ETV Bharat / state

'ক্ষুব্ধ' মমতা, বাড়িতে রামপুজো বাতিল করলেন মদন - Jai Shree Ram

সূত্রের খবর, হঠাৎ করে রামপুজোর উদ্যোগকে ভালোভাবে নেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মদনের প্রতি তিনি ক্ষুব্ধ হয়েছেন । ঘনিষ্ঠ মহলে না কি এনিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন । এরপরই না কি দলের শীর্ষ নেতৃত্ব মদনকে সতর্ক করেন । তার প্রেক্ষিতে শেষ মুহূর্তে বাড়ির রামপুজো বাতিল করার সিদ্ধান্ত নেন মদন

মদন মিত্র
author img

By

Published : Jul 24, 2019, 2:33 AM IST

Updated : Jul 24, 2019, 2:52 AM IST

কলকাতা, 24 জুলাই : বাতিল মদন মিত্রর বাড়ির রামপুজো । সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না কি চাইছেন না মদন বাড়িতে রামের পুজো করুক । তাতে বিতর্ক বাড়তে পারে । মদনের রামপুজোর উদ্যোগ নেওয়াকেও দলনেত্রী খুব একটা ভালোভাবে নেননি । শোনা যাচ্ছে, সেকারণে অনেকটা এগিয়ে গিয়েও বাড়িতে রামপুজো করা থেকে নিজেকে বিরত রাখছেন মদন ।

আরও পড়ুন বাড়িতে রাম-সীতার পুজো করছেন মদন

কয়েকদিন আগে মদন জানিয়েছিলেন, আজ তিনি ভবানীপুরের বাড়িতে রামপুজো ও রামকথা করবেন । অনেককে আমন্ত্রণ জানাবেন । মদনের এই ঘোষণার পর শুরু হয় বিতর্ক । সূত্রের খবর, দলেরই একাংশ বলাবলি শুরু করে জয়শ্রীরাম স্লোগান ঘিরে একাধিকবার বিতর্কের মুখে পড়তে হয়েছিল খোদ দলনেত্রীকে । মদন রামপুজো করলে নতুন করে ফের বিতর্ক দানা বাঁধতে পারে । দলের একাংশের মনোভাব বুঝতে পেরেছিলেন মদনও । সেকারণে প্রথম ঘোষণার ক'দিন পর ফের জানিয়েছিলেন দল না চাইলে তিনি ধুমধামসহ বাড়িতে রামপুজো করা থেকে নিজেকে বিরত রাখবেন । ETV ভারতকে বলেছিলেন, "দল না চাইলে বাড়িতে রামনামের অনুষ্ঠান করব না । দলের শীর্ষ নেতৃত্ব যদি মনে করে, তৃণমূলের লাইন বিরোধী হচ্ছে তাহলে রামপুজো বন্ধ করে দেব ।" শেষমেশ তাই করলেন মদন ।

আরও পড়ুন দল বারণ করলে রামপুজো করব না, বললেন মদন

সূত্রের খবর, হঠাৎ করে রামপুজোর উদ্যোগকে ভালোভাবে নেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মদনের প্রতি তিনি ক্ষুব্ধ হয়েছেন । ঘনিষ্ঠ মহলে না কি এনিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন । কারণ, দলনেত্রীর আশঙ্কা মদন বাড়িতে ধুমধাম করে রামপুজো করলে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে । BJP-এ নিয়ে দু'চার কথা বলতে পারে । তাই এনিয়ে তিনি বিতর্ক চাইছেন না । এরপরই না কি দলের শীর্ষ নেতৃত্ব মদনকে সতর্ক করেন । দলনেত্রীর মনোভাবের কথা জানান । তার প্রেক্ষিতে শেষ মুহূর্তে বাড়ির রামপুজো বাতিল করার সিদ্ধান্ত নেন মদন ।

কলকাতা, 24 জুলাই : বাতিল মদন মিত্রর বাড়ির রামপুজো । সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না কি চাইছেন না মদন বাড়িতে রামের পুজো করুক । তাতে বিতর্ক বাড়তে পারে । মদনের রামপুজোর উদ্যোগ নেওয়াকেও দলনেত্রী খুব একটা ভালোভাবে নেননি । শোনা যাচ্ছে, সেকারণে অনেকটা এগিয়ে গিয়েও বাড়িতে রামপুজো করা থেকে নিজেকে বিরত রাখছেন মদন ।

আরও পড়ুন বাড়িতে রাম-সীতার পুজো করছেন মদন

কয়েকদিন আগে মদন জানিয়েছিলেন, আজ তিনি ভবানীপুরের বাড়িতে রামপুজো ও রামকথা করবেন । অনেককে আমন্ত্রণ জানাবেন । মদনের এই ঘোষণার পর শুরু হয় বিতর্ক । সূত্রের খবর, দলেরই একাংশ বলাবলি শুরু করে জয়শ্রীরাম স্লোগান ঘিরে একাধিকবার বিতর্কের মুখে পড়তে হয়েছিল খোদ দলনেত্রীকে । মদন রামপুজো করলে নতুন করে ফের বিতর্ক দানা বাঁধতে পারে । দলের একাংশের মনোভাব বুঝতে পেরেছিলেন মদনও । সেকারণে প্রথম ঘোষণার ক'দিন পর ফের জানিয়েছিলেন দল না চাইলে তিনি ধুমধামসহ বাড়িতে রামপুজো করা থেকে নিজেকে বিরত রাখবেন । ETV ভারতকে বলেছিলেন, "দল না চাইলে বাড়িতে রামনামের অনুষ্ঠান করব না । দলের শীর্ষ নেতৃত্ব যদি মনে করে, তৃণমূলের লাইন বিরোধী হচ্ছে তাহলে রামপুজো বন্ধ করে দেব ।" শেষমেশ তাই করলেন মদন ।

আরও পড়ুন দল বারণ করলে রামপুজো করব না, বললেন মদন

সূত্রের খবর, হঠাৎ করে রামপুজোর উদ্যোগকে ভালোভাবে নেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মদনের প্রতি তিনি ক্ষুব্ধ হয়েছেন । ঘনিষ্ঠ মহলে না কি এনিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন । কারণ, দলনেত্রীর আশঙ্কা মদন বাড়িতে ধুমধাম করে রামপুজো করলে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে । BJP-এ নিয়ে দু'চার কথা বলতে পারে । তাই এনিয়ে তিনি বিতর্ক চাইছেন না । এরপরই না কি দলের শীর্ষ নেতৃত্ব মদনকে সতর্ক করেন । দলনেত্রীর মনোভাবের কথা জানান । তার প্রেক্ষিতে শেষ মুহূর্তে বাড়ির রামপুজো বাতিল করার সিদ্ধান্ত নেন মদন ।

Intro:
পিছু হটলেন মদন : আগামীকাল বাড়িতে হবে না রাম নাম

কলকাতা, ২৩ জুলাই: অবশেষে বাড়ির রাম নাম অনুষ্ঠান বাতিল করলেন মদন মিত্র। আগামীকাল ভবানীপুরের বাড়িতে হওয়ার কথা ছিল রাম পুজো ও রাম কথার অনুষ্ঠান । সেই অনুষ্ঠান করা থেকে পিছপা হলেন মদন।


Body:



ভবানীপুরের বাড়িতে মদন মিত্রর রাম নাম করার উদ্যোগকে কেন্দ্র করে সরগরম হয়েছিল গোটা রাজ্য রাজনীতি। মদনের বিজেপি যোগ নিয়েও উঠতে শুরু করেছিল জোর জল্পনা। এই ঘটনার সময় ইটিভি ভারতকে রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী জানিয়েছিলেন, 'দল না চাইলে বাড়িতে রাম নামের অনুষ্ঠান করবেন না। দলের শীর্ষ নেতৃত্ব যদি মনে করেন তৃণমূলের লাইন বিরোধী হচ্ছে তাহলে তা বন্ধ করে দেবেন।' আজ জানা গেল, বাড়িতে রাম নাম অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছেন মদন। সেইমতো আগামীকাল প্রাক্তন পরিবহণমন্ত্রীর ভবানীপুরের বাড়িতে হবে না রাম নাম। সূত্রের খবর, হঠাৎ করে রাম পুজো করার উদ্যোগ নেওয়াই তাঁর প্রতি বিরাগভাজন হয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এর ফলে বিতর্ক তৈরি হোক চাইছেন না তিনি। দলনেত্রীর নির্দেশ মেনেই রাম নাম বাতিল করলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। Conclusion:
Last Updated : Jul 24, 2019, 2:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.