেত্রী, ভবানীপুর থেকেই ভারত জয়ের বার্তা মমতার

কলকাতা, 24 সেপ্টেম্বর: সম্প্রতি সামাজিক মাধ্যমে রিলিজ করেছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) কণ্ঠে 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া' শীর্ষক একটি গান (Music Video) । ভবানীপুরের উপনির্বাচনের (Bhabanipur Bypoll) প্রচারে মদনের এই গানটি দর্শকের সামনে আসা মাত্রই তাঁকে ট্রোল ও মিমের শিকার হতে হয়েছে । নানাজনে নানা কথা বলছেন । এমনকী এই গানের সঙ্গে দুর্গারূপে অবতীর্ণ হয়েছেন মানসী সেনগুপ্ত, তিনিও ট্রোলড হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ইটিভি ভারতের কাছে । তবে এবার যাবতীয় সমালোচনার জবাব দিলেন মদন মিত্র ৷

মিম ও ট্রোলের খবর স্বাভাবিকভাবেই চোখ এড়িয়ে যায়নি বিধায়কেরও । আর তাই সেই সব মিম ও ট্রোলের জবাব দিতে তিনি বৃহস্পতিবার বেলা একটায় লাইভে আসেন তাঁর ফেসবুক পেজ থেকে । মদন বলেন, "এই মিউজিক ভিডিয়োটা আসার পর কম করে এক থেকে দেড় লক্ষ অনুরোধ পেয়েছি, যাতে আমার আগামী ভিডিয়োতে তাঁদের চান্স দিই । অলরেডি এই লাইভ 1100 জন দেখছেন । লোকের হিংসে তো হবেই । আসলে আঙুর ফল টক ।"

Madan Mitra reacts on trolls over his music video
মিউজিক ভিডিয়োয় মদন

আরও পড়ুন: Madan Mitra : মমতার হাত ধরে সামনে হাঁটি; আগমনীর সুরে মমতার প্রচারে কালারফুল মদন

আত্মবিশ্বাসী কালারফুল মদন মিত্র আরও বলেন, "কলকাতায় আগে শিক্ষিতদের বসবাস ছিল । এখন চ্যাংড়া ছ্যাবলাতে ভরে গিয়েছে । আমি এই সব পাগল- ছাগলদের উত্তর দিতে বাধ্য নই যে, আমি র‍্যাপ গেয়েছি নাকি গান । তাঁরা দয়া করে নচিকেতা এবং কবীর সুমনের কাছে যান, আমি কী গেয়েছি তা জানার জন্য । আমার বিশ্বাস, এই গান পুজোয় ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকবে ।"

আরও পড়ুন : Madan Mitra : আকাশে হেলিকপ্টার দেখা যাচ্ছে না, বিজেপির স্টার ক্যাম্পেনাররা নেই ; কটাক্ষ মদনের

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কথার মাঝে মাঝে 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া' গানের দু'এক কলি গাইতেও শোনা যায় তৃণমূল বিধায়ককে ।

আরও পড়ুন : Mamata Banerjee : জাতীয় ইস্যু নিয়ে সরব তৃণমূল নেত্রী, ভবানীপুর থেকেই ভারত জয়ের বার্তা মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.